ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - TOP NEWS @ 9 PM

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ রাত 9 টা
টপ নিউজ় @ রাত 9 টা
author img

By

Published : Oct 2, 2021, 9:22 PM IST

1. Liluah Murder : বাবা-মা এবং মেয়ের মৃতদেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য লিলুয়ার বেলগাছিয়ায়

একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধার ৷ ঘটনাটি ঘটেছে লিলুয়ায় ৷ বাবা-মা এবং মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ প্রাথমিক অনুমান, ঋণগ্রস্ত হয়ে স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন পরিবারের কর্তা ৷

2. Damayanti Sen : মমতার ভাগ্য নির্ধারণের দিনে ভবানীপুরের সুরক্ষায় দময়ন্তী

ভবানীপুরে উপনির্বাচনের ফল ঘোষণার দিন এলাকার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকছেন কলকাতা পুলিশের নগরপাল (বিশেষ) দময়ন্তী সেন ৷ উল্লেখ্য, পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের পর এই দময়ন্তীকেই গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আর রবিবার সেই দময়ন্তীই সামলাবেন মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের নিরাপত্তা !

3. Bhabanipur By-Poll : ত্রিস্তরীয় নিরাপত্তার আড়ালে ভবানীপুরের ভোট গণনা

রবিবার ভবানীপুর-সহ তিনটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা ৷ ভবানীপুর আসনের ভোট গণনা করা হবে শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ৷ এই উপলক্ষে এই ভোট গণনাকেন্দ্রটিকে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ৷

4. Flood Victims Protest : মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার পরই আরামবাগে বন্যা দুর্গতদের বিক্ষোভ

শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যকে না-জানিয়ে জল ছাড়াকে খুব বড় ক্রাইম বলে মন্তব্য করেন তিনি ৷ এর প্রতিবাদ জানিয়ে চিঠি লেখার কথাও বলেন মুখ্যমন্ত্রী ৷

5. Mamata Banerjee : মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের কামনায় পুরুলিয়ায় তৃণমূলের মহাযজ্ঞ

আগামিকাল ভবানীপুর উপনির্বাচনের (Bhabanipur By-Poll) ফল ঘোষণা । তার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জয়ের কামনায় এবং দলকে দিল্লির পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মহাযজ্ঞের আয়োজন করলেন তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা । শনিবার পুরুলিয়ার শহরের উপকণ্ঠে তেলকলপাড়া শ্মশানকালী মন্দিরে আয়োজিত হয় এই যজ্ঞনুষ্ঠান । শাস্ত্রীয় মতে, বৈদিক মন্ত্র উচ্চারণ করে পুজোতে বসলেন তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায় । অনুষ্ঠানে অন্যান্য তৃণমূল নেতাদের দেখা না মিললেও সুজয়ের দাবি, জেলার সব নেতাদের হয়েই তিনি এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন ।

6. DC Win : 'মুম্বই বধ' করে প্লে-অফ নিশ্চিত করল দিল্লি, সুবিধা হল নাইটদের

দিল্লি ক্যাপিটালসের কাছে মুম্বই ইন্ডিয়ান্সের হারে সুবিধা হল কলকাতা নাইট রাইডার্সের ৷ রোহিত শর্মাদের হারে চার নম্বরে নিজেদের জায়গা ধরে রাখল কেকেআর ৷ শীর্ষস্থানে থেকে আগেই প্লে-অফ নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস ৷ এদিন মুম্বইকে হারিয়ে প্লে-অফে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালসও ৷

7. Amrinder Singh-Congress : ক্যাপ্টেনকে ফের আক্রমণ কংগ্রেসের, পালটা জবাব অমরিন্দরের

ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মুখ্যমন্ত্রিত্বে আস্থা হারিয়েছিলেন বিধায়ক ৷ আক্রমণ কংগ্রেসের ৷ পালটা অমরিন্দরের জবাব, মানুষের আস্থা এখনও তাঁর প্রতি অটুট ৷

