ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - টপ নিউজ় @ দুপুর 3 টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top-news-of-the-day-at-3-pm
top-news-of-the-day-at-3-pm
author img

By

Published : Mar 24, 2021, 3:04 PM IST

1. দিল্লি নিয়ে কেন্দ্রের বিল রুখতে রাজধানী ছুটলেন তৃণমূল সাংসদরা

দিল্লি নিয়ে কেন্দ্রের বিল রুখতে তড়িঘড়ি রাজধানীতে ছুটলেন তৃণমূল সাংসদরা ৷ তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন এ কথা জানিয়েছেন ৷ এই বিল নিয়ে আলোচনা স্থগিত রাখতে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে চিঠিও দিয়েছেন তিনি ৷

2. "মিথ্যে বলে নন্দীগ্রামের বদনাম করছেন", মমতার আঘাত নিয়ে তোপ মোদির !

তৃণমূলের খেলা শেষ হবে, বিকাশ আরম্ভ হবে ৷ বাংলায় দরকার বিজেপি সরকার ৷ কাঁথির সভায় এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের আঘাত প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগ করেছেন তিনি ৷

3. সিপিএমই হাত ধরে বাংলায় বিজেপিকে এনেছে, বিষ্ণুপুরে তোপ মমতার

বুধবার বাঁকুড়ার বিষ্ণুপুরে নির্বাচনী প্রচারে জনসভা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বাংলায় বিজেপির উত্থানের জন্য একযোগে দুষলেন সিপিএম দল ও তৃণমূলের ‘গদ্দার’দের ৷ তাঁর অভিযোগ, সিপিএমই বাংলায় বিজেপিকে হাত ধরে এনে ঢুকিয়েছে ৷

4. ডাবল মিউটেশনের নয়া স্ট্রেন ভারতের 18টি রাজ্যে

করোনা ডাবল মিউটেশনের নয়া স্ট্রেনের সন্ধান ভারতের বিভিন্ন রাজ্যে ৷ প্রায় 18টি রাজ্যে এমন একাধিক স্ট্রেন পাওয়া গিয়েছে ৷ যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের ৷

5. "বাংলার সন্তানই হবে বিজেপির মুখ্য়মন্ত্রী !" মোদির 'বহিরাগত' জবাব

কাঁথির সভা থেকে তৃণমূলের 'বহিরাগত' কটাক্ষের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর প্রতিশ্রুতি, বাংলার সন্তানই হবে বিজেপির মুখ্যমন্ত্রী ৷

6. দিনহাটায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা

মৃত বিজেপি নেতা কোচবিহারের দিনহাটা শহরের মণ্ডল সভাপতি ৷ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷

7. বিজেপি নেতাকে খুনের অভিযোগ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ-অবরোধ

দিনহাটা শহর মণ্ডল সভাপতি অমিত সরকারকে চক্রান্ত করে খুন করেছে তৃণমূল । এই অভিযোগ তুলে দিনহাটা শহরে পাঁচমাথা মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল বিজেপি কর্মীরা ।

8. মৃত বিজেপি নেতাকে রাতে বকাঝকা করেন নিশীথ, অভিযোগ উদয়নের

মৃত বিজেপি নেতা অমিত সরকার কোচবিহারের দিনহাটা শহরের মণ্ডল সভাপতি ৷ আজ সকালে দিনহাটা শহর মণ্ডল কার্যালয়ের পিছনে পশু হাসপাতালের ভিতরে ওই নেতাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ৷

9. বিজেপি নেতার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি নিশীথ প্রামাণিকের

আজ সকালে দিনহাটা শহর মণ্ডল কার্যালয়ের পিছনে পশু হাসপাতালের ভিতরে অমিত সরকার নামে ওই নেতাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৷

10. উত্তরসূরী হিসাবে এনভি রামান্নার নাম প্রস্তাব বিচারপতি বোবদের

নিজের উত্তরসূরী হিসাবে বিচারপতি এনভি রামান্নার নাম প্রস্তাব করলেন ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে ৷ আগামী 23 এপ্রিল অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি ৷ তারপর প্রধান বিচারপতি হিসাবে রামান্নাকেই দেখতে চান তিনি ৷

