ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @ 9 PM
টপ নিউজ় @ রাত 9 টা
author img

By

Published : Sep 19, 2021, 9:06 PM IST

1.রোহিতকে ছাড়াই মাঠে নামল মুম্বই, টস জিতে প্রথমে ব্যাটিং ধোনিদের

সাড়ে চার মাস পর ফেরে আইপিএলের বাইশ গজে বল গড়াল ৷ করোনার কারণে 4 মে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএলের চতুদর্শ সংস্করণ ৷ রবিবার সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হল বাকি টুর্নামেন্ট ৷ তবে 2019 সালের পর প্রথমবার আইপিএলে মাঠে ফিরছে দর্শক ৷ তবে প্রথম ম্যাচে হিটম্যান-এর ব্যাটিং দেখা থেকে বঞ্চিত হলেন ফ্যানেরা ৷

2.পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, শপথ সোমবার

পঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণজিৎ সিং চান্নি ৷ গতকাল পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন চরণজিৎ সিং চান্নি ৷ শপথ নেবেন সোমবার ৷

3.বাবুলের পথেই কৃষ্ণ কল্যাণী ? বেসুরো রায়গঞ্জের বিজেপি বিধায়ক

বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) পথ ধরেই কি এ বার দলবদল করতে চলেছেন রায়গঞ্জের (Raiganj BJP MLA) বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)? সে রকমই ইঙ্গিত মিলেছে বিজেপি বিধায়কের কাছ থেকে ৷

4.দৈনিক সংক্রমণ নামল ছ'শোর ঘরে, 24 ঘণ্টায় কলকাতায় মৃত্যু শূন্য

আগের দিনের থেকে দৈনিক সংক্রমণ কমেছে কলকাতা ও উত্তর 24 পরগনায় ৷ তবে এই দুই জেলায় দৈনিক সংক্রমণ একশোর উপরেই রয়েছে ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন 117 জন ৷ সেখানে উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা 107 ৷

5.কবীর সুমনের তীব্র কটাক্ষেও স্পিকটি নট বাবুল

তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে মুসলিমবিদ্বেষী, এনআরএসপন্থী বলে কটাক্ষ করেছেন কবীর সুমন (Kabir Suman)৷ তবে এই নিয়ে একটাও কথা খরচ করলেন না বাবুল সুপ্রিয় (Babul Supriyo)৷

6.আইপিএলে অনন্য মাইলস্টোনের সামনে মাহি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে একবছর আগে অবসর নিয়েছেন 'ক্যাপ্টেন কুল’ ৷ অবসরের বর্ষপূর্তির পর রবিবার প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি ৷ এদিন দুবাইয়ে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷

7.এক দলে বেশি দিন থাকলে শ্বাসকষ্ট হয়, বাবুলকে কটাক্ষ ঐশীর

এক দলে বেশি দিন থাকলে শ্বাসকষ্ট হয় ৷ তাই এ দল ছেড়ে ও দলে, ও দল ছেড়ে সে দলে ঝাঁপাঝাঁপি হচ্ছে ৷ এটা নতুন কিছু নয় । মানুষকে ঠকানোর রাজনীতি বামপন্থীরা কখনওই করেননি, আজও করছে না আর আগামী দিনেও করবে না । আজ নদিয়ার নবদ্বীপ ব্লকের নবদ্বীপ ঘাট বাসস্ট্যান্ডে রেড ভলান্টিয়ারদের রক্তদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ভাষাতেই বাবুল সুপ্রিয়কে বিঁধলেন বাম নেত্রী ঐশী ঘোষ । তিনি আরও বলেন, "আমরা মানুষকে একটা কথাই বলতে চাই, তারা দেখুক তারা বুঝুক দেশের কঠিন পরিস্থিতিতে কারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল । আর কারা রাজনৈতিক কেরিয়ারের জন্য পশ্চিমবঙ্গে রাজনীতি করছে ।" আজ ত্রিপুরা নিয়েও সরব হন তিনি ৷

8.বিগ বস ওটিটি থেকে ঘরে ফিরে শিল্পার আদরে শমিতা

বিগ বস ওটিটির (Bigg Boss OTT) আসর শেষ ৷ দীর্ঘ 40 দিন সেখানে কাটিয়ে ঘরে ফিরলেন শমিতা শেট্টি (Shamita Shetty)৷ ছোট বোনকে উষ্ণ অভ্যর্থনা জানালেন শিল্পা শেট্টি (Shilpa Shetty) ৷

9.প্রথম একাদশে খেলতে চেয়েই দলবদল বাবুলের

সামনের সারিতে থেকে রাজনীতি করতে চান বলেই তৃণমূলে ৷ বিজেপি ছাড়া নিয়ে আজ এমনই জানালেন বাবুল সুপ্রিয় ৷ বুঝিয়ে দিলেন, মন্ত্রিত্ব কেড়ে নেওয়া এবং বিজেপিতে তাঁকে একঘরে করে দেওয়ার প্রসঙ্গকেই কার্যত তুলে ধরলেন বাবুল ৷ জানালেন প্রথম সারির দলে প্লেয়িং ইলেভেনে থাকতে চান তিনি ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, আগামী বুধবার তিনি দিল্লি গিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন ৷

10.গুজরাত উপকূলে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার, বাজারদর 150 থেকে 250 কোটি

শনিবার রাতে গুজরাত উপকূল থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে ৷ যার বাজারদর 150 থেকে 250 কোটি টাকা ৷ গুজরাত পুলিশের এটিএস এবং উপকূল রক্ষীবাহিনীর যৌথ অভিযানে মিলেছে সাফল্য ৷ বাজেয়াপ্ত করা হয়েছে ইরানের একটি নৌকা ৷ গ্রেফতার সাত নাবিক ৷

