ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা - খবর একনজরে

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 9
top 9
author img

By

Published : Mar 20, 2021, 9:11 AM IST

1.বিজেপির জয়ে বঙ্গে শুরু হবে উন্নয়নের নতুন যুগ : মোদি

আগামিকাল পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী মোদি ৷ তার আগে বাংলাকে নিয়ে তিনটি টুইট করলেন নরেন্দ্র মোদি ৷ লিখলেন, বিজেপির জয়ে বঙ্গে শুরু হবে উন্নয়নের নতুন যুগ ৷

2.গদ্দারের জবাবে চরকায় তেল , বাকযুদ্ধে মমতা-শুভেন্দু

মমতা-শুভেন্দুর বাকযুদ্ধে সরগরম পূর্ব মেদিনীপুর । এগরার জনসভা থেকে দলত্যগীদের গদ্দার বলেন মমতা বন্দ্যোরপাধ্যায় । বলেন গদ্দারদের বিনা যুদ্ধে জমি ছাড়া হবে না । উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন নিজের চরকায় তেল দিন ।

3.45 মিনিট অচল হোয়্যাটসঅ্যাপ, সমস্যা ফেসবুক-ইনস্টাতেও

ভারত, শ্রীলঙ্কা সহ গোটা বিশ্বের মানুষ সমস্যায় পড়েন ৷ পরে রাত 12টা 11 মিনিট নাগাদ হোয়্যাটসঅ্যাপের পক্ষ থেকে টুইট করা হয় ৷ ধৈর্য রাখার জন্য ইউজ়ারদের ধন্যবাদ জানায় তারা ৷

4.বহুতলের লিফট থেকে শহরে মাথাচাড়া করোনার, আশঙ্কা ফিরহাদের

লিফটগুলিকে নিয়মিতভাবে স্যানিটাইজ়েশন করার পরামর্শ দিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷

5.মেয়েদের পোশাক নিয়ে পুরানো মন্তব্যেই অনড় চিরঞ্জিত, সমালোচনায় বিরোধীরা

মহিলাদের পোশাক নিয়ে নিজের 10 বছর আগের মন্তব্য ফের উস্কে দিলেন চিরঞ্জিত ৷ আর এর জেরেই বিরোধীদের তীব্র সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা ৷ কী এমন বললেন চিরঞ্জিত ?

6.করোনার ধাক্কায় মধ্যবিত্ত থেকে গরিব হয়েছেন 32 মিলিয়ন ভারতীয়

কাদের এই মধ্যবিত্তের তালিকায় রাখা হয়েছে ? স্বাভাবিক ভাবেই উঠেছে এই প্রশ্ন ৷ ওই সমীক্ষায় জানানো হয়েছে যে যাঁরা দৈনিক 700 থেকে 1400 টাকা রোজগার করেন, তাঁদেরকেই মধ্যবিত্তের তালিকায় রাখা হয়েছে ৷

7.প্রার্থী বদল থেকে অশোকনগরে জয়ের সম্ভাবনা, অকপট নারায়ণ গোস্বামী

প্রার্থী বদল বড় কথা নয় । দলীয় সংগঠনকে শক্তিশালী করে ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করাই তাঁর মূল লক্ষ্য । অশোকনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের নতুন প্রার্থী ঘোষণা হওয়ার পর অকপট নারায়ণ গোস্বামী ৷ এলাকার বিধায়ক ধীমান রায়ের সঙ্গে দেখা করে তাঁর অভিজ্ঞতা, ভাবনাচিন্তা ও কর্ম ক্ষমতাকে কাজে লাগিয়ে ভোটের প্রচারে ঝাঁপানোর পড়তে চান নারায়ণ গোস্বামী ৷

8.মদনকে আক্রমণ, জয় নিয়ে আশাবাদী রাজু বন্দ্যোপাধ্যায়

একসময় খেলার মাঠ দাপিয়েছেন । এখন রাজনীতির মাঠ । নিজেকে খেলোয়াড় হিসেবেই দেখতে চান । প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী মদন মিত্র, সংযুক্ত মোর্চার প্রার্থী সায়নদেব মিত্র । তাতে বিন্দুমাত্র বিচলিত নন তিনি । কামারহাটির উন্নয়ন ও চাকরির স্বার্থে, বহিরাগত তোলাবাজদের রুখতে তাঁর এবার প্রার্থী হওয়া । স্পষ্ট করলেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় ।

9.বিনিয়োগকারী সংস্থার কর্ণধার আসছেন, মিটবে কি ইস্টবেঙ্গলের চুক্তি জট ?

