ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - news at a glance

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top 9
Top 9
author img

By

Published : Apr 26, 2021, 9:06 PM IST

1. হুইল চেয়ারে বসেই ভোট মমতার, দেখালেন ভি চিহ্ন

হেঁটে ভোট দিতে যাওয়ার উপায় ছিল না এবার । তাই কমিশনের তরফে তাঁর বুথে প্রবেশের জন্য করা হয়েছিল বিশেষ ব়্যাম্পের ব্যবস্থা । সেই ব়্যাম্পের উপর দিয়েই হুইল চেয়ারে বসে মিত্র ইনস্টিটিউশনের বুথে প্রবেশ করেন তিনি ।

2.শীতলকুচি - করোনার সাঁড়াশি চাপে শান্তির ভোট সপ্তমী

মমতার হোমগ্রাউন্ড । ববির বন্দর । আজকের ভোটের একের পর এক আসন ছিল রাজনীতির পাওয়ার স্টেশন । অশান্তির আশঙ্কাও ছিল । কিন্তু শেষমেষ মেঘমুক্তই কাটল ভোট সপ্তমীর আকাশ ।

3.টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত কেকেআর অধিনায়ক মরগ্য়ানের

আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত কেকেআরের ৷

4.সরকারে এলে কলকাতাতেই হবে ইকোনমিক হাব, আশ্বাস নাড্ডার

বিজেপি সরকার গঠন করলে কলকাতাই হবে ইকোনমিক হাব । বেকার যুবক-যুবতিদের চাকরির সুযোগ বাড়বে । বঙ্গভোটের নির্বাচনী প্রচার শেষে আশ্বাস জে পি নাড্ডার ।

5.ভোট সপ্তমীতে কালি পড়ল যাঁদের আঙুলে

সপ্তম দফার নির্বাচনে ভোটের লাইনে দাঁড়ালেন বঙ্গ রাজনীতির একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীরা ৷ মাস্ক, গ্লাভস ও সবরকম কোভিড বিধি মেনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তারা ৷ তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নুসরত জাহান, মহম্মদ সেলিম থেকে শোভনদেব চট্টোপাধ্যায় ৷

6.এবার বাড়িতেও মাস্ক পরার আবেদন নীতি আয়োগের

এবার বাড়িতেও মাস্ক পরার আবেদন নীতি আয়োগের ৷ সোমবার এই আবেদন করলেন নীতি আয়োগের সদস্য ডা. ভিকে পাল ৷ যদিও বাস্তবে তা কতটা মানা হবে, বা আদৌ তা মানা সম্ভব কিনা, সেই প্রশ্ন থাকবেই ৷

7.বাংলাদেশ সরকারের হঠাৎ সীমান্ত বন্ধের সিদ্ধান্তে বিপাকে বহু মানুষ

ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় রবিবার হঠাৎই সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার ৷ এতে বিপাকে পড়েছেন বহু মানুষ ৷ সীমান্তের দু'পাশে আটকে পড়েছেন বহু ভারতীয় এবং বাংলাদেশি ৷ তাঁদের ক্ষোভ, সরকারের সময় দিয়ে এই সিদ্ধান্ত লাগু করা উচিত ছিল ৷ তাতে তাঁরা সময় পেতেন ৷ এভাবে আটকে পড়তে হত না তাঁদের ৷

8.অক্সিজেন নিয়ে কেন্দ্র-দিল্লি সরকারের টানাপোড়েন, ক্ষুব্ধ আইনক্স

রাজধানীতে অক্সিজেন সরবরাহ নিয়ে দিল্লি সরকারের সঙ্গে টানাপোড়েন তুঙ্গে কেন্দ্রের ৷ যার জেরে ভুগতে হচ্ছে অক্সিজেন সরবরাহকারী সংস্থা আইনক্সকে ৷ সোমবার দিল্লি হাইকোর্টে এমনটাই দাবি করেছেন সংস্থার আইনজীবী ৷

9.এনামুলকে জেরায় অনুব্রতের নাম উঠে আসতেই তলব সিবিআইয়ের

জানা গিয়েছে, গোরু পাচারকারী এনামুলকে গ্রেফতার করার পর বীরভূম জেলার বহু তথ্য মেলে সিবিআই অফিসারদের হাতে । উঠে আসে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নামও ।

10.ভয়াবহ করোনা পরিস্থিতি, ভারতের হয়ে প্রার্থনা বাবর আজমের

ভারতের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আজম টুইট করেন ৷ সেখানে একসঙ্গে এই কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই করার কথা শোনা যায় পাকিস্তানি ক্রিকেটারের গলায় ৷

