ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা - বাছাই করা সেরা দশটি খবর

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news
author img

By

Published : Dec 10, 2020, 7:01 PM IST

1. নাড্ডার কনভয়ে হামলা, ক্ষুব্ধ রাজ্যপাল

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় একের পর এক টুইট রাজ্য়পাল জগদীপ ধনখড়ের ৷ যেখানে রাজ্য়ের আইন-শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন তুললেন তিনি ৷

2. চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য

বর্তমানে আইভি তরল, আইভি অ্যান্টিবায়োটিক, আইভি স্টেরয়েড এবং অন্যান্য সহায়ক ওষুধ দেওয়া হচ্ছে ৷ তবে তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা 9.7 শতাংশ ৷ তাঁর শরীরের একাধিক পরীক্ষার পর চিকিৎসকরা তাঁর সুস্থ হওয়া নিয়ে আশাবাদী ৷

3. মা দুর্গার আশীর্বাদেই রক্ষা পেয়েছি : নাড্ডা

শুধু বিজেপি নেতাদের গাড়ি নয়, বাইকে থাকা কয়েকজন বিজেপি কর্মীর উপরও লাঠি নিয়ে হামলা চালানো হয় । এই নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, "মা দুর্গার আশীর্বাদেই রক্ষা পেয়েছি ।"

4. সংসদ ভবন তৈরির টাকা কৃষকদের দেওয়া উচিত ছিল : মমতা

কৃষি আইনের বিরুদ্ধে এখনও বিক্ষোভ দেখাচ্ছে কৃষক সংগঠনগুলি । তাদের পাশে দাঁড়িয়ে মেয়ো রোডে দলের ধরনা কর্মসূচিতে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

5. প্রয়াত '82-র ফুটবল বিশ্বকাপের নায়ক পাওলো রোসি

প্রয়াত 1982 ফুটবল বিশ্বকাপের নায়ক পাওলো রোসি ৷ 64 বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যু হল এই কিংবদন্তির ৷

6. নাড্ডার কনভয়ে হামলা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ : অভিষেক

আরামবাগের জনসভা থেকে কেন্দ্রকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আজ নাড্ডার কনভয়ে হামলার কারণ, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ।"

7. "অরাজকতা", "অসহিষ্ণুতা" এবং "গুন্ডারাজ", বাংলায় বদলের ডাক নাড্ডার

"অরাজকতা", "অসহিষ্ণুতা" এবং "গুন্ডারাজ" এই তিন শব্দে পশ্চিমবঙ্গের শাসন ব্য়বস্থাকে ব্যাখ্য়া করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ আজ ডায়মন্ড হারবারের সুলতানপুরের কর্মিসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর কনভয়ে হামলা চলে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল সরকারকে একহাত নেন বিজেপি সভাপতি ৷

8. নাড্ডার কনভয়ে হামলা : হাওড়ায় পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপুতুল; উত্তেজনা চরমে

দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে হাওড়ার ডিএম বাংলোর সামনে বিক্ষোভ কর্মসূচি বিজেপির। এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায় মহাত্মা গান্ধি রোড এলাকায় ডিএম বাংলোর সামনে । ব্যারিকেড করে তাঁদের আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় ।

9. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে শুল্ক দপ্তরের মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট

শুল্ক দপ্তরের আইনজীবীর বক্তব্য় শোনার পর ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করে এবং 1 ফেব্রুয়ারি থেকে মামলাটির শুনানি করা হবে বলে জানানো হয়েছে । ইতিমধ্যে রুজিরা নারুলা ও তাঁর বোন মানেকা গম্ভীরকে তাঁদের বক্তব্য হলফনামা আকারে জানাতে বলেছে আদালত।

10. জলপাইগুড়িতে এবার "দাদার ভক্তের" পোস্টার

শুভেন্দু অধিকারীর পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার চোখে পড়ল । দাদার অনুগামীর পর এবার দাদার ভক্তের পোস্টার । জলপাইগুড়ি পোস্ট অফিস মোড়ে ফণীন্দ্রদেব স্কুলের সামনে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।

