ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top-news-at-a-glance
top-news-at-a-glance
author img

By

Published : Jan 26, 2021, 3:01 PM IST

1. আকাশে ‘ত্রিশূল’ রাফালের, প্যারেডে রামমন্দির থেকে মৈত্রী বুদ্ধ

মঙ্গলবার পালিত হল 72 তম সাধারণতন্ত্র দিবস৷ দিল্লির রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রায় উঠে এল এক টুকরো ভারত ৷ রামমন্দির থেকে কোরোনা, রাফাল থেকে মৈত্রী বুদ্ধ - প্যারেডে জায়গা পেল আরও অনেক কিছু৷

2. লাইভ : রাষ্ট্রপতি ভবনে দিকে এগোতে পারেন কৃষকরা

দিল্লিতে ধুন্ধুমার । লালকেল্লায় পৌঁছে পতাকা তুলল বিক্ষোভ প্রদর্শন করছেন কৃষকরা ।

3. ইস্তফা প্রবীরের, শোকজ করল তৃণমূল

দলের দু’টি সাংগঠনিক পদে ইস্তফা উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের৷ হুগলির জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও দলের জেলা কোর কমিটির সদস্য়পদ থেকে ইস্তফা দিলেন প্রবীর ঘোষাল৷

4. কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা

কাশ্মীরে বন্ধ ইন্টারনেট৷ সাধারণতন্ত্র দিবস নির্বিঘ্নে পালনের জন্যই এই সিদ্ধান্ত বলে প্রশাসন জানিয়েছে৷ এর আগে জম্মু ও কাশ্মীরের একাধিক জেলায় হাই স্পিড মোবাইল ডেটায় নিষেধাজ্ঞা জারি করে জম্মু ও কাশ্মীর প্রশাসন৷ এই নিষেধাজ্ঞা 6 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে৷

5. ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব পৌঁছল সেনেটে

ক্যাপিটলে হামলা চালানোর অভিযোগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব সেনেটে পৌঁছল। আগামী 8 ফেব্রুয়ারি থেকে সেনেটে শুরু হবে শুনানি। যদিও এ ব্যাপারে গড়িমসি দেখাচ্ছে রিপাবলিকানরা।

6. কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

কৃষকদের ট্র্যাক্টর মিছিলে লাঠিচার্জ করল পুলিশ ৷ একই সঙ্গে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও পাঠানো হয় ৷ সিঙ্ঘু সীমান্ত থেকে কৃষকদের ট্র্যাক্টর মিছিল দিল্লির সঞ্জয় গান্ধি ট্রান্সপোর্ট নগরে পৌঁছালে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ ৷ কিন্তু পুলিশি বাধা অতিক্রম করে কৃৃষকরা এগিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ পুলিশের সঙ্গে কৃষকদের ধস্তাধস্তি শুরু হয় । তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ৷ কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতা সতনাম সিং বলেন, "আমরা পুলিশের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে প্রায় 45 মিনিট আলোচনা করি ৷ আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল ৷ তবুও পুলিশ তা রিং রোডে আটকে দেয় ৷"

7. উলটো জাতীয় পতাকা তুলে অস্বস্তিতে দিলীপ

সাধারণতন্ত্র দিবসের সকালে বিজেপির রামপুরহাটে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপির রাজ্য সভাপতি । পতাকা তোলার পর দেখা যায় উলটো পতাকা উত্তোলন করা হয়েছে ৷

8. সিঙ্ঘু ও টিকরি সীমান্তে ব্যারিকেড ভাঙল কৃষকরা

টিকরি ও সিঙঘু সীমান্তে বিক্ষোভরত কৃষকরা পুলিশি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে ৷ কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে সিংঘু সীমান্তে ট্রাক্টর মিছিলে অংশগ্রহণ করেছে পাঁচ হাজারের বেশি আন্দোলনরত কৃষক ৷

9. এবার পদ্ম পুরস্কার পাচ্ছেন 119 জন, তালিকায় শিনজ়ো আবে-বালা সুব্রমনিয়ম

এই বছর পদ্ম পুরস্কারের তালিকায় রয়েছেন 119 জন । তার মধ্যে পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পাচ্ছেন যথাক্রমে 7 জন এবং 10 জন ৷ পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছে 102 জন ৷

10. ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করে অনুতপ্ত 'শ্যামবর্ণা' প্রিয়াঙ্কা

1. আকাশে ‘ত্রিশূল’ রাফালের, প্যারেডে রামমন্দির থেকে মৈত্রী বুদ্ধ

মঙ্গলবার পালিত হল 72 তম সাধারণতন্ত্র দিবস৷ দিল্লির রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রায় উঠে এল এক টুকরো ভারত ৷ রামমন্দির থেকে কোরোনা, রাফাল থেকে মৈত্রী বুদ্ধ - প্যারেডে জায়গা পেল আরও অনেক কিছু৷

2. লাইভ : রাষ্ট্রপতি ভবনে দিকে এগোতে পারেন কৃষকরা

দিল্লিতে ধুন্ধুমার । লালকেল্লায় পৌঁছে পতাকা তুলল বিক্ষোভ প্রদর্শন করছেন কৃষকরা ।

3. ইস্তফা প্রবীরের, শোকজ করল তৃণমূল

দলের দু’টি সাংগঠনিক পদে ইস্তফা উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের৷ হুগলির জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও দলের জেলা কোর কমিটির সদস্য়পদ থেকে ইস্তফা দিলেন প্রবীর ঘোষাল৷

4. কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা

কাশ্মীরে বন্ধ ইন্টারনেট৷ সাধারণতন্ত্র দিবস নির্বিঘ্নে পালনের জন্যই এই সিদ্ধান্ত বলে প্রশাসন জানিয়েছে৷ এর আগে জম্মু ও কাশ্মীরের একাধিক জেলায় হাই স্পিড মোবাইল ডেটায় নিষেধাজ্ঞা জারি করে জম্মু ও কাশ্মীর প্রশাসন৷ এই নিষেধাজ্ঞা 6 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে৷

5. ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব পৌঁছল সেনেটে

ক্যাপিটলে হামলা চালানোর অভিযোগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব সেনেটে পৌঁছল। আগামী 8 ফেব্রুয়ারি থেকে সেনেটে শুরু হবে শুনানি। যদিও এ ব্যাপারে গড়িমসি দেখাচ্ছে রিপাবলিকানরা।

6. কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

কৃষকদের ট্র্যাক্টর মিছিলে লাঠিচার্জ করল পুলিশ ৷ একই সঙ্গে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও পাঠানো হয় ৷ সিঙ্ঘু সীমান্ত থেকে কৃষকদের ট্র্যাক্টর মিছিল দিল্লির সঞ্জয় গান্ধি ট্রান্সপোর্ট নগরে পৌঁছালে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ ৷ কিন্তু পুলিশি বাধা অতিক্রম করে কৃৃষকরা এগিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ পুলিশের সঙ্গে কৃষকদের ধস্তাধস্তি শুরু হয় । তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ৷ কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতা সতনাম সিং বলেন, "আমরা পুলিশের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে প্রায় 45 মিনিট আলোচনা করি ৷ আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল ৷ তবুও পুলিশ তা রিং রোডে আটকে দেয় ৷"

7. উলটো জাতীয় পতাকা তুলে অস্বস্তিতে দিলীপ

সাধারণতন্ত্র দিবসের সকালে বিজেপির রামপুরহাটে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপির রাজ্য সভাপতি । পতাকা তোলার পর দেখা যায় উলটো পতাকা উত্তোলন করা হয়েছে ৷

8. সিঙ্ঘু ও টিকরি সীমান্তে ব্যারিকেড ভাঙল কৃষকরা

টিকরি ও সিঙঘু সীমান্তে বিক্ষোভরত কৃষকরা পুলিশি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে ৷ কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে সিংঘু সীমান্তে ট্রাক্টর মিছিলে অংশগ্রহণ করেছে পাঁচ হাজারের বেশি আন্দোলনরত কৃষক ৷

9. এবার পদ্ম পুরস্কার পাচ্ছেন 119 জন, তালিকায় শিনজ়ো আবে-বালা সুব্রমনিয়ম

এই বছর পদ্ম পুরস্কারের তালিকায় রয়েছেন 119 জন । তার মধ্যে পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পাচ্ছেন যথাক্রমে 7 জন এবং 10 জন ৷ পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছে 102 জন ৷

10. ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করে অনুতপ্ত 'শ্যামবর্ণা' প্রিয়াঙ্কা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.