ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - undefined

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP 9
TOP 9
author img

By

Published : Jul 3, 2021, 9:01 PM IST

1. রাজ্যে 1300-র ঘরে করোনা, কমল মৃত্যুও

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 19 হাজার 280 জন ৷ মোট মৃত্যু হয়েছে 17 হাজার 779 জনের ৷ অন্যদিকে সুস্থ হয়েছেন 14 লাখ 67 হাজার 038 জন ৷ বর্তমানে রাজ্যে সুস্থতার হার 97.54 শতাংশ ৷

2. Covid Vaccination : দেবাঞ্জনের পর তবাসুমকে নিয়েও চড়ছে রাজনীতির পারদ

দেবাঞ্জন কাণ্ডের মধ্যেই তবাসুম আরাকে নিয়ে শুরু নয়া বিতর্ক ৷ প্রশিক্ষিত না হয়েও এক মহিলাকে করোনার টিকা দেন আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র তথা তৃণমূলের এই নেত্রী ৷ আর তা নিয়ে চড়ছে রাজনীতির পারদ ৷ তৃণমূল-বিজেপির মধ্যে শুরু বাকযুদ্ধ ৷

3. তিরথের ইস্তফাকে সামনে রেখে জোড়া রাজনৈতিক লাভের আশায় বিজেপি

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন তিরথ সিং রাওয়াত ৷ তাঁর ইস্তফাকে সামনে রেখে জোড়া রাজনৈতিক লাভের আশায় বিজেপি ৷

4. ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে রাঘববোয়ালদের আদৌ কি ধরতে চাইছে পুলিশ, উঠছে প্রশ্ন

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এখনও পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অথচ কলকাতা পুরনিগমের একাধিক আধিকারিকের নাম উঠে এলেও কেন তাঁদের কাউকে জেরা করা হল না ? কেন সিসিটিভি ফুটেজে পাওয়া গেল পুরনিগমে দেবাঞ্জনের উপস্থিতি? প্রশ্ন তুলছে বিরোধীরা ৷

5. বাড়ল স্টাফ স্পেশাল, রবিবার নেই মেট্রো পরিষেবা

5 জুলাই থেকে আপ ও ডাউন মিলিয়ে সারাদিনে চলবে 90টি (45টি আপ ও 45টি ডাউন) স্টাফ স্পেশাল । এতদিন চলছিল 62টি (আপ 31টি ও ডাউন 31টি) ট্রেন ।

6. Lal Bandh Bishnupur : মল্লগড়ের লালবাঁধ আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে

লালবাঁধ বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে ৷ মল্লগড়ের ইতিহাসের সাক্ষী হয়ে বর্তমানেও প্রাসঙ্গিক এই লালবাঁধ ৷ কিংবদন্তী আছে, এই লালবাঁধকে নিয়ে ৷ এই জলাধারের নামকরণ নিয়েও রয়েছে মতবিরোধ ৷

7. খুলে গেল সোনাঝুরির খোয়াই হাট, খুশি ব্যবসায়ী থেকে পর্যটকরা

করোনা আবহের জন্য প্রায় দু'বছর ধরে বন্ধ সোনাঝুরির এই হাট । মাঝে পরিস্থিতি কিছুটা শিথিল হয়েছিল । সেই সময় হাট অল্পবিস্তর খুলেছিল । ফের করোনা পরিস্থিতির জেরে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল । দীর্ঘদিন পর এদিন ফের খুলে গেল হাট ।

8 . 14 জুলাই টোকিও রওনা হচ্ছে ভারতীয় অ্যাথলিটদের প্রথম দল

23 জুলাই থেকে জাপানের টোকিও শহরে শুরু হতে চলেছে দ্যা গ্রেটেস্ট শো অন দা আর্থ ৷ চলবে আগস্টের 8 তারিখ পর্যন্ত ৷

9. তেলের দাম নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, রাজ্য আগে সেস কমাক : লকেট

লকেটের পাল্টা যুক্তি, "তেলের দাম, গ্যাসের দাম নিয়ে কথা হচ্ছে ৷ পশ্চিমবঙ্গে বিদ্যুৎ-এর দাম কী আছে ? সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় বিদ্যুৎ-এর দাম এত বেশি কেন ?"

