ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - TOP news @ 9 PM

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP news @ 9 PM
টপ নিউজ় @ রাত 9 টা
author img

By

Published : Jan 26, 2021, 9:05 PM IST

1. "কেন্দ্রের সংবেদনশীলতার অভাবেই" ট্রাক্টর ব়্যালিতে অশান্তি, টুইট মমতার

কেন্দ্র কৃষক আন্দোলন নিয়ে যথেষ্ট গা ছাড়া মনোভাব দেখিয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী ।

2. আন্না-নির্ভয়ার স্মৃতি ফিরিয়ে স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখল দিল্লি

লালকেল্লায় পতাকা তুলল আন্দোলনকারী কৃষকরা৷ দিনভর দিল্লিতে চলল বিক্ষোভ৷ কৃষক আন্দোলনকারীদের নেতারা হিংসাত্মক আন্দোলনের সমালোচনা করেছেন৷ তবে এমন স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বেশ কয়েক বছর পর ঘটল দেশের রাজধানীতে৷

3. কারা নীল পোশাকের ঘোড়সওয়ার ?

সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কৃষক বিক্ষোভে সামনের সারিতে দেখা গেল নিহাঙ্গ শিখদের। কারা এই নিহাঙ্গ? নীল পোশাকের ঘোড়সওয়ারবাহিনীর একটা ইতিহাস রয়েছে। যে কোনও সংগ্রামে মানুষের পাশে দাঁড়ানোটাই নিজেদের কর্তব্য বলে মনে করেন নিহাঙ্গরা।

4. দিল্লি-লালকেল্লা দখল কৃষকদের, দিনভর তপ্ত রাজধানী দেখল মৃত্যুও

কৃষক আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজধানীর রাস্তা ৷ লালকেল্লায় দেশের পতাকার পাশাপাশি উড়ল কৃষক আন্দোলনের পতাকাও ৷ পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে কাঁদানের গ্যাসের শেল ফাটানো দিনভর এমনই দৃশ্যের দেখা মিলল দিল্লিতে ৷ পুলিশের ওপর ইঁটবৃষ্টির অভিযোগ ওঠে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে ৷ অপরদিকে, ঘটনায় 2 বিক্ষোভকারী কৃষকের মৃত্যুর খবর সামনে এসেছে ৷

5. মন্ত্রী অরূপ রায়কে দেখতে হাসপাতালে লক্ষ্মীরতন শুক্লা

আলিপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে মন্ত্রী অরূপ রায়ের চিকিৎসা চলছে। মঙ্গলবার তাঁকে হাসপাতালে দেখতে গেলেন লক্ষ্মীরতন শুক্লা। সোমবার মন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, সদ্য প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

6. পদ্ম-সম্মানেও রাজনীতি ! বিজেপির বিরুদ্ধে সরব বিরোধীরা

পদ্ম-সম্মান ঘোষণা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়৷ বাংলা থেকে রয়েছেন সাতজন৷ এছাড়া যে রাজ্যগুলিতে নির্বাচন আসন্ন, সেখান থেকেও সংখ্যাটা বেশ উল্লেখযোগ্য৷ তাই পদ্ম-সম্মান নিয়ে রাজনীতির অভিযোগ তুলছে বিরোধীরা৷

7. হুগলি নদীর তীরে অশান্তি ! প্রবীরের ইস্তফা, তৃণমূলের শোকজ

দলের দু’টি সাংগঠনিক পদে ইস্তফা উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের৷ হুগলির জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও দলের জেলা কোর কমিটির সদস্য়পদ থেকে ইস্তফা দিলেন প্রবীর ঘোষাল৷ তাঁর এই পদক্ষেপের পরই প্রবীর শোকজ করল দল৷ বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দলের স্থানীয় কর্মীদের৷

8. মহারাষ্ট্রে একদিনে মৃত 289টি পাখি, বার্ড ফ্লু-র আতঙ্ক

বার্ড ফ্লুয়ের আতঙ্ক মহারাষ্ট্রে৷ সোমবার মহারাষ্ট্রে 289টি পাখি মারা গিয়েছে৷ যে পাখিগুলির মৃত্যু হয়েছে, সেগুলির নমুমা ভোপালের একটি গবেষণাগারে পাঠানো হয়েছে৷ তবে এখনও পর্যন্ত কোনও রিপোর্ট পাওয়া যায়নি বলে মহারাষ্ট্র সরকারের এক আধিকারিক জানিয়েছেন৷

9. যে পথে ডনের দেশে সাফল্যের মই তৈরি করেছিলেন দ্রাবিড়

এবারের অস্ট্রেলিয়া সফর বিসিসিআই, নির্বাচক এবং এনসিএ-র পরিশ্রমের প্রতিচ্ছবি ৷ বোর্ড জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি এবং 'এ' টিমের জন্য বাজেট বৃদ্ধি করেছে ৷ এর প্রতিদান দিচ্ছে এনসিএ ৷ যেকোনও পরিস্থিতিতে ভারতীয় দলের হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত করেছে ক্রিকেটারদের ৷

10. সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন সলমন, 'হিপোক্রিট' বলে আক্রমণ নেটিজেনদের

সাধারণতন্ত্র দিবসে সবাইকে একজোট হয়ে থাকার পরামর্শ দিলেন সলমন খান । তবে তাঁর বিরুদ্ধে এতদিন ধরে ওঠা অভিযোগের তালিকা দিয়ে সমালোচনায় মাতলেন নেটিজেনরা ।

