ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 9 pm
টপ নিউজ় @ রাত 9 টা
author img

By

Published : Jan 27, 2021, 9:05 PM IST

1. 3 দিনের বাস ও মিনিবাস ধর্মঘট প্রত্যাহার করল বাস সংগঠনগুলি

ইতিবাচক আলোচনার পর অবশেষে ধর্মঘট প্রত্য়াহারের সিদ্ধান্ত নিল বাস ও মিনিবাস মালিক সংগঠনগুলি ৷ 28, 29 ও 30 জানুয়ারি রাজ্য় জুড়ে ডাকা বাস ধর্মঘট প্রত্য়াহারের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনগুলি ।

2. দিল্লির হিংসায় ক্ষুব্ধ, বিক্ষোভ থেকে সরে দাঁড়াল 2 কৃষক সংগঠন

সাধারণতন্ত্র দিবসে দিল্লির হিংসার ঘটনার প্রতিবাদ জানিয়ে কৃষক বিক্ষোভ থেকে সরে দাঁড়াল দুই কৃষক সংগঠন। রাষ্ট্রীয় কিষান মজদুর সংগঠন ও ভারতীয় কিষান ইউনিউয়ন (ভানু) জানিয়েছে, যে পথে আন্দোলন গড়াচ্ছে, তা তারা মেনে নেবে না।

3. ট্রাক্টর উল্টেই কৃষক বিক্ষোভকারীর মৃত্যু, জানাল পুলিশ

ট্রাক্টর উল্টেই মৃত্যু হয়েছে দিল্লিতে কৃষক বিক্ষোভকারীদের মধ্যে একজনের৷ বুধবার এমনটাই জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশ৷

4. কয়েক সপ্তাহের ব্যবধানে ফের হাসপাতালে সৌরভ

ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আজ সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট ৷ তড়িঘড়ি গ্রিন করিডোর করে তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ৷ গত 2 জানুয়ারি, হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৷ 48 বছরের সৌরভের তিনটি আর্টারিতে ব্লক ধরা পড়ে ৷ একটি স্টেন্টও বসানো হয় তাঁর হৃদযন্ত্রে ৷

5. ঝাড়গ্রামের চার আসনে হাফ লাখ ভোটে বিজেপিকে জেতানোর আহ্বান শুভেন্দুর

বিজেপিতে যোগদানের পর ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারীর প্রথম সভা৷ উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও৷ সেখানে শুভেন্দু ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে হাফ লাখ ভোটে বিজেপি প্রার্থীদের জেতানোর ডাক দিলেন৷

6. বিয়ের পরই অন্যের সঙ্গে পালায় স্ত্রী, রাগে 18 নারীকে মেরে শ্রীঘরে সিরিয়ার কিলার

পালিয়েছিল স্ত্রী। তাতেই প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে রামুলু। একের পর এক সে খুন করল 18 জন মহিলাকে। যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে হায়দরাবাদ ও রাচাকোন্দা পুলিশ।

7. "তৃণমূল খাটে উঠে গেছে"

জঙ্গলমহলের ঝাড়গ্রামে সভা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ ৷ সেই সভা থেকে ফের তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু ৷ মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘‘এখন মাননীয়া ‘জয় শ্রী রাম’ শুনলে রেগে যাচ্ছেন, আর ভাইপো ‘তোলাবাজ’ শুনলে । ভাইপো আবার বলছে, ইঞ্চিতে ইঞ্চিতে দেখে নেবে । বাংলার মানুষ দেখে নেবে কয়লা, বালি, মোরাম চোরদের । এখন আবার কোরোনার ভ্যাকসিন চুরি করতে শুরু করেছে । তৃণমূল আবার বিজেপির স্লোগান চুরি করতে শুরু করেছে । তৃণমূল খাটে উঠে গেছে ৷ হরিবোল হরিবোল ছাড়া আর কোনও শব্দ ওদের সমর্থক নয়৷ ’’

8. শাহর সফরের আগের দিনই সাংসদ, বিধায়কদের জরুরি বৈঠকে মমতা

শনিবার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ ৷ তার আগের দিন শুক্রবারই দলের সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে ওই বৈঠক হবে বলে তৃণমূল সূত্রে খবর ৷

9. টেস্ট সিরিজ খেলতে চেন্নাই পৌঁছাল ইংল্য়ান্ড দল

আজ শ্রীলঙ্কা থেকে সকাল সাড়ে দশটা নাগাদ জো রুট সহ গোটা ইংল্য়ান্ড দল ভারতের উদ্দেশ্য়ে রওনা দেন ৷ এদিন এয়ারপোর্ট থেকে দুই দলের খেলোয়াড়দের টিম হোটেলে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁদের বায়ো বাবল জ়োনে ঢুকিয়ে দেওয়া হবে ৷ একই সঙ্গে দুই দলের ক্রিকেটারদের সাতদিনের আইসোলেশনে থাকতে হবে সিরিজ শুরু আগে ৷

10. গ্রেপ্তারি এড়াতে 'তাণ্ডব' নির্মাতাদের দায়ের করা পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে

গ্রেপ্তারি এড়াতে 'তাণ্ডব' নির্মাতা ও অভিনেতারা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন । যদিও আজ শুনানির সময় সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত ।

