ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা - TOP NEWS @ 7 PM

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ সন্ধে 7 টা
টপ নিউজ় @ সন্ধে 7 টা
author img

By

Published : Oct 17, 2021, 7:09 PM IST

1. Kerala Flood Situation : বানভাসি কেরালায় মৃত বেড়ে 26, পিনারাইয়ের সঙ্গে কথা মোদির

যত সময় এগোচ্ছে, কেরালায় মৃতের সংখ্যা ততই বেড়ে চলেছে ৷ তা নিয়ে মোদি লেখেন, ‘দুর্ভাগ্যক্রমে কেরালায় ভারী বর্ষণ এবং ধসে কিছু মানুষ মারা গিয়েছেন ৷ তাঁদের পরিবারকে সমবেদনা জানাই ৷ ’

2. Team India Coach : ভাবনায় দ্রাবিড়কে রেখেই বিরাটদের কোচের পদে আবেদন চাইল বিসিসিআই

একদা সতীর্থ, প্রিয় বন্ধুকে অনেক অনুরোধ করে অবশেষে রাজি করিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ দু'বছরের চুক্তিতে নাকি ভারতীয় দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড় ৷ সব ঠিকঠাক থাকলেও বিসিসিআই'কে তার কাজ তো করতেই হবে ৷

3. Durga Puja-Crime : বিসর্জনের পরে বেনাচিতির পুজো মণ্ডপে বোমাবাজি, এলাকায় পুলিশ পিকেটিং

দুর্গাপুরের বেনাচিতি অন্নপূর্ণানগর এলাকার প্রতিমা বিসর্জনের পরে চলল দুষ্কৃতী আক্রমণ ৷ চলে বোমাবাজিও ৷ অভিযোগ, মদ খাওয়ার টাকা চেয়ে না পেয়েই এমনটা করেছে স্থানীয় দুষ্কৃতী শেখ আক্রম ৷ সে এবং তার সাঙ্গপাঙ্গরা স্থানীয় যুবকদের মারধরও করে ৷ অন্নপূর্ণানগরের মন্দিরