ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 11am
টপ নিউজ়
author img

By

Published : Jan 14, 2021, 11:11 AM IST

1 দ্বিতীয়বার ট্রাম্পকে ইমপিচ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের

অ্যামেরিকার ইতিহাসে প্রথম । হাউজ অফ রিপ্রেজ়েন্টেটিভে দুবার ইমপিচমেন্টের মুখোমুখি অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । বুধবার হাউস অব রিপ্রেজেন্টেটিভে ভোটাভুটি হয় ।

2 সরকারের উচিত তদন্ত করা, বাগবাজারের আগুন প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ

গতকাল বাগবাজারের ঝুপড়িতে আগুন লাগার ঘটনা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "ঘটনার বিষয়ে জানা নেই ৷ তবে খুবই দুঃখজনক ঘটনা ৷ অনেক মানুষের ক্ষতি হয়েছে । পুলিশের তরফ থেকে লাঠিচার্জ হয়েছে ৷ সাংসদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে ৷ সরকারের দেখা উচিত অসহায় মানুষগুলো যেন সেবা পান ৷

3 গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নানে কোরোনামুক্তির প্রার্থনা

মকর সংক্রান্তির পুণ্যস্নানে বিশ্বাসের সঙ্গে জয় সচেতনতার । কোরোনা পরিস্থিতির মাঝেই এবছর গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়েছে । ফলে সচেতনতার পাঠ পড়িয়ে সফল আয়োজনের ঝক্কি ছিল । কিন্তু মকরস্নানে বিশ্বাসের পাশাপাশি দেখা গেল সচেতনতাও । পঞ্জিকা মতে স্নানের সময় ছিল বৃহস্পতিবার সকাল 6টা । কিন্তু মাঝরাত থেকেই পুণ্যার্থীরা স্নান শুরু করেন । তাঁদের বিশ্বাস মতো পুজো দিয়ে জলে নেমেছেন এবং উছ্বাসে লাগাম পরিয়ে সচেতনভাবে স্নান সেরেছেন । করেছেন কোরোনামুক্ত বিশ্বের প্রার্থনা ।

4 মকর সংক্রান্তিতে নামল কলকাতার তাপমাত্রা

সকাল থেকেই শীত অনুভুত হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি । তবে শীতের আমেজ বেশিদিন স্থায়ী হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

5 দেশে কিছুটা বাড়ল কোরোনা সংক্রমণ

24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 16 হাজার 946 জন ৷ মৃত্যু হয়েছে 198 জনের ৷

6 ব্যবসা থেকে রাজনীতি, তাঁর উত্থান ছিল রকেট গতির

পুরো নাম কানওয়ার দীপ সিং৷ যদিও ব্যবসায়িক এবং রাজনৈতিক মহলে উনি কে ডি সিং বলেই পরিচিত। কী তার ব্যকগ্রাউন্ড৷ কীভাবে উত্থান হল তাঁর!

7 ট্রায়াল শেষের আগেই শুরু কোভিশিল্ডের কমার্শিয়াল ম‍্যানুফ‍্যাকচারিং ? প্রশ্ন সরকারি চিকিৎসকদের

রাজ্যে পৌঁছানো কোভিশিল্ড নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের দুটি চিকিৎসক সংগঠন ৷অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল এবং, সার্ভিস ডক্টরস ফোরাম এই দুই সংগঠন প্রশ্ন তুলেছে, ট্রায়াল শেষ হবার আগে কীভাবে এই ভ্যাকসিনের ম্যানুফ্যাকচারিং শুরু হয় ? কারণ রাজ্যে পৌঁছানো কোভিশিল্ডের গায়ে ম্যানুফ্যাকচারি, ডেট লেখা রয়েছে গত বছরের অক্টোবর মাস। এবং, এই ভ‍্যাকসিনের এক্সপাইরি ডেট হিসাবে লেখা রয়েছে আগামী বছরের এপ্রিল মাস।

8 ইমপিচমেন্টের জের ? সুর নরম ট্রাম্পের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের প্রস্তাব পাস হয়েছে অ্যামেরিকার হাউস অফ রিপ্রেজেনটেটিভে । এর পর দেশবাসীর উদ্দেশে ভিডিয়ো বার্তায় ট্রাম্প বলেন, "আমার সাথী অ্যামেরিকানরা আমি আজ রাতে আপনাদের উদ্দেশে গত সপ্তাহের অনভিপ্রেত ঘটনা সম্পর্কে কিছু বলতে চাই । অ্যামেরিকার ক্যাপিটলে হামলা আমাদের গণতন্ত্রে জোরালো আঘাত হেনেছে । "

9 মায়ের বাড়িতে তাপ, 27 ইঞ্জিনের চেষ্টায় শান্ত হল বাগবাজারের আগুন

আগুনে পরপর পাঁচটি সিলিন্ডারে বিস্ফোরণ হয় ৷ এতে আগুন আরও ছড়িয়ে পড়ে ৷

10 কোরোনায় রাজ‍্যে আরও এক চিকিৎসকের মৃত্যু

রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু হল ৷ এই নিয়ে রাজ্যে কোরোনায় মৃত্যু হল 90 জনের বেশি চিকিৎসকের ৷

