ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

দিনের সেরা খবর
দিনের সেরা খবর
author img

By

Published : Jun 25, 2021, 9:10 PM IST

1. কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা ৷ সিবিআই তদন্তের দাবিতে এই জনস্বার্থ মামলা দায়ের করছেন এক আইনজীবী ৷ যদিও এই মামলার শুনানির দিন ধার্য হয়নি ৷

2. ত্রিপুরায় বিজেপির বিধায়ক দলে একাধিক আইনজ্ঞ, তবু বিধানসভার অধ্যক্ষ মাধ্যমিক পাশ !

ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতীমোহন দাসকে মাঝেমধ্যেই হোঁচট খেতে হয় । কখনও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কথা বলতে গিয়ে হোঁচট খান । তো আবার কখনও নোটবন্দির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলতে গিয়ে হোঁচট খেতে হয় । মাঝে তো একবার ত্রিপুরার এক স্থানীয় সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে রামায়ণ, মহাভারতকে পর্যন্ত ধর্মগ্রন্থ বানিয়ে ফেলেছিলেন । কোনটা মহাকাব্য, কোনটা ধর্মগ্রন্থ... তাই এখনও স্পষ্ট নয় রেবতীর কাছে ।

3. Kolkata Metro : সোমবার থেকে বাড়ছে মেট্রো রেলের মেন্টেন্য়ান্স স্পেশালের সংখ্যা

সোমবার থেকে বাড়ছে মেট্রো রেলের মেন্টেন্য়ান্স স্পেশালের সংখ্যা ৷ সারাদিনে আপ ও ডাউন মিলিয়ে মোট 62টি (আপ 31 ও ডাউন 31) ট্রেন চলাচল করবে ৷ পরিষেবা পাবেন জরুরি পেশার সঙ্গে যুক্ত ব্য়ক্তিরা ৷

4. Kasba Vaccine Controversy : কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে সরব শুভেন্দু, স্বাস্থ্য ভবনে জমা স্মারকলিপি

কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে সরব শুভেন্দু অধিকারী ৷ স্বাস্থ্য ভবনে স্মারকলিপি জমা দিলেন তিনি ৷ তুললেন সিবিআই তদন্তের দাবি ৷

5. কোভিডের জেরে দৃষ্টিশক্তি হারাচ্ছেন গায়িকা পরমা ?

কোভিডমুক্ত হওয়ার পরই এক চোখে 80 শতাংশ দৃষ্টি হারিয়েছেন তিনি ৷ ফেসবুক পোস্টে এ কথা জানান গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায় ৷ কোভিড নিয়ে মানুষকে সতর্কও করেন তিনি ৷ পরে যদিও সেই পোস্ট ডিলিট করে দেন ৷

6. আইন ভেঙেছে টুইটার, অ্যাকাউন্ট সাময়িক বন্ধ নিয়ে সরব রবিশঙ্কর

আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের অভিযোগ, তাঁর টুইটার অ্যাকাউন্টটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় ৷ এই নিয়ে তিনি একাধিক অভিযোগ তুলেছেন ৷

7. ভারত-চিন সীমান্তে পরিকাঠামো নিয়ে হিমাচলের রাজ্যপালের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

ভারত-চিন সীমান্তে পরিকাঠামোগত যে উন্নয়নের কাজ চলছে, তা নিয়েই হিমাচল প্রদেশের রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়ের সঙ্গে বৈঠক করলেন সেনাপ্রধান এমএম নারাভানে ৷

8. ময়নার নির্বাচনী ফলাফল নিয়ে মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট

গত 18 জুন ময়নায় পরাজিত তৃণমূল প্রার্থী সংগ্রাম দোলুই কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন ৷ সেই মামলা আজ গ্রহণ করল কলকাতা হাইকোর্ট ৷

9. Shah Rukh Khan: অভিষেকের 29 বছর পূর্তিতেই 'পাঠান'এর শ্যুটিং শুরু শাহরুখের

অভিষেকের 29 বছর পূর্তিতেই (29th Debut Anniversary) তাঁর আপকামিং ফিল্ম 'পাঠান'এর (Pathan) শ্যুটিং শুরু করলেন শাহরুখ খান (Shah Rukh Khan) ৷ 1992 সালে 25 জুন দিওয়ানা ফিল্মে ডেবিউ করেন কিং খান ৷

10. গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ, তারপর বাড়ি ঢোকার অনুমতি বিজেপি কর্মীদের

ঘরছাড়া বিজেপি কর্মীরা ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের কাছে ঘরে ফেরার ব্যবস্থা করার জন্য আবেদন করেন ৷ সেই আবেদনের ভিত্তিতে আজ 30 জন বিজেপি কর্মীর ঘরে ফেরার ব্যবস্থা করা হয় ৷ তবে তার জন্য প্রায়শ্চিত্ত করতে হয় প্রত্যেককে ৷

1. কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা ৷ সিবিআই তদন্তের দাবিতে এই জনস্বার্থ মামলা দায়ের করছেন এক আইনজীবী ৷ যদিও এই মামলার শুনানির দিন ধার্য হয়নি ৷

2. ত্রিপুরায় বিজেপির বিধায়ক দলে একাধিক আইনজ্ঞ, তবু বিধানসভার অধ্যক্ষ মাধ্যমিক পাশ !

ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতীমোহন দাসকে মাঝেমধ্যেই হোঁচট খেতে হয় । কখনও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কথা বলতে গিয়ে হোঁচট খান । তো আবার কখনও নোটবন্দির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলতে গিয়ে হোঁচট খেতে হয় । মাঝে তো একবার ত্রিপুরার এক স্থানীয় সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে রামায়ণ, মহাভারতকে পর্যন্ত ধর্মগ্রন্থ বানিয়ে ফেলেছিলেন । কোনটা মহাকাব্য, কোনটা ধর্মগ্রন্থ... তাই এখনও স্পষ্ট নয় রেবতীর কাছে ।

3. Kolkata Metro : সোমবার থেকে বাড়ছে মেট্রো রেলের মেন্টেন্য়ান্স স্পেশালের সংখ্যা

সোমবার থেকে বাড়ছে মেট্রো রেলের মেন্টেন্য়ান্স স্পেশালের সংখ্যা ৷ সারাদিনে আপ ও ডাউন মিলিয়ে মোট 62টি (আপ 31 ও ডাউন 31) ট্রেন চলাচল করবে ৷ পরিষেবা পাবেন জরুরি পেশার সঙ্গে যুক্ত ব্য়ক্তিরা ৷

4. Kasba Vaccine Controversy : কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে সরব শুভেন্দু, স্বাস্থ্য ভবনে জমা স্মারকলিপি

কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে সরব শুভেন্দু অধিকারী ৷ স্বাস্থ্য ভবনে স্মারকলিপি জমা দিলেন তিনি ৷ তুললেন সিবিআই তদন্তের দাবি ৷

5. কোভিডের জেরে দৃষ্টিশক্তি হারাচ্ছেন গায়িকা পরমা ?

কোভিডমুক্ত হওয়ার পরই এক চোখে 80 শতাংশ দৃষ্টি হারিয়েছেন তিনি ৷ ফেসবুক পোস্টে এ কথা জানান গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায় ৷ কোভিড নিয়ে মানুষকে সতর্কও করেন তিনি ৷ পরে যদিও সেই পোস্ট ডিলিট করে দেন ৷

6. আইন ভেঙেছে টুইটার, অ্যাকাউন্ট সাময়িক বন্ধ নিয়ে সরব রবিশঙ্কর

আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের অভিযোগ, তাঁর টুইটার অ্যাকাউন্টটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় ৷ এই নিয়ে তিনি একাধিক অভিযোগ তুলেছেন ৷

7. ভারত-চিন সীমান্তে পরিকাঠামো নিয়ে হিমাচলের রাজ্যপালের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

ভারত-চিন সীমান্তে পরিকাঠামোগত যে উন্নয়নের কাজ চলছে, তা নিয়েই হিমাচল প্রদেশের রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়ের সঙ্গে বৈঠক করলেন সেনাপ্রধান এমএম নারাভানে ৷

8. ময়নার নির্বাচনী ফলাফল নিয়ে মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট

গত 18 জুন ময়নায় পরাজিত তৃণমূল প্রার্থী সংগ্রাম দোলুই কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন ৷ সেই মামলা আজ গ্রহণ করল কলকাতা হাইকোর্ট ৷

9. Shah Rukh Khan: অভিষেকের 29 বছর পূর্তিতেই 'পাঠান'এর শ্যুটিং শুরু শাহরুখের

অভিষেকের 29 বছর পূর্তিতেই (29th Debut Anniversary) তাঁর আপকামিং ফিল্ম 'পাঠান'এর (Pathan) শ্যুটিং শুরু করলেন শাহরুখ খান (Shah Rukh Khan) ৷ 1992 সালে 25 জুন দিওয়ানা ফিল্মে ডেবিউ করেন কিং খান ৷

10. গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ, তারপর বাড়ি ঢোকার অনুমতি বিজেপি কর্মীদের

ঘরছাড়া বিজেপি কর্মীরা ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের কাছে ঘরে ফেরার ব্যবস্থা করার জন্য আবেদন করেন ৷ সেই আবেদনের ভিত্তিতে আজ 30 জন বিজেপি কর্মীর ঘরে ফেরার ব্যবস্থা করা হয় ৷ তবে তার জন্য প্রায়শ্চিত্ত করতে হয় প্রত্যেককে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.