1. দিল্লি নিয়ে কেন্দ্রের বিল রুখতে রাজধানী ছুটলেন তৃণমূল সাংসদরা

দিল্লি নিয়ে কেন্দ্রের বিল রুখতে তড়িঘড়ি রাজধানীতে ছুটলেন তৃণমূল সাংসদরা ৷ তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন এ কথা জানিয়েছেন ৷ এই বিল নিয়ে আলোচনা স্থগিত রাখতে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে চিঠিও দিয়েছেন তিনি ৷

2. "মিথ্যে বলে নন্দীগ্রামের বদনাম করছেন", মমতার আঘাত নিয়ে তোপ মোদির !

তৃণমূলের খেলা শেষ হবে, বিকাশ আরম্ভ হবে ৷ বাংলায় দরকার বিজেপি সরকার ৷ কাঁথির সভায় এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের আঘাত প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগ করেছেন তিনি ৷

3. সিপিএমই হাত ধরে বাংলায় বিজেপিকে এনেছে, বিষ্ণুপুরে তোপ মমতার

বুধবার বাঁকুড়ার বিষ্ণুপুরে নির্বাচনী প্রচারে জনসভা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বাংলায় বিজেপির উত্থানের জন্য একযোগে দুষলেন সিপিএম দল ও তৃণমূলের ‘গদ্দার’দের ৷ তাঁর অভিযোগ, সিপিএমই বাংলায় বিজেপিকে হাত ধরে এনে ঢুকিয়েছে ৷

4. ডাবল মিউটেশনের নয়া স্ট্রেন ভারতের 18টি রাজ্যে

করোনা ডাবল মিউটেশনের নয়া স্ট্রেনের সন্ধান ভারতের বিভিন্ন রাজ্যে ৷ প্রায় 18টি রাজ্যে এমন একাধিক স্ট্রেন পাওয়া গিয়েছে ৷ যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের ৷

5. "বাংলার সন্তানই হবে বিজেপির মুখ্য়মন্ত্রী !" মোদির 'বহিরাগত' জবাব

কাঁথির সভা থেকে তৃণমূলের 'বহিরাগত' কটাক্ষের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর প্রতিশ্রুতি, বাংলার সন্তানই হবে বিজেপির মুখ্যমন্ত্রী ৷

6. দিনহাটায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা

মৃত বিজেপি নেতা কোচবিহারের দিনহাটা শহরের মণ্ডল সভাপতি ৷ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷

7. বিজেপি নেতাকে খুনের অভিযোগ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ-অবরোধ

দিনহাটা শহর মণ্ডল সভাপতি অমিত সরকারকে চক্রান্ত করে খুন করেছে তৃণমূল । এই অভিযোগ তুলে দিনহাটা শহরে পাঁচমাথা মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল বিজেপি কর্মীরা ।

8. মৃত বিজেপি নেতাকে রাতে বকাঝকা করেন নিশীথ, অভিযোগ উদয়নের

মৃত বিজেপি নেতা অমিত সরকার কোচবিহারের দিনহাটা শহরের মণ্ডল সভাপতি ৷ আজ সকালে দিনহাটা শহর মণ্ডল কার্যালয়ের পিছনে পশু হাসপাতালের ভিতরে ওই নেতাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ৷

9. বিজেপি নেতার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি নিশীথ প্রামাণিকের

আজ সকালে দিনহাটা শহর মণ্ডল কার্যালয়ের পিছনে পশু হাসপাতালের ভিতরে অমিত সরকার নামে ওই নেতাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৷

10. উত্তরসূরী হিসাবে এনভি রামান্নার নাম প্রস্তাব বিচারপতি বোবদের

নিজের উত্তরসূরী হিসাবে বিচারপতি এনভি রামান্নার নাম প্রস্তাব করলেন ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে ৷ আগামী 23 এপ্রিল অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি ৷ তারপর প্রধান বিচারপতি হিসাবে রামান্নাকেই দেখতে চান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.