ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news@7pm
টপ নিউজ় @ সন্ধে 7 টা
author img

By

Published : Oct 6, 2021, 7:27 PM IST

1.লখিমপুর খেরিতে কৃষকদের হত্যার অভিযোগ মুখ্যমন্ত্রীর

জাগো বাংলার শারোদসংখ্যা প্রকাশের অনুষ্ঠানে লখিমপুর খেরির ঘটনার নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কৃষকদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করলেন তিনি ৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, প্রায় 12 ঘণ্টার চেষ্টায় লুকিয়ে তৃণমূলের প্রতিনিধিরা লখিমপুরে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেছেন ৷

2.অনু তৈরির নতুন পদ্ধতি আবিষ্কারের স্বীকৃতিতে রসায়নে নোবেল দুই বিজ্ঞানীকে

রসায়নের নোবেল পুরস্কার ঘোষণা করা হল বুধবার ৷ এবার দু’জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে ৷ তাঁরা হলেন বেঞ্জামিন লিস্ট ও ডভিড ডাব্লু সি ম্যাকমিলান ৷ অ্যাসিমেট্রিক ওরগ্যানোক্যাটালিসিস-এর জন্য তাঁদের নোবেল দেওয়া হল ৷ এটা হল মলিউকিউল তৈরির নতুন পদ্ধতি ৷

3.আরিয়ানের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ, বিজেপির হাত দেখছেন মহারাষ্ট্রের মন্ত্রী

শাহরুখ খানের তনয় আরিয়ানের (Aryan Khan) বিরুদ্ধে মিথ্যে মামলা সাজাতেই ক্রুজে হানা দিয়েছিল এনসিবি (NCB)৷ এই অভিযোগ করলেন মহারাষ্ট্রের মন্ত্রী (Maharashtra Minister) নবাব মালিক (Nawab Malik)৷ তিনি এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে আঙুল তুলেছেন ৷

4.পুজোর তিন দিন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

পুজোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ বজ্রগর্ভ মেঘের কারণে অষ্টমী থেকে দশমী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সেই সঙ্গে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে সেটি দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল প্রবেশ করবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

5.হিন্দি ছবিতে কোয়েল মল্লিক, পরিচালক অরিন্দম শীল

অরিন্দন শীলের (Arindam Sil) পরিচালনায় হিন্দি ছবিতে অভিষেক (Hindi Movie Debut) ঘটতে চলেছে অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel Mallick)৷ প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস ৷

6.সনাতন ধর্ম ও দেশকে রক্ষা করব বলেই মন্ত্রিত্ব ছেড়েছি, বললেন শুভেন্দু

মহালয়া উপলক্ষ্যে এদিন, নন্দীগ্রামের সোনাচূড়াতে শহীদ পরিবারের হাতে পুজোর উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানেই তৃণমূল ছাড়াক কারণ ব্যাখ্যা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ৷

7.লখিমপুরে যাওয়ার অনুমতি রাহুল-প্রিয়াঙ্কাকে

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) অবশেষে রাহুল (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কাকে (Priyanka Gandhi Vadra) লখিমপুর খেরিতে যাওয়ার অনুমতি দিলেন ৷ রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে আরও তিনজন কংগ্রেস নেতাকে লখিমপুরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ চার কংগ্রেস নেতাকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই লখনউ বিমানবন্দরে পৌঁছেছেন রাহুল ৷

8.বীরেনবাবু দেরিতে পৌঁছনোয় মহালয়ার দায়িত্ব সামলেছিলেন নাজির আহমেদ

দেশ স্বাধীন হওয়ার আগে টানা পাঁচ বছর মহালয়ার অনুষ্ঠান করেছিলেন নাজির আহমেদ ৷ এছাড়া, যন্ত্রানুসঙ্গেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিন ইসলাম ধর্মাবলম্বী ৷ মহালয়ার ভোরের এই দেবী আবাহন শুধুই দেবীপক্ষের আনুষ্ঠানিক সূচনা নয়, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণও বটে ৷

9.লখিমপুরের ঘটনায় রাজনীতির অভিযোগ কেন্দ্রীয় কৃষি রাষ্ট্রমন্ত্রীর

লখিমপুর খেরির ঘটনায় অহেতুক রাজনীতি করা হচ্ছে ৷ এমনই অভিযোগ করলেন কৃষি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কৈলাস চৌধুরি ৷ আজ শিলিগুড়ি হয়ে সিকিম যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি ৷ নিজের বক্তব্যের স্বপক্ষে তাঁর যুক্তি, দেশের কৃষকদের জন্য় প্রধানমন্ত্রী একাধিক প্রকল্প চালু করেছেন ৷ কৃষকদের আত্মনির্ভর করাই কেন্দ্রের আসল উদ্দেশ্য৷ তাঁর দাবি, নয়া কৃষি আইন কৃষকদের স্বার্থে তৈরি হয়েছে ৷ তাই দেশের সব কৃষকই নয়া তিনটি কৃষি আইন নেমে নিয়েছে৷

10.প্রথমবার ওয়েব সিরিজে পায়েল

বড় পর্দায় আগেই ডেবিউ করেছেন ৷ এ বার ওয়েব সিরিজে অভিষেক (Web Series Debut) ঘটতে চলেছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে-র (Payel De)। হইচইয়ের 'ইন্দু' ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি ৷