1.রোহিতকে ছাড়াই মাঠে নামল মুম্বই, টস জিতে প্রথমে ব্যাটিং ধোনিদের

সাড়ে চার মাস পর ফেরে আইপিএলের বাইশ গজে বল গড়াল ৷ করোনার কারণে 4 মে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএলের চতুদর্শ সংস্করণ ৷ রবিবার সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হল বাকি টুর্নামেন্ট ৷ তবে 2019 সালের পর প্রথমবার আইপিএলে মাঠে ফিরছে দর্শক ৷ তবে প্রথম ম্যাচে হিটম্যান-এর ব্যাটিং দেখা থেকে বঞ্চিত হলেন ফ্যানেরা ৷

2.পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, শপথ সোমবার

পঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণজিৎ সিং চান্নি ৷ গতকাল পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন চরণজিৎ সিং চান্নি ৷ শপথ নেবেন সোমবার ৷

3.বাবুলের পথেই কৃষ্ণ কল্যাণী ? বেসুরো রায়গঞ্জের বিজেপি বিধায়ক

বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) পথ ধরেই কি এ বার দলবদল করতে চলেছেন রায়গঞ্জের (Raiganj BJP MLA) বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)? সে রকমই ইঙ্গিত মিলেছে বিজেপি বিধায়কের কাছ থেকে ৷

4.দৈনিক সংক্রমণ নামল ছ'শোর ঘরে, 24 ঘণ্টায় কলকাতায় মৃত্যু শূন্য

আগের দিনের থেকে দৈনিক সংক্রমণ কমেছে কলকাতা ও উত্তর 24 পরগনায় ৷ তবে এই দুই জেলায় দৈনিক সংক্রমণ একশোর উপরেই রয়েছে ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন 117 জন ৷ সেখানে উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা 107 ৷

5.কবীর সুমনের তীব্র কটাক্ষেও স্পিকটি নট বাবুল

তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে মুসলিমবিদ্বেষী, এনআরএসপন্থী বলে কটাক্ষ করেছেন কবীর সুমন (Kabir Suman)৷ তবে এই নিয়ে একটাও কথা খরচ করলেন না বাবুল সুপ্রিয় (Babul Supriyo)৷

6.আইপিএলে অনন্য মাইলস্টোনের সামনে মাহি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে একবছর আগে অবসর নিয়েছেন 'ক্যাপ্টেন কুল’ ৷ অবসরের বর্ষপূর্তির পর রবিবার প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি ৷ এদিন দুবাইয়ে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷

7.এক দলে বেশি দিন থাকলে শ্বাসকষ্ট হয়, বাবুলকে কটাক্ষ ঐশীর

এক দলে বেশি দিন থাকলে শ্বাসকষ্ট হয় ৷ তাই এ দল ছেড়ে ও দলে, ও দল ছেড়ে সে দলে ঝাঁপাঝাঁপি হচ্ছে ৷ এটা নতুন কিছু নয় । মানুষকে ঠকানোর রাজনীতি বামপন্থীরা কখনওই করেননি, আজও করছে না আর আগামী দিনেও করবে না । আজ নদিয়ার নবদ্বীপ ব্লকের নবদ্বীপ ঘাট বাসস্ট্যান্ডে রেড ভলান্টিয়ারদের রক্তদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ভাষাতেই বাবুল সুপ্রিয়কে বিঁধলেন বাম নেত্রী ঐশী ঘোষ । তিনি আরও বলেন, "আমরা মানুষকে একটা কথাই বলতে চাই, তারা দেখুক তারা বুঝুক দেশের কঠিন পরিস্থিতিতে কারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল । আর কারা রাজনৈতিক কেরিয়ারের জন্য পশ্চিমবঙ্গে রাজনীতি করছে ।" আজ ত্রিপুরা নিয়েও সরব হন তিনি ৷

8.বিগ বস ওটিটি থেকে ঘরে ফিরে শিল্পার আদরে শমিতা

বিগ বস ওটিটির (Bigg Boss OTT) আসর শেষ ৷ দীর্ঘ 40 দিন সেখানে কাটিয়ে ঘরে ফিরলেন শমিতা শেট্টি (Shamita Shetty)৷ ছোট বোনকে উষ্ণ অভ্যর্থনা জানালেন শিল্পা শেট্টি (Shilpa Shetty) ৷

9.প্রথম একাদশে খেলতে চেয়েই দলবদল বাবুলের

সামনের সারিতে থেকে রাজনীতি করতে চান বলেই তৃণমূলে ৷ বিজেপি ছাড়া নিয়ে আজ এমনই জানালেন বাবুল সুপ্রিয় ৷ বুঝিয়ে দিলেন, মন্ত্রিত্ব কেড়ে নেওয়া এবং বিজেপিতে তাঁকে একঘরে করে দেওয়ার প্রসঙ্গকেই কার্যত তুলে ধরলেন বাবুল ৷ জানালেন প্রথম সারির দলে প্লেয়িং ইলেভেনে থাকতে চান তিনি ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, আগামী বুধবার তিনি দিল্লি গিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন ৷

10.গুজরাত উপকূলে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার, বাজারদর 150 থেকে 250 কোটি

শনিবার রাতে গুজরাত উপকূল থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে ৷ যার বাজারদর 150 থেকে 250 কোটি টাকা ৷ গুজরাত পুলিশের এটিএস এবং উপকূল রক্ষীবাহিনীর যৌথ অভিযানে মিলেছে সাফল্য ৷ বাজেয়াপ্ত করা হয়েছে ইরানের একটি নৌকা ৷ গ্রেফতার সাত নাবিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.