1. হুইল চেয়ারে বসেই ভোট মমতার, দেখালেন ভি চিহ্ন

হেঁটে ভোট দিতে যাওয়ার উপায় ছিল না এবার । তাই কমিশনের তরফে তাঁর বুথে প্রবেশের জন্য করা হয়েছিল বিশেষ ব়্যাম্পের ব্যবস্থা । সেই ব়্যাম্পের উপর দিয়েই হুইল চেয়ারে বসে মিত্র ইনস্টিটিউশনের বুথে প্রবেশ করেন তিনি ।

2.শীতলকুচি - করোনার সাঁড়াশি চাপে শান্তির ভোট সপ্তমী

মমতার হোমগ্রাউন্ড । ববির বন্দর । আজকের ভোটের একের পর এক আসন ছিল রাজনীতির পাওয়ার স্টেশন । অশান্তির আশঙ্কাও ছিল । কিন্তু শেষমেষ মেঘমুক্তই কাটল ভোট সপ্তমীর আকাশ ।

3.টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত কেকেআর অধিনায়ক মরগ্য়ানের

আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত কেকেআরের ৷

4.সরকারে এলে কলকাতাতেই হবে ইকোনমিক হাব, আশ্বাস নাড্ডার

বিজেপি সরকার গঠন করলে কলকাতাই হবে ইকোনমিক হাব । বেকার যুবক-যুবতিদের চাকরির সুযোগ বাড়বে । বঙ্গভোটের নির্বাচনী প্রচার শেষে আশ্বাস জে পি নাড্ডার ।

5.ভোট সপ্তমীতে কালি পড়ল যাঁদের আঙুলে

সপ্তম দফার নির্বাচনে ভোটের লাইনে দাঁড়ালেন বঙ্গ রাজনীতির একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীরা ৷ মাস্ক, গ্লাভস ও সবরকম কোভিড বিধি মেনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তারা ৷ তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নুসরত জাহান, মহম্মদ সেলিম থেকে শোভনদেব চট্টোপাধ্যায় ৷

6.এবার বাড়িতেও মাস্ক পরার আবেদন নীতি আয়োগের

এবার বাড়িতেও মাস্ক পরার আবেদন নীতি আয়োগের ৷ সোমবার এই আবেদন করলেন নীতি আয়োগের সদস্য ডা. ভিকে পাল ৷ যদিও বাস্তবে তা কতটা মানা হবে, বা আদৌ তা মানা সম্ভব কিনা, সেই প্রশ্ন থাকবেই ৷

7.বাংলাদেশ সরকারের হঠাৎ সীমান্ত বন্ধের সিদ্ধান্তে বিপাকে বহু মানুষ

ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় রবিবার হঠাৎই সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার ৷ এতে বিপাকে পড়েছেন বহু মানুষ ৷ সীমান্তের দু'পাশে আটকে পড়েছেন বহু ভারতীয় এবং বাংলাদেশি ৷ তাঁদের ক্ষোভ, সরকারের সময় দিয়ে এই সিদ্ধান্ত লাগু করা উচিত ছিল ৷ তাতে তাঁরা সময় পেতেন ৷ এভাবে আটকে পড়তে হত না তাঁদের ৷

8.অক্সিজেন নিয়ে কেন্দ্র-দিল্লি সরকারের টানাপোড়েন, ক্ষুব্ধ আইনক্স

রাজধানীতে অক্সিজেন সরবরাহ নিয়ে দিল্লি সরকারের সঙ্গে টানাপোড়েন তুঙ্গে কেন্দ্রের ৷ যার জেরে ভুগতে হচ্ছে অক্সিজেন সরবরাহকারী সংস্থা আইনক্সকে ৷ সোমবার দিল্লি হাইকোর্টে এমনটাই দাবি করেছেন সংস্থার আইনজীবী ৷

9.এনামুলকে জেরায় অনুব্রতের নাম উঠে আসতেই তলব সিবিআইয়ের

জানা গিয়েছে, গোরু পাচারকারী এনামুলকে গ্রেফতার করার পর বীরভূম জেলার বহু তথ্য মেলে সিবিআই অফিসারদের হাতে । উঠে আসে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নামও ।

10.ভয়াবহ করোনা পরিস্থিতি, ভারতের হয়ে প্রার্থনা বাবর আজমের

ভারতের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আজম টুইট করেন ৷ সেখানে একসঙ্গে এই কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই করার কথা শোনা যায় পাকিস্তানি ক্রিকেটারের গলায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.