1. প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্টেডিয়ামের উদ্বোধনে রাষ্ট্রপতি, বিতর্কের কেন্দ্রে মোতেরা
গুজরাটের মোতেরা স্টেডিয়ামের নামকরণ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে ৷ যা নিয়ে দিনভর বিতর্ক ছড়াল ৷ সর্দার বল্লভভাই প্যাটেলের নাম কেন বদল হল সেই প্রশ্নও উঠেছে ৷
2. কোভিড ভ্যাকসিন কিনে টিকাকরণ করতে চায় রাজ্য, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
ভোটের আগেই বিনামূল্যে গণ টিকাকরণ করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাও আবার রাজ্য সরকারের খরচে । বুধবার এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন তিনি ।
3. নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে ধাক্কা ট্রাকের, বর্ধমানে মৃত 4
বুধবার বিকালে দুর্ঘটনা ঘটে বর্ধমানের পালসিট সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে ।
4. মোদি স্টেডিয়ামে গোলাপি ঝড়, 112 রানে গুটিয়ে গেল ইংরেজরা
আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জো রুট ৷ নতুন স্টেডিয়ামের নতুন পিচে প্রথম থেকেই সতর্ক ছিলেন কোহলিরা ৷ তবে প্রথম থেকে এতটা দাপট দেখাবে স্পিনাররা, তা হয়ত বুঝতে পারেননি স্বয়ং কোহলিও ৷
5. আমহার্ট স্টিটে বিজেপির মিছিলে ধুন্ধুমার, শুভেন্দু-রাজীবের হাত ধরে বিজেপিতে দিন্দা ও সজল
বিজেপির ব়্যালিতে উত্তেজনা । নির্ধারিত ছিল প্রথমে তাঁরা মিছিল করবেন, তারপর সভামঞ্চে বক্তব্য পেশ করবেন । সেখানে সজল ঘোষের পাশাপাশি গেরুয়া পতাকা তুলে নেবেন অশোক দিন্দাও ।
6. আমহার্স্ট স্ট্রিটে সংঘর্ষ: তৃণমূল রাজনৈতিক শিষ্টাচার বিরোধী, মন্তব্য রাজীবের
"আজকের ঘটনায় প্রমাণিত, তৃণমূলের রাজনৈতিক শিষ্টাচার নেই ৷" বললেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্য়ায় ৷
7. রাবণ-দানব মিলে দেশ চালাচ্ছে, হুগলি থেকে বাণ মমতার
মমতার ডানলপের সভা থেকে তীব্র আক্রমণ করলেন মোদিকে। গতকাল অভিষেকের বাড়িতে সিবিআই তল্লাশি করা নিয়েও মোদিকে আক্রমণ করতে পিছপা হননি তিনি।
8. মমতার সভায় তৃণমূলে যোগ মনোজ তিওয়ারির সঙ্গে একঝাঁক টলি তারকার
হুগলির সাহাগঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা সভাস্থলেই আজ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় সভা করেন। দু'দিন আগে ওই মাঠে দাঁড়িয়ে একাধিক ইস্য়ুতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র কটাক্ষ করেন মোদি। আজকের ওই সভায় যোগদান একঝাঁক টলি তারকা। একইসঙ্গে তৃণমূলের পতাকা তুলে নেন ক্রিকেটার মনোজ তিওয়ারি।
9. মোতেরা স্টেডিয়ামের নতুন নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম
নাম পরিবর্তন হল বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম সর্দার প্যাটেল স্টেডিয়ামের ৷ নতুন নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৷ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা ঘোষণা করেন ৷
10. না থাকার হতাশা নিয়েও ভরা মোতেরা দেখতে টুইট দাদার
সৌরভ বলেন, দিন রাতের টেস্ট আয়োজন করা ভারতের স্বপ্ন ৷ এবং ভারতের প্রথম দিন-রাতের টেস্টে ইডেনেরমতো ভরা স্টেডিয়াম দেখতে চান ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন ৷