চলতি সপ্তাহে কলকাতায় পা দিচ্ছেন শিল্পপতি হরিমোহন বাঙ্গুর । তার আগমনের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গল সদস্য সমর্থকরা, ক্লাব এবং বিনিয়োগ সংস্থার মধ্যে বয়ে চলা বিতর্কের সমাপ্তির আশা করছে ।

10.টিজ়ার প্রকাশ করণ জোহরের, নেটফ্লিক্সে ঝড় তুলবে 'আজীব দাস্তাঁ'

আগামী 16 এপ্রিল আসছে নেটফ্লিক্স অরিজিনাল আজীব দাস্তাঁ ৷ তারই টিজ়ার প্রকাশ করলেন করণ জোহর ৷ চারটি গল্প নিয়ে তৈরি এই ছবি ৷

1.বিজেপির জয়ে বঙ্গে শুরু হবে উন্নয়নের নতুন যুগ : মোদি

আগামিকাল পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী মোদি ৷ তার আগে বাংলাকে নিয়ে তিনটি টুইট করলেন নরেন্দ্র মোদি ৷ লিখলেন, বিজেপির জয়ে বঙ্গে শুরু হবে উন্নয়নের নতুন যুগ ৷

2.গদ্দারের জবাবে চরকায় তেল , বাকযুদ্ধে মমতা-শুভেন্দু

মমতা-শুভেন্দুর বাকযুদ্ধে সরগরম পূর্ব মেদিনীপুর । এগরার জনসভা থেকে দলত্যগীদের গদ্দার বলেন মমতা বন্দ্যোরপাধ্যায় । বলেন গদ্দারদের বিনা যুদ্ধে জমি ছাড়া হবে না । উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন নিজের চরকায় তেল দিন ।

3.45 মিনিট অচল হোয়্যাটসঅ্যাপ, সমস্যা ফেসবুক-ইনস্টাতেও

ভারত, শ্রীলঙ্কা সহ গোটা বিশ্বের মানুষ সমস্যায় পড়েন ৷ পরে রাত 12টা 11 মিনিট নাগাদ হোয়্যাটসঅ্যাপের পক্ষ থেকে টুইট করা হয় ৷ ধৈর্য রাখার জন্য ইউজ়ারদের ধন্যবাদ জানায় তারা ৷

4.বহুতলের লিফট থেকে শহরে মাথাচাড়া করোনার, আশঙ্কা ফিরহাদের

লিফটগুলিকে নিয়মিতভাবে স্যানিটাইজ়েশন করার পরামর্শ দিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷

5.মেয়েদের পোশাক নিয়ে পুরানো মন্তব্যেই অনড় চিরঞ্জিত, সমালোচনায় বিরোধীরা

মহিলাদের পোশাক নিয়ে নিজের 10 বছর আগের মন্তব্য ফের উস্কে দিলেন চিরঞ্জিত ৷ আর এর জেরেই বিরোধীদের তীব্র সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা ৷ কী এমন বললেন চিরঞ্জিত ?

6.করোনার ধাক্কায় মধ্যবিত্ত থেকে গরিব হয়েছেন 32 মিলিয়ন ভারতীয়

কাদের এই মধ্যবিত্তের তালিকায় রাখা হয়েছে ? স্বাভাবিক ভাবেই উঠেছে এই প্রশ্ন ৷ ওই সমীক্ষায় জানানো হয়েছে যে যাঁরা দৈনিক 700 থেকে 1400 টাকা রোজগার করেন, তাঁদেরকেই মধ্যবিত্তের তালিকায় রাখা হয়েছে ৷

7.প্রার্থী বদল থেকে অশোকনগরে জয়ের সম্ভাবনা, অকপট নারায়ণ গোস্বামী

প্রার্থী বদল বড় কথা নয় । দলীয় সংগঠনকে শক্তিশালী করে ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করাই তাঁর মূল লক্ষ্য । অশোকনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের নতুন প্রার্থী ঘোষণা হওয়ার পর অকপট নারায়ণ গোস্বামী ৷ এলাকার বিধায়ক ধীমান রায়ের সঙ্গে দেখা করে তাঁর অভিজ্ঞতা, ভাবনাচিন্তা ও কর্ম ক্ষমতাকে কাজে লাগিয়ে ভোটের প্রচারে ঝাঁপানোর পড়তে চান নারায়ণ গোস্বামী ৷

8.মদনকে আক্রমণ, জয় নিয়ে আশাবাদী রাজু বন্দ্যোপাধ্যায়

একসময় খেলার মাঠ দাপিয়েছেন । এখন রাজনীতির মাঠ । নিজেকে খেলোয়াড় হিসেবেই দেখতে চান । প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী মদন মিত্র, সংযুক্ত মোর্চার প্রার্থী সায়নদেব মিত্র । তাতে বিন্দুমাত্র বিচলিত নন তিনি । কামারহাটির উন্নয়ন ও চাকরির স্বার্থে, বহিরাগত তোলাবাজদের রুখতে তাঁর এবার প্রার্থী হওয়া । স্পষ্ট করলেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় ।

9.বিনিয়োগকারী সংস্থার কর্ণধার আসছেন, মিটবে কি ইস্টবেঙ্গলের চুক্তি জট ?

চলতি সপ্তাহে কলকাতায় পা দিচ্ছেন শিল্পপতি হরিমোহন বাঙ্গুর । তার আগমনের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গল সদস্য সমর্থকরা, ক্লাব এবং বিনিয়োগ সংস্থার মধ্যে বয়ে চলা বিতর্কের সমাপ্তির আশা করছে ।

10.টিজ়ার প্রকাশ করণ জোহরের, নেটফ্লিক্সে ঝড় তুলবে 'আজীব দাস্তাঁ'

আগামী 16 এপ্রিল আসছে নেটফ্লিক্স অরিজিনাল আজীব দাস্তাঁ ৷ তারই টিজ়ার প্রকাশ করলেন করণ জোহর ৷ চারটি গল্প নিয়ে তৈরি এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.