1 দ্বিতীয়বার ট্রাম্পকে ইমপিচ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের

অ্যামেরিকার ইতিহাসে প্রথম । হাউজ অফ রিপ্রেজ়েন্টেটিভে দুবার ইমপিচমেন্টের মুখোমুখি অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । বুধবার হাউস অব রিপ্রেজেন্টেটিভে ভোটাভুটি হয় ।

2 সরকারের উচিত তদন্ত করা, বাগবাজারের আগুন প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ

গতকাল বাগবাজারের ঝুপড়িতে আগুন লাগার ঘটনা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "ঘটনার বিষয়ে জানা নেই ৷ তবে খুবই দুঃখজনক ঘটনা ৷ অনেক মানুষের ক্ষতি হয়েছে । পুলিশের তরফ থেকে লাঠিচার্জ হয়েছে ৷ সাংসদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে ৷ সরকারের দেখা উচিত অসহায় মানুষগুলো যেন সেবা পান ৷

3 গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নানে কোরোনামুক্তির প্রার্থনা

মকর সংক্রান্তির পুণ্যস্নানে বিশ্বাসের সঙ্গে জয় সচেতনতার । কোরোনা পরিস্থিতির মাঝেই এবছর গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়েছে । ফলে সচেতনতার পাঠ পড়িয়ে সফল আয়োজনের ঝক্কি ছিল । কিন্তু মকরস্নানে বিশ্বাসের পাশাপাশি দেখা গেল সচেতনতাও । পঞ্জিকা মতে স্নানের সময় ছিল বৃহস্পতিবার সকাল 6টা । কিন্তু মাঝরাত থেকেই পুণ্যার্থীরা স্নান শুরু করেন । তাঁদের বিশ্বাস মতো পুজো দিয়ে জলে নেমেছেন এবং উছ্বাসে লাগাম পরিয়ে সচেতনভাবে স্নান সেরেছেন । করেছেন কোরোনামুক্ত বিশ্বের প্রার্থনা ।

4 মকর সংক্রান্তিতে নামল কলকাতার তাপমাত্রা

সকাল থেকেই শীত অনুভুত হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি । তবে শীতের আমেজ বেশিদিন স্থায়ী হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

5 দেশে কিছুটা বাড়ল কোরোনা সংক্রমণ

24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 16 হাজার 946 জন ৷ মৃত্যু হয়েছে 198 জনের ৷

6 ব্যবসা থেকে রাজনীতি, তাঁর উত্থান ছিল রকেট গতির

পুরো নাম কানওয়ার দীপ সিং৷ যদিও ব্যবসায়িক এবং রাজনৈতিক মহলে উনি কে ডি সিং বলেই পরিচিত। কী তার ব্যকগ্রাউন্ড৷ কীভাবে উত্থান হল তাঁর!

7 ট্রায়াল শেষের আগেই শুরু কোভিশিল্ডের কমার্শিয়াল ম‍্যানুফ‍্যাকচারিং ? প্রশ্ন সরকারি চিকিৎসকদের

রাজ্যে পৌঁছানো কোভিশিল্ড নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের দুটি চিকিৎসক সংগঠন ৷অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল এবং, সার্ভিস ডক্টরস ফোরাম এই দুই সংগঠন প্রশ্ন তুলেছে, ট্রায়াল শেষ হবার আগে কীভাবে এই ভ্যাকসিনের ম্যানুফ্যাকচারিং শুরু হয় ? কারণ রাজ্যে পৌঁছানো কোভিশিল্ডের গায়ে ম্যানুফ্যাকচারি, ডেট লেখা রয়েছে গত বছরের অক্টোবর মাস। এবং, এই ভ‍্যাকসিনের এক্সপাইরি ডেট হিসাবে লেখা রয়েছে আগামী বছরের এপ্রিল মাস।

8 ইমপিচমেন্টের জের ? সুর নরম ট্রাম্পের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের প্রস্তাব পাস হয়েছে অ্যামেরিকার হাউস অফ রিপ্রেজেনটেটিভে । এর পর দেশবাসীর উদ্দেশে ভিডিয়ো বার্তায় ট্রাম্প বলেন, "আমার সাথী অ্যামেরিকানরা আমি আজ রাতে আপনাদের উদ্দেশে গত সপ্তাহের অনভিপ্রেত ঘটনা সম্পর্কে কিছু বলতে চাই । অ্যামেরিকার ক্যাপিটলে হামলা আমাদের গণতন্ত্রে জোরালো আঘাত হেনেছে । "

9 মায়ের বাড়িতে তাপ, 27 ইঞ্জিনের চেষ্টায় শান্ত হল বাগবাজারের আগুন

আগুনে পরপর পাঁচটি সিলিন্ডারে বিস্ফোরণ হয় ৷ এতে আগুন আরও ছড়িয়ে পড়ে ৷

10 কোরোনায় রাজ‍্যে আরও এক চিকিৎসকের মৃত্যু

রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু হল ৷ এই নিয়ে রাজ্যে কোরোনায় মৃত্যু হল 90 জনের বেশি চিকিৎসকের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.