ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - top news @ 9 pm

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 9 pm
টপ নিউজ় @ রাত 9 টা
author img

By

Published : Dec 29, 2020, 9:02 PM IST

1. শালিমারে শুটআউট, গুলিতে মৃত্যু তৃণমূল কর্মীর; বাইকে আগুন-ভাঙচুর

শালিমার স্টেশনের বাইরে শুটআউট । স্টেশনের তিন নম্বর গেটের বাইরে গুলি চলে । গুলিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর । ঘটনার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় শিবপুর এলাকা । রাস্তায় বাইক ফেলে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা । ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানে ।

2. ভারতে কোরোনায় মৃতদের মধ্যে 70 শতাংশ পুরুষ

কেন্দ্রের স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ এদিন জানান, কোরোনায় মৃত পুরুষদের মধ্যে 45 শতাংশের বয়স 60 বছরের বেশি। তাছাড়া যতজন আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে 63 শতাংশ পুরুষ। ওই পুরুষদের 52 শতাংশের বয়স 18-44 এর মধ্যে। তবে এই বয়সের পুরুষদের কোরোনায় মৃত্যর হার বেশ কম। তার পরিমাণ 11 শতাংশ।

3. "আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাব, তোমার বাড়িতে ঢুকেও পদ্ম ফোটাব"

"এখনও বাসন্তী পুজো আসেনি । রাম নবমী হয়নি । এখন পদ্ম কুড়ি রয়েছে । ফুটবে তো । রাম নবমীতে ফুটবে । আমার বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে । তোমার বাড়িতে ঢুকেও পদ্ম ফোটাব ৷" অভিষেকের কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু ৷

4. "ভাইপো বললে রেগে যাচ্ছে", তোলাবাজি ইশুতে সরাসরি অভিষেককে আক্রমণ অর্জুনের

এবার একেবারে সরাসরি নাম করে 'তোলাবাজি' ইশুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন অর্জুন সিং ।

5. সাম্প্রদায়িকতা রুখতে না পারলে রবীন্দ্রনাথের উত্তরাধিকারী হতে পারব না : অমর্ত্য সেন

পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে বামফ্রন্ট-সহ অনান্য ধর্মনিরেপক্ষ দলের মতো তৃণমূল কংগ্রেসও লড়াই করছে বলে তাঁর দাবি। তাঁর কথায়, বাংলা আগেই সাম্প্রদায়িকতার ফল ভোগ করেছে। সেই কারণে বাংলার মানুষই ধর্মনিরপেক্ষ বিরোধী শক্তিকে হারিয়ে দেবে।

6. বর্ষবরণের উৎসবে বাড়তি জমায়েত নয়, নির্দেশ হাইকোর্টের

কোনও অবস্থাতেই যাতে কোরোনা সংক্রান্ত বিধি লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করার জন্য জানিয়েছে আদালত । মাস্ক পরা বাধ্যতামূলক করার জন্যও বলা হয়েছে ।

7. জানুয়ারিতে ঠাকুরবাড়িতে শাহ, কথা হবে সিএএ নিয়ে; জানালেন শান্তনু

বিজেপির টিকিটে বনগাঁর সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই শান্তনু ঠাকুর মতুয়াদের নাগরিকত্বের দাবিতে সরব । এদিকে সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হলেও এখনও তা কার্যকর হয়নি । শান্তনু যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশও করেছেন । অবশেষে ঠাকুরনগরে সিএএ নিয়ে কথা বলতে আসছেন শাহ ৷ জানালেন বনগাঁর বিজেপি সাংসদ ৷

8. বিজেপির কেন্দ্রীয় নেতারা বহিরাগত, জানেন না বাংলার সম্পর্কে : মমতা

ভোটের আগে বিজেপি টাকা দিয়ে বিধায়ক কিনছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এভাবে তৃণমূলকে ভাঙা যাবে না বলেও দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী-সহ একাধিক জন প্রতিনিধি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের উদ্দেশ্যেই এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।

9. মেলবোর্নে বক্সিং ডে টেস্টে এক অনন্য রেকর্ডের অধিকারী হলেন অশ্বিন

মেলবোর্নে ছিল অশ্বিনের 72তম টেস্ট। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে হ্যাজেলউডকে আউট করে অশ্বিন এই রেকর্ড গড়েন। এই নিয়ে 192 জন বাঁহাতি ব্যাটসম্যানকে টেস্ট ক্রিকেটে আউট করলেন অশ্বিন। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন শ্রীলঙ্কার স্পিনার মুরলীধরন।

10. একটা সিনেমার জন্য ১৩৫ কোটি ? পারিশ্রমিক বাড়ালেন অক্ষয়

যত দিন যাচ্ছে তত জনপ্রিয়তা বাড়ছে অক্ষয় কুমারের । এরই মধ্যে 2021 সালের পাঁচটা ছবি সাইন করে ফেলেছেন তিনি । কিন্তু এভাবে তো চলতে পারে না । একটা দিনও ছুটি না পেলে কী করে হবে ? তাই পারিশ্রমিক বাড়ালেন অভিনেতা ।