8. Pink Ball Test : ঝুলন-পূজার দাপটে গোলাপি বলের লড়াইয়ে চাপে অজিরা

স্মৃতি মন্ধানা ও দীপ্তি শর্মার ব্যাটে ঐতিহাসিক গোলাপি বল টেস্টে দারুণ শুরু করে ভারত ৷ এবার বল হাতেও দাপট দেখালেন ঝুলন-পূজারা ৷ এর ফলে শনিবার তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডে-নাইট টেস্টে চালকের আসনে ভারতীয় মহিলাবিগ্রেড ৷

9. Humayun Kabir : অধীরকে সাড়ে তিন লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ হুমায়ুনের

অধীরকে সাড়ে তিন লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ হুমায়ুনের ৷ মুর্শিদাবাদের সালারে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীর ও মুর্শিদাবাদের দক্ষিণ যুব-তৃণমূল কংগ্রেস সভাপতি আনারুল ইসলামকে এদিন সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও গান্ধি জয়ন্তী উদযাপনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজনও করা হয় । তৃণমূল কংগ্রেসের 60 জন কর্মী সেখানে রক্তদান করেন ৷ হুমায়ুন আজ একদিকে বিজেপি, অন্যদিকে জাতীয় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন । বলেন, 2024-এর লোকসভা ভোটে বিজেপির হার নিশ্চিত । পাশাপাশি বলেন, বহরমপুর লোকসভায় অধীর চৌধুরীকে 3 লক্ষ 60 হাজার ভোটে হারাবে তৃণমূল কংগ্রেস ।

10. Mamata Banerjee : দ্রুত পৌরভোট করানোর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গে প্রায় শতাধিক পৌরসভা ও বেশ কয়েকটি পৌরনিগমে কোনও নির্বাচিত জনপ্রতিনিধি নেই ৷ প্রশাসনিক বোর্ড দিয়েই কাজ চলছে ৷ সেই তালিকায় কলকাতা পৌরনিগমও রয়েছে ৷

1. Liluah Murder : বাবা-মা এবং মেয়ের মৃতদেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য লিলুয়ার বেলগাছিয়ায়

একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধার ৷ ঘটনাটি ঘটেছে লিলুয়ায় ৷ বাবা-মা এবং মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ প্রাথমিক অনুমান, ঋণগ্রস্ত হয়ে স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন পরিবারের কর্তা ৷

2. Damayanti Sen : মমতার ভাগ্য নির্ধারণের দিনে ভবানীপুরের সুরক্ষায় দময়ন্তী

ভবানীপুরে উপনির্বাচনের ফল ঘোষণার দিন এলাকার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকছেন কলকাতা পুলিশের নগরপাল (বিশেষ) দময়ন্তী সেন ৷ উল্লেখ্য, পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের পর এই দময়ন্তীকেই গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আর রবিবার সেই দময়ন্তীই সামলাবেন মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের নিরাপত্তা !

3. Bhabanipur By-Poll : ত্রিস্তরীয় নিরাপত্তার আড়ালে ভবানীপুরের ভোট গণনা

রবিবার ভবানীপুর-সহ তিনটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা ৷ ভবানীপুর আসনের ভোট গণনা করা হবে শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ৷ এই উপলক্ষে এই ভোট গণনাকেন্দ্রটিকে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ৷

4. Flood Victims Protest : মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার পরই আরামবাগে বন্যা দুর্গতদের বিক্ষোভ

শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যকে না-জানিয়ে জল ছাড়াকে খুব বড় ক্রাইম বলে মন্তব্য করেন তিনি ৷ এর প্রতিবাদ জানিয়ে চিঠি লেখার কথাও বলেন মুখ্যমন্ত্রী ৷