1.লখিমপুর খেরিতে কৃষকদের হত্যার অভিযোগ মুখ্যমন্ত্রীর

জাগো বাংলার শারোদসংখ্যা প্রকাশের অনুষ্ঠানে লখিমপুর খেরির ঘটনার নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কৃষকদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করলেন তিনি ৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, প্রায় 12 ঘণ্টার চেষ্টায় লুকিয়ে তৃণমূলের প্রতিনিধিরা লখিমপুরে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেছেন ৷

2.অনু তৈরির নতুন পদ্ধতি আবিষ্কারের স্বীকৃতিতে রসায়নে নোবেল দুই বিজ্ঞানীকে

রসায়নের নোবেল পুরস্কার ঘোষণা করা হল বুধবার ৷ এবার দু’জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে ৷ তাঁরা হলেন বেঞ্জামিন লিস্ট ও ডভিড ডাব্লু সি ম্যাকমিলান ৷ অ্যাসিমেট্রিক ওরগ্যানোক্যাটালিসিস-এর জন্য তাঁদের নোবেল দেওয়া হল ৷ এটা হল মলিউকিউল তৈরির নতুন পদ্ধতি ৷

3.আরিয়ানের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ, বিজেপির হাত দেখছেন মহারাষ্ট্রের মন্ত্রী

শাহরুখ খানের তনয় আরিয়ানের (Aryan Khan) বিরুদ্ধে মিথ্যে মামলা সাজাতেই ক্রুজে হানা দিয়েছিল এনসিবি (NCB)৷ এই অভিযোগ করলেন মহারাষ্ট্রের মন্ত্রী (Maharashtra Minister) নবাব মালিক (Nawab Malik)৷ তিনি এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে আঙুল তুলেছেন ৷

4.পুজোর তিন দিন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

পুজোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ বজ্রগর্ভ মেঘের কারণে অষ্টমী থেকে দশমী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সেই সঙ্গে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে সেটি দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল প্রবেশ করবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

5.হিন্দি ছবিতে কোয়েল মল্লিক, পরিচালক অরিন্দম শীল

অরিন্দন শীলের (Arindam Sil) পরিচালনায় হিন্দি ছবিতে অভিষেক (Hindi Movie Debut) ঘটতে চলেছে অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel Mallick)৷ প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস ৷

6.সনাতন ধর্ম ও দেশকে রক্ষা করব বলেই মন্ত্রিত্ব ছেড়েছি, বললেন শুভেন্দু

মহালয়া উপলক্ষ্যে এদিন, নন্দীগ্রামের সোনাচূড়াতে শহীদ পরিবারের হাতে পুজোর উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানেই তৃণমূল ছাড়াক কারণ ব্যাখ্যা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ৷

7.লখিমপুরে যাওয়ার অনুমতি রাহুল-প্রিয়াঙ্কাকে

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) অবশেষে রাহুল (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কাকে (Priyanka Gandhi Vadra) লখিমপুর খেরিতে যাওয়ার অনুমতি দিলেন ৷ রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে আরও তিনজন কংগ্রেস নেতাকে লখিমপুরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ চার কংগ্রেস নেতাকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই লখনউ বিমানবন্দরে পৌঁছেছেন রাহুল ৷

8.বীরেনবাবু দেরিতে পৌঁছনোয় মহালয়ার দায়িত্ব সামলেছিলেন নাজির আহমেদ

দেশ স্বাধীন হওয়ার আগে টানা পাঁচ বছর মহালয়ার অনুষ্ঠান করেছিলেন নাজির আহমেদ ৷ এছাড়া, যন্ত্রানুসঙ্গেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিন ইসলাম ধর্মাবলম্বী ৷ মহালয়ার ভোরের এই দেবী আবাহন শুধুই দেবীপক্ষের আনুষ্ঠানিক সূচনা নয়, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণও বটে ৷

9.লখিমপুরের ঘটনায় রাজনীতির অভিযোগ কেন্দ্রীয় কৃষি রাষ্ট্রমন্ত্রীর

লখিমপুর খেরির ঘটনায় অহেতুক রাজনীতি করা হচ্ছে ৷ এমনই অভিযোগ করলেন কৃষি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কৈলাস চৌধুরি ৷ আজ শিলিগুড়ি হয়ে সিকিম যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি ৷ নিজের বক্তব্যের স্বপক্ষে তাঁর যুক্তি, দেশের কৃষকদের জন্য় প্রধানমন্ত্রী একাধিক প্রকল্প চালু করেছেন ৷ কৃষকদের আত্মনির্ভর করাই কেন্দ্রের আসল উদ্দেশ্য৷ তাঁর দাবি, নয়া কৃষি আইন কৃষকদের স্বার্থে তৈরি হয়েছে ৷ তাই দেশের সব কৃষকই নয়া তিনটি কৃষি আইন নেমে নিয়েছে৷

10.প্রথমবার ওয়েব সিরিজে পায়েল

বড় পর্দায় আগেই ডেবিউ করেছেন ৷ এ বার ওয়েব সিরিজে অভিষেক (Web Series Debut) ঘটতে চলেছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে-র (Payel De)। হইচইয়ের 'ইন্দু' ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.