1. শালিমারে শুটআউট, গুলিতে মৃত্যু তৃণমূল কর্মীর; বাইকে আগুন-ভাঙচুর

শালিমার স্টেশনের বাইরে শুটআউট । স্টেশনের তিন নম্বর গেটের বাইরে গুলি চলে । গুলিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর । ঘটনার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় শিবপুর এলাকা । রাস্তায় বাইক ফেলে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা । ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানে ।

2. ভারতে কোরোনায় মৃতদের মধ্যে 70 শতাংশ পুরুষ

কেন্দ্রের স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ এদিন জানান, কোরোনায় মৃত পুরুষদের মধ্যে 45 শতাংশের বয়স 60 বছরের বেশি। তাছাড়া যতজন আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে 63 শতাংশ পুরুষ। ওই পুরুষদের 52 শতাংশের বয়স 18-44 এর মধ্যে। তবে এই বয়সের পুরুষদের কোরোনায় মৃত্যর হার বেশ কম। তার পরিমাণ 11 শতাংশ।

3. "আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাব, তোমার বাড়িতে ঢুকেও পদ্ম ফোটাব"

"এখনও বাসন্তী পুজো আসেনি । রাম নবমী হয়নি । এখন পদ্ম কুড়ি রয়েছে । ফুটবে তো । রাম নবমীতে ফুটবে । আমার বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে । তোমার বাড়িতে ঢুকেও পদ্ম ফোটাব ৷" অভিষেকের কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু ৷

4. "ভাইপো বললে রেগে যাচ্ছে", তোলাবাজি ইশুতে সরাসরি অভিষেককে আক্রমণ অর্জুনের

এবার একেবারে সরাসরি নাম করে 'তোলাবাজি' ইশুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন অর্জুন সিং ।

5. সাম্প্রদায়িকতা রুখতে না পারলে রবীন্দ্রনাথের উত্তরাধিকারী হতে পারব না : অমর্ত্য সেন

পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে বামফ্রন্ট-সহ অনান্য ধর্মনিরেপক্ষ দলের মতো তৃণমূল কংগ্রেসও লড়াই করছে বলে তাঁর দাবি। তাঁর কথায়, বাংলা আগেই সাম্প্রদায়িকতার ফল ভোগ করেছে। সেই কারণে বাংলার মানুষই ধর্মনিরপেক্ষ বিরোধী শক্তিকে হারিয়ে দেবে।

6. বর্ষবরণের উৎসবে বাড়তি জমায়েত নয়, নির্দেশ হাইকোর্টের

কোনও অবস্থাতেই যাতে কোরোনা সংক্রান্ত বিধি লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করার জন্য জানিয়েছে আদালত । মাস্ক পরা বাধ্যতামূলক করার জন্যও বলা হয়েছে ।

7. জানুয়ারিতে ঠাকুরবাড়িতে শাহ, কথা হবে সিএএ নিয়ে; জানালেন শান্তনু

বিজেপির টিকিটে বনগাঁর সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই শান্তনু ঠাকুর মতুয়াদের নাগরিকত্বের দাবিতে সরব । এদিকে সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হলেও এখনও তা কার্যকর হয়নি । শান্তনু যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশও করেছেন । অবশেষে ঠাকুরনগরে সিএএ নিয়ে কথা বলতে আসছেন শাহ ৷ জানালেন বনগাঁর বিজেপি সাংসদ ৷

8. বিজেপির কেন্দ্রীয় নেতারা বহিরাগত, জানেন না বাংলার সম্পর্কে : মমতা

ভোটের আগে বিজেপি টাকা দিয়ে বিধায়ক কিনছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এভাবে তৃণমূলকে ভাঙা যাবে না বলেও দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী-সহ একাধিক জন প্রতিনিধি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের উদ্দেশ্যেই এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।

9. মেলবোর্নে বক্সিং ডে টেস্টে এক অনন্য রেকর্ডের অধিকারী হলেন অশ্বিন

মেলবোর্নে ছিল অশ্বিনের 72তম টেস্ট। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে হ্যাজেলউডকে আউট করে অশ্বিন এই রেকর্ড গড়েন। এই নিয়ে 192 জন বাঁহাতি ব্যাটসম্যানকে টেস্ট ক্রিকেটে আউট করলেন অশ্বিন। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন শ্রীলঙ্কার স্পিনার মুরলীধরন।

10. একটা সিনেমার জন্য ১৩৫ কোটি ? পারিশ্রমিক বাড়ালেন অক্ষয়

যত দিন যাচ্ছে তত জনপ্রিয়তা বাড়ছে অক্ষয় কুমারের । এরই মধ্যে 2021 সালের পাঁচটা ছবি সাইন করে ফেলেছেন তিনি । কিন্তু এভাবে তো চলতে পারে না । একটা দিনও ছুটি না পেলে কী করে হবে ? তাই পারিশ্রমিক বাড়ালেন অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.