5. Mamata Banerjee : মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের কামনায় পুরুলিয়ায় তৃণমূলের মহাযজ্ঞ

আগামিকাল ভবানীপুর উপনির্বাচনের (Bhabanipur By-Poll) ফল ঘোষণা । তার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জয়ের কামনায় এবং দলকে দিল্লির পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মহাযজ্ঞের আয়োজন করলেন তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা । শনিবার পুরুলিয়ার শহরের উপকণ্ঠে তেলকলপাড়া শ্মশানকালী মন্দিরে আয়োজিত হয় এই যজ্ঞনুষ্ঠান । শাস্ত্রীয় মতে, বৈদিক মন্ত্র উচ্চারণ করে পুজোতে বসলেন তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায় । অনুষ্ঠানে অন্যান্য তৃণমূল নেতাদের দেখা না মিললেও সুজয়ের দাবি, জেলার সব নেতাদের হয়েই তিনি এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন ।

6. DC Win : 'মুম্বই বধ' করে প্লে-অফ নিশ্চিত করল দিল্লি, সুবিধা হল নাইটদের

দিল্লি ক্যাপিটালসের কাছে মুম্বই ইন্ডিয়ান্সের হারে সুবিধা হল কলকাতা নাইট রাইডার্সের ৷ রোহিত শর্মাদের হারে চার নম্বরে নিজেদের জায়গা ধরে রাখল কেকেআর ৷ শীর্ষস্থানে থেকে আগেই প্লে-অফ নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস ৷ এদিন মুম্বইকে হারিয়ে প্লে-অফে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালসও ৷

7. Amrinder Singh-Congress : ক্যাপ্টেনকে ফের আক্রমণ কংগ্রেসের, পালটা জবাব অমরিন্দরের

ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মুখ্যমন্ত্রিত্বে আস্থা হারিয়েছিলেন বিধায়ক ৷ আক্রমণ কংগ্রেসের ৷ পালটা অমরিন্দরের জবাব, মানুষের আস্থা এখনও তাঁর প্রতি অটুট ৷

8. Pink Ball Test : ঝুলন-পূজার দাপটে গোলাপি বলের লড়াইয়ে চাপে অজিরা

স্মৃতি মন্ধানা ও দীপ্তি শর্মার ব্যাটে ঐতিহাসিক গোলাপি বল টেস্টে দারুণ শুরু করে ভারত ৷ এবার বল হাতেও দাপট দেখালেন ঝুলন-পূজারা ৷ এর ফলে শনিবার তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডে-নাইট টেস্টে চালকের আসনে ভারতীয় মহিলাবিগ্রেড ৷

9. Humayun Kabir : অধীরকে সাড়ে তিন লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ হুমায়ুনের

অধীরকে সাড়ে তিন লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ হুমায়ুনের ৷ মুর্শিদাবাদের সালারে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীর ও মুর্শিদাবাদের দক্ষিণ যুব-তৃণমূল কংগ্রেস সভাপতি আনারুল ইসলামকে এদিন সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও গান্ধি জয়ন্তী উদযাপনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজনও করা হয় । তৃণমূল কংগ্রেসের 60 জন কর্মী সেখানে রক্তদান করেন ৷ হুমায়ুন আজ একদিকে বিজেপি, অন্যদিকে জাতীয় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন । বলেন, 2024-এর লোকসভা ভোটে বিজেপির হার নিশ্চিত । পাশাপাশি বলেন, বহরমপুর লোকসভায় অধীর চৌধুরীকে 3 লক্ষ 60 হাজার ভোটে হারাবে তৃণমূল কংগ্রেস ।

10. Mamata Banerjee : দ্রুত পৌরভোট করানোর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গে প্রায় শতাধিক পৌরসভা ও বেশ কয়েকটি পৌরনিগমে কোনও নির্বাচিত জনপ্রতিনিধি নেই ৷ প্রশাসনিক বোর্ড দিয়েই কাজ চলছে ৷ সেই তালিকায় কলকাতা পৌরনিগমও রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.