1. 3 দিনের বাস ও মিনিবাস ধর্মঘট প্রত্যাহার করল বাস সংগঠনগুলি

ইতিবাচক আলোচনার পর অবশেষে ধর্মঘট প্রত্য়াহারের সিদ্ধান্ত নিল বাস ও মিনিবাস মালিক সংগঠনগুলি ৷ 28, 29 ও 30 জানুয়ারি রাজ্য় জুড়ে ডাকা বাস ধর্মঘট প্রত্য়াহারের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনগুলি ।

2. দিল্লির হিংসায় ক্ষুব্ধ, বিক্ষোভ থেকে সরে দাঁড়াল 2 কৃষক সংগঠন

সাধারণতন্ত্র দিবসে দিল্লির হিংসার ঘটনার প্রতিবাদ জানিয়ে কৃষক বিক্ষোভ থেকে সরে দাঁড়াল দুই কৃষক সংগঠন। রাষ্ট্রীয় কিষান মজদুর সংগঠন ও ভারতীয় কিষান ইউনিউয়ন (ভানু) জানিয়েছে, যে পথে আন্দোলন গড়াচ্ছে, তা তারা মেনে নেবে না।

3. ট্রাক্টর উল্টেই কৃষক বিক্ষোভকারীর মৃত্যু, জানাল পুলিশ

ট্রাক্টর উল্টেই মৃত্যু হয়েছে দিল্লিতে কৃষক বিক্ষোভকারীদের মধ্যে একজনের৷ বুধবার এমনটাই জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশ৷

4. কয়েক সপ্তাহের ব্যবধানে ফের হাসপাতালে সৌরভ

ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আজ সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট ৷ তড়িঘড়ি গ্রিন করিডোর করে তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ৷ গত 2 জানুয়ারি, হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৷ 48 বছরের সৌরভের তিনটি আর্টারিতে ব্লক ধরা পড়ে ৷ একটি স্টেন্টও বসানো হয় তাঁর হৃদযন্ত্রে ৷

5. ঝাড়গ্রামের চার আসনে হাফ লাখ ভোটে বিজেপিকে জেতানোর আহ্বান শুভেন্দুর

বিজেপিতে যোগদানের পর ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারীর প্রথম সভা৷ উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও৷ সেখানে শুভেন্দু ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে হাফ লাখ ভোটে বিজেপি প্রার্থীদের জেতানোর ডাক দিলেন৷

6. বিয়ের পরই অন্যের সঙ্গে পালায় স্ত্রী, রাগে 18 নারীকে মেরে শ্রীঘরে সিরিয়ার কিলার

পালিয়েছিল স্ত্রী। তাতেই প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে রামুলু। একের পর এক সে খুন করল 18 জন মহিলাকে। যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে হায়দরাবাদ ও রাচাকোন্দা পুলিশ।

7. "তৃণমূল খাটে উঠে গেছে"

জঙ্গলমহলের ঝাড়গ্রামে সভা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ ৷ সেই সভা থেকে ফের তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু ৷ মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘‘এখন মাননীয়া ‘জয় শ্রী রাম’ শুনলে রেগে যাচ্ছেন, আর ভাইপো ‘তোলাবাজ’ শুনলে । ভাইপো আবার বলছে, ইঞ্চিতে ইঞ্চিতে দেখে নেবে । বাংলার মানুষ দেখে নেবে কয়লা, বালি, মোরাম চোরদের । এখন আবার কোরোনার ভ্যাকসিন চুরি করতে শুরু করেছে । তৃণমূল আবার বিজেপির স্লোগান চুরি করতে শুরু করেছে । তৃণমূল খাটে উঠে গেছে ৷ হরিবোল হরিবোল ছাড়া আর কোনও শব্দ ওদের সমর্থক নয়৷ ’’

8. শাহর সফরের আগের দিনই সাংসদ, বিধায়কদের জরুরি বৈঠকে মমতা

শনিবার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ ৷ তার আগের দিন শুক্রবারই দলের সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে ওই বৈঠক হবে বলে তৃণমূল সূত্রে খবর ৷

9. টেস্ট সিরিজ খেলতে চেন্নাই পৌঁছাল ইংল্য়ান্ড দল

আজ শ্রীলঙ্কা থেকে সকাল সাড়ে দশটা নাগাদ জো রুট সহ গোটা ইংল্য়ান্ড দল ভারতের উদ্দেশ্য়ে রওনা দেন ৷ এদিন এয়ারপোর্ট থেকে দুই দলের খেলোয়াড়দের টিম হোটেলে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁদের বায়ো বাবল জ়োনে ঢুকিয়ে দেওয়া হবে ৷ একই সঙ্গে দুই দলের ক্রিকেটারদের সাতদিনের আইসোলেশনে থাকতে হবে সিরিজ শুরু আগে ৷

10. গ্রেপ্তারি এড়াতে 'তাণ্ডব' নির্মাতাদের দায়ের করা পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে

গ্রেপ্তারি এড়াতে 'তাণ্ডব' নির্মাতা ও অভিনেতারা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন । যদিও আজ শুনানির সময় সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.