1. নাড্ডার কনভয়ে হামলা, ক্ষুব্ধ রাজ্যপাল

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় একের পর এক টুইট রাজ্য়পাল জগদীপ ধনখড়ের ৷ যেখানে রাজ্য়ের আইন-শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন তুললেন তিনি ৷

2. চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য

বর্তমানে আইভি তরল, আইভি অ্যান্টিবায়োটিক, আইভি স্টেরয়েড এবং অন্যান্য সহায়ক ওষুধ দেওয়া হচ্ছে ৷ তবে তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা 9.7 শতাংশ ৷ তাঁর শরীরের একাধিক পরীক্ষার পর চিকিৎসকরা তাঁর সুস্থ হওয়া নিয়ে আশাবাদী ৷

3. মা দুর্গার আশীর্বাদেই রক্ষা পেয়েছি : নাড্ডা

শুধু বিজেপি নেতাদের গাড়ি নয়, বাইকে থাকা কয়েকজন বিজেপি কর্মীর উপরও লাঠি নিয়ে হামলা চালানো হয় । এই নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, "মা দুর্গার আশীর্বাদেই রক্ষা পেয়েছি ।"

4. সংসদ ভবন তৈরির টাকা কৃষকদের দেওয়া উচিত ছিল : মমতা

কৃষি আইনের বিরুদ্ধে এখনও বিক্ষোভ দেখাচ্ছে কৃষক সংগঠনগুলি । তাদের পাশে দাঁড়িয়ে মেয়ো রোডে দলের ধরনা কর্মসূচিতে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

5. প্রয়াত '82-র ফুটবল বিশ্বকাপের নায়ক পাওলো রোসি

প্রয়াত 1982 ফুটবল বিশ্বকাপের নায়ক পাওলো রোসি ৷ 64 বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যু হল এই কিংবদন্তির ৷

6. নাড্ডার কনভয়ে হামলা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ : অভিষেক

আরামবাগের জনসভা থেকে কেন্দ্রকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আজ নাড্ডার কনভয়ে হামলার কারণ, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ।"

7. "অরাজকতা", "অসহিষ্ণুতা" এবং "গুন্ডারাজ", বাংলায় বদলের ডাক নাড্ডার

"অরাজকতা", "অসহিষ্ণুতা" এবং "গুন্ডারাজ" এই তিন শব্দে পশ্চিমবঙ্গের শাসন ব্য়বস্থাকে ব্যাখ্য়া করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ আজ ডায়মন্ড হারবারের সুলতানপুরের কর্মিসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর কনভয়ে হামলা চলে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল সরকারকে একহাত নেন বিজেপি সভাপতি ৷

8. নাড্ডার কনভয়ে হামলা : হাওড়ায় পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপুতুল; উত্তেজনা চরমে

দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে হাওড়ার ডিএম বাংলোর সামনে বিক্ষোভ কর্মসূচি বিজেপির। এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায় মহাত্মা গান্ধি রোড এলাকায় ডিএম বাংলোর সামনে । ব্যারিকেড করে তাঁদের আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় ।

9. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে শুল্ক দপ্তরের মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট

শুল্ক দপ্তরের আইনজীবীর বক্তব্য় শোনার পর ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করে এবং 1 ফেব্রুয়ারি থেকে মামলাটির শুনানি করা হবে বলে জানানো হয়েছে । ইতিমধ্যে রুজিরা নারুলা ও তাঁর বোন মানেকা গম্ভীরকে তাঁদের বক্তব্য হলফনামা আকারে জানাতে বলেছে আদালত।

10. জলপাইগুড়িতে এবার "দাদার ভক্তের" পোস্টার

শুভেন্দু অধিকারীর পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার চোখে পড়ল । দাদার অনুগামীর পর এবার দাদার ভক্তের পোস্টার । জলপাইগুড়ি পোস্ট অফিস মোড়ে ফণীন্দ্রদেব স্কুলের সামনে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.