ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - খবর একনজরে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 3
top 3
author img

By

Published : Mar 21, 2021, 3:04 PM IST

1.মেদিনীপুরকে গদ্দারমুক্ত করার ডাক মমতার

অধিকারী গড়ে ঢুকে খোদ অধিকারী পরিবারকেই নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ শিশির, শুভেন্দুর নাম না করলেও তাঁদের একযোগে গদ্দার, মীরজাফর বলে তোপ দাগলেন মমতা ৷ দিলেন ‘এই গদ্দার, মীরজাফরদের হাত থেকে মেদিনীপুরকে মুক্ত’ করার ডাক ৷ ভোট চাইলেন গদ্দারদের বিরুদ্ধেই ৷

2.'যন্ত্রণা' নিয়েই বিজেপি-সঙ্গে সপরিবার শিশির

এগরার সভায় অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন শিশির অধিকারী ৷ তাঁর পরিবার সবসময় বিজেপির সঙ্গে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি ৷

3.বঙ্গে প্রথম দফার 50% প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি

রাজ্যের প্রথম দফার নির্বাচনের মোট প্রার্থী সংখ্যার 50 শতাংশের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির মধ্য়ে ৷ এডিআর-এর রিপোর্টে মিলেছে এই তথ্য ৷

4.প্রথম দফায় রাজ্যে 10% প্রার্থী কোটিপতি, আছেন সম্পদহীন প্রার্থীও

পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের মধ্যে 10 শতাংশ কোটিপতি ৷ এডিআর-এর রিপোর্টে প্রকাশ্যে এসেছে সেই তথ্য ৷ রয়েছেন সম্পদহীন প্রার্থীও ৷

5.মিলবে না টিকা, ছুঁয়ে দেখলেই জার্সি বদল !

দেশে ফের বাড়ছে করোনার প্রকোপ ৷ তার মধ্যেই শুরু হয়ে গিয়েছে আইপিএলের 14তম সংস্করণের প্রস্তুতি ৷ 9 এপ্রিল থেকে শুরু হচ্ছে এবারের কোটিপতি লিগ ৷ তার আগে একগুচ্ছ নিয়মাবলি প্রকাশ করল বিসিসিআই ৷ সংক্রমণ থেকে বাঁচতে এবারও ক্রিকেটারদের জন্য থাকছে কড়া নিয়ম ৷

6.সুপ্রিম নির্দেশকে বুড়ো আঙুল ! বঙ্গে প্রথম দফার 25% প্রার্থী জড়িত ফৌজদারি মামলায়

সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে প্রথম দফায় ফৌজদারি মামলায় জড়িতদের প্রার্থী করেছে দলগুলি ৷ জানাল এডিআর ৷ তারা রিপোর্টে জানিয়েছে, প্রথম দফার 25 শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে ৷

7.টাকার বিনিময়ে ভোটের টিকিট ! দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

জেলাস্তরের কোনও নেতা কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলায় চরম অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব ।

8.বামেদের গতি বাড়াতে পথে হাল্লাগাড়ি

যুবশক্তির উপর ভর করেই নতুন ভাবে প্রচারে নেমেছে বামেরা । একের পর এক নতুন গানের পর এবার পথ নাটিকার মাধ্যমে প্রচারে বাম । গরম-নরম বার্তায় বিরোধিদের কটাক্ষ থেকে মানুষের মন ছুঁয়ে যাওয়া । সবই যেন রয়েছে এই পথ নাটিকাগুলিতে । নতুন এই প্রচারের নাম হাল্লাগাড়ি ।

9.ম্যাচের সূচনায় রোহিতের সঙ্গী বিরাট, খুশি গাভাসকর

গাভাসকরের যুক্তি, সীমিত ওভারের ক্রিকেটে দলের সেরা ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ওভার খেলা উচিত ৷ তাই বিরাট কোহলির টপ অর্ডারে নামা উচিত ৷

10.কন্ডোমের নিষিদ্ধ বিজ্ঞাপনের হট ছবি পোস্ট পূজা বেদির, কেন ?