1. "কেন্দ্রের সংবেদনশীলতার অভাবেই" ট্রাক্টর ব়্যালিতে অশান্তি, টুইট মমতার

কেন্দ্র কৃষক আন্দোলন নিয়ে যথেষ্ট গা ছাড়া মনোভাব দেখিয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী ।

2. আন্না-নির্ভয়ার স্মৃতি ফিরিয়ে স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখল দিল্লি

লালকেল্লায় পতাকা তুলল আন্দোলনকারী কৃষকরা৷ দিনভর দিল্লিতে চলল বিক্ষোভ৷ কৃষক আন্দোলনকারীদের নেতারা হিংসাত্মক আন্দোলনের সমালোচনা করেছেন৷ তবে এমন স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বেশ কয়েক বছর পর ঘটল দেশের রাজধানীতে৷

3. কারা নীল পোশাকের ঘোড়সওয়ার ?

সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কৃষক বিক্ষোভে সামনের সারিতে দেখা গেল নিহাঙ্গ শিখদের। কারা এই নিহাঙ্গ? নীল পোশাকের ঘোড়সওয়ারবাহিনীর একটা ইতিহাস রয়েছে। যে কোনও সংগ্রামে মানুষের পাশে দাঁড়ানোটাই নিজেদের কর্তব্য বলে মনে করেন নিহাঙ্গরা।

4. দিল্লি-লালকেল্লা দখল কৃষকদের, দিনভর তপ্ত রাজধানী দেখল মৃত্যুও

কৃষক আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজধানীর রাস্তা ৷ লালকেল্লায় দেশের পতাকার পাশাপাশি উড়ল কৃষক আন্দোলনের পতাকাও ৷ পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে কাঁদানের গ্যাসের শেল ফাটানো দিনভর এমনই দৃশ্যের দেখা মিলল দিল্লিতে ৷ পুলিশের ওপর ইঁটবৃষ্টির অভিযোগ ওঠে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে ৷ অপরদিকে, ঘটনায় 2 বিক্ষোভকারী কৃষকের মৃত্যুর খবর সামনে এসেছে ৷

5. মন্ত্রী অরূপ রায়কে দেখতে হাসপাতালে লক্ষ্মীরতন শুক্লা

আলিপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে মন্ত্রী অরূপ রায়ের চিকিৎসা চলছে। মঙ্গলবার তাঁকে হাসপাতালে দেখতে গেলেন লক্ষ্মীরতন শুক্লা। সোমবার মন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, সদ্য প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

6. পদ্ম-সম্মানেও রাজনীতি ! বিজেপির বিরুদ্ধে সরব বিরোধীরা

পদ্ম-সম্মান ঘোষণা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়৷ বাংলা থেকে রয়েছেন সাতজন৷ এছাড়া যে রাজ্যগুলিতে নির্বাচন আসন্ন, সেখান থেকেও সংখ্যাটা বেশ উল্লেখযোগ্য৷ তাই পদ্ম-সম্মান নিয়ে রাজনীতির অভিযোগ তুলছে বিরোধীরা৷

7. হুগলি নদীর তীরে অশান্তি ! প্রবীরের ইস্তফা, তৃণমূলের শোকজ

দলের দু’টি সাংগঠনিক পদে ইস্তফা উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের৷ হুগলির জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও দলের জেলা কোর কমিটির সদস্য়পদ থেকে ইস্তফা দিলেন প্রবীর ঘোষাল৷ তাঁর এই পদক্ষেপের পরই প্রবীর শোকজ করল দল৷ বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দলের স্থানীয় কর্মীদের৷

8. মহারাষ্ট্রে একদিনে মৃত 289টি পাখি, বার্ড ফ্লু-র আতঙ্ক

বার্ড ফ্লুয়ের আতঙ্ক মহারাষ্ট্রে৷ সোমবার মহারাষ্ট্রে 289টি পাখি মারা গিয়েছে৷ যে পাখিগুলির মৃত্যু হয়েছে, সেগুলির নমুমা ভোপালের একটি গবেষণাগারে পাঠানো হয়েছে৷ তবে এখনও পর্যন্ত কোনও রিপোর্ট পাওয়া যায়নি বলে মহারাষ্ট্র সরকারের এক আধিকারিক জানিয়েছেন৷

9. যে পথে ডনের দেশে সাফল্যের মই তৈরি করেছিলেন দ্রাবিড়

এবারের অস্ট্রেলিয়া সফর বিসিসিআই, নির্বাচক এবং এনসিএ-র পরিশ্রমের প্রতিচ্ছবি ৷ বোর্ড জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি এবং 'এ' টিমের জন্য বাজেট বৃদ্ধি করেছে ৷ এর প্রতিদান দিচ্ছে এনসিএ ৷ যেকোনও পরিস্থিতিতে ভারতীয় দলের হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত করেছে ক্রিকেটারদের ৷

10. সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন সলমন, 'হিপোক্রিট' বলে আক্রমণ নেটিজেনদের

সাধারণতন্ত্র দিবসে সবাইকে একজোট হয়ে থাকার পরামর্শ দিলেন সলমন খান । তবে তাঁর বিরুদ্ধে এতদিন ধরে ওঠা অভিযোগের তালিকা দিয়ে সমালোচনায় মাতলেন নেটিজেনরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.