10. বাংলার মাঝিদের হেনস্তা ঝাড়খণ্ড পুলিশের, প্রতিবাদে মালদায় ফেরি চলাচল বন্ধ

নৌকা নিয়ে মালদার মাঝিরা ঝাড়খণ্ডে গেলেই সেখানে পুলিশি হেনস্তার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ ৷ তাই মাঝিদের তরফে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ তাঁরা এই বিষয়ের প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে সরব হয়েছেন ৷

1. রাজ্যে 1300-র ঘরে করোনা, কমল মৃত্যুও

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 19 হাজার 280 জন ৷ মোট মৃত্যু হয়েছে 17 হাজার 779 জনের ৷ অন্যদিকে সুস্থ হয়েছেন 14 লাখ 67 হাজার 038 জন ৷ বর্তমানে রাজ্যে সুস্থতার হার 97.54 শতাংশ ৷

2. Covid Vaccination : দেবাঞ্জনের পর তবাসুমকে নিয়েও চড়ছে রাজনীতির পারদ

দেবাঞ্জন কাণ্ডের মধ্যেই তবাসুম আরাকে নিয়ে শুরু নয়া বিতর্ক ৷ প্রশিক্ষিত না হয়েও এক মহিলাকে করোনার টিকা দেন আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র তথা তৃণমূলের এই নেত্রী ৷ আর তা নিয়ে চড়ছে রাজনীতির পারদ ৷ তৃণমূল-বিজেপির মধ্যে শুরু বাকযুদ্ধ ৷

3. তিরথের ইস্তফাকে সামনে রেখে জোড়া রাজনৈতিক লাভের আশায় বিজেপি

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন তিরথ সিং রাওয়াত ৷ তাঁর ইস্তফাকে সামনে রেখে জোড়া রাজনৈতিক লাভের আশায় বিজেপি ৷

4. ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে রাঘববোয়ালদের আদৌ কি ধরতে চাইছে পুলিশ, উঠছে প্রশ্ন

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এখনও পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অথচ কলকাতা পুরনিগমের একাধিক আধিকারিকের নাম উঠে এলেও কেন তাঁদের কাউকে জেরা করা হল না ? কেন সিসিটিভি ফুটেজে পাওয়া গেল পুরনিগমে দেবাঞ্জনের উপস্থিতি? প্রশ্ন তুলছে বিরোধীরা ৷

5. বাড়ল স্টাফ স্পেশাল, রবিবার নেই মেট্রো পরিষেবা

5 জুলাই থেকে আপ ও ডাউন মিলিয়ে সারাদিনে চলবে 90টি (45টি আপ ও 45টি ডাউন) স্টাফ স্পেশাল । এতদিন চলছিল 62টি (আপ 31টি ও ডাউন 31টি) ট্রেন ।

6. Lal Bandh Bishnupur : মল্লগড়ের লালবাঁধ আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে

লালবাঁধ বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে ৷ মল্লগড়ের ইতিহাসের সাক্ষী হয়ে বর্তমানেও প্রাসঙ্গিক এই লালবাঁধ ৷ কিংবদন্তী আছে, এই লালবাঁধকে নিয়ে ৷ এই জলাধারের নামকরণ নিয়েও রয়েছে মতবিরোধ ৷

7. খুলে গেল সোনাঝুরির খোয়াই হাট, খুশি ব্যবসায়ী থেকে পর্যটকরা

করোনা আবহের জন্য প্রায় দু'বছর ধরে বন্ধ সোনাঝুরির এই হাট । মাঝে পরিস্থিতি কিছুটা শিথিল হয়েছিল । সেই সময় হাট অল্পবিস্তর খুলেছিল । ফের করোনা পরিস্থিতির জেরে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল । দীর্ঘদিন পর এদিন ফের খুলে গেল হাট ।

8 . 14 জুলাই টোকিও রওনা হচ্ছে ভারতীয় অ্যাথলিটদের প্রথম দল

23 জুলাই থেকে জাপানের টোকিও শহরে শুরু হতে চলেছে দ্যা গ্রেটেস্ট শো অন দা আর্থ ৷ চলবে আগস্টের 8 তারিখ পর্যন্ত ৷

9. তেলের দাম নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, রাজ্য আগে সেস কমাক : লকেট

লকেটের পাল্টা যুক্তি, "তেলের দাম, গ্যাসের দাম নিয়ে কথা হচ্ছে ৷ পশ্চিমবঙ্গে বিদ্যুৎ-এর দাম কী আছে ? সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় বিদ্যুৎ-এর দাম এত বেশি কেন ?"

10. বাংলার মাঝিদের হেনস্তা ঝাড়খণ্ড পুলিশের, প্রতিবাদে মালদায় ফেরি চলাচল বন্ধ

নৌকা নিয়ে মালদার মাঝিরা ঝাড়খণ্ডে গেলেই সেখানে পুলিশি হেনস্তার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ ৷ তাই মাঝিদের তরফে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ তাঁরা এই বিষয়ের প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে সরব হয়েছেন ৷

For All Latest Updates

TAGGED:

top news 9
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.