1991 সালে তাঁর কন্ডোমের একটি বিজ্ঞাপন নিষিদ্ধ করেছিল দূরদর্শন ৷ সেই বিজ্ঞাপনের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ইন্টারনেটে উত্তাপ ছড়ালেন পূজা বেদি ৷

1.মেদিনীপুরকে গদ্দারমুক্ত করার ডাক মমতার

অধিকারী গড়ে ঢুকে খোদ অধিকারী পরিবারকেই নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ শিশির, শুভেন্দুর নাম না করলেও তাঁদের একযোগে গদ্দার, মীরজাফর বলে তোপ দাগলেন মমতা ৷ দিলেন ‘এই গদ্দার, মীরজাফরদের হাত থেকে মেদিনীপুরকে মুক্ত’ করার ডাক ৷ ভোট চাইলেন গদ্দারদের বিরুদ্ধেই ৷

2.'যন্ত্রণা' নিয়েই বিজেপি-সঙ্গে সপরিবার শিশির

এগরার সভায় অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন শিশির অধিকারী ৷ তাঁর পরিবার সবসময় বিজেপির সঙ্গে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি ৷

3.বঙ্গে প্রথম দফার 50% প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি

রাজ্যের প্রথম দফার নির্বাচনের মোট প্রার্থী সংখ্যার 50 শতাংশের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির মধ্য়ে ৷ এডিআর-এর রিপোর্টে মিলেছে এই তথ্য ৷

4.প্রথম দফায় রাজ্যে 10% প্রার্থী কোটিপতি, আছেন সম্পদহীন প্রার্থীও

পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের মধ্যে 10 শতাংশ কোটিপতি ৷ এডিআর-এর রিপোর্টে প্রকাশ্যে এসেছে সেই তথ্য ৷ রয়েছেন সম্পদহীন প্রার্থীও ৷

5.মিলবে না টিকা, ছুঁয়ে দেখলেই জার্সি বদল !

দেশে ফের বাড়ছে করোনার প্রকোপ ৷ তার মধ্যেই শুরু হয়ে গিয়েছে আইপিএলের 14তম সংস্করণের প্রস্তুতি ৷ 9 এপ্রিল থেকে শুরু হচ্ছে এবারের কোটিপতি লিগ ৷ তার আগে একগুচ্ছ নিয়মাবলি প্রকাশ করল বিসিসিআই ৷ সংক্রমণ থেকে বাঁচতে এবারও ক্রিকেটারদের জন্য থাকছে কড়া নিয়ম ৷

6.সুপ্রিম নির্দেশকে বুড়ো আঙুল ! বঙ্গে প্রথম দফার 25% প্রার্থী জড়িত ফৌজদারি মামলায়

সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে প্রথম দফায় ফৌজদারি মামলায় জড়িতদের প্রার্থী করেছে দলগুলি ৷ জানাল এডিআর ৷ তারা রিপোর্টে জানিয়েছে, প্রথম দফার 25 শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে ৷

7.টাকার বিনিময়ে ভোটের টিকিট ! দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

জেলাস্তরের কোনও নেতা কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলায় চরম অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব ।

8.বামেদের গতি বাড়াতে পথে হাল্লাগাড়ি

যুবশক্তির উপর ভর করেই নতুন ভাবে প্রচারে নেমেছে বামেরা । একের পর এক নতুন গানের পর এবার পথ নাটিকার মাধ্যমে প্রচারে বাম । গরম-নরম বার্তায় বিরোধিদের কটাক্ষ থেকে মানুষের মন ছুঁয়ে যাওয়া । সবই যেন রয়েছে এই পথ নাটিকাগুলিতে । নতুন এই প্রচারের নাম হাল্লাগাড়ি ।

9.ম্যাচের সূচনায় রোহিতের সঙ্গী বিরাট, খুশি গাভাসকর

গাভাসকরের যুক্তি, সীমিত ওভারের ক্রিকেটে দলের সেরা ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ওভার খেলা উচিত ৷ তাই বিরাট কোহলির টপ অর্ডারে নামা উচিত ৷

10.কন্ডোমের নিষিদ্ধ বিজ্ঞাপনের হট ছবি পোস্ট পূজা বেদির, কেন ?

1991 সালে তাঁর কন্ডোমের একটি বিজ্ঞাপন নিষিদ্ধ করেছিল দূরদর্শন ৷ সেই বিজ্ঞাপনের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ইন্টারনেটে উত্তাপ ছড়ালেন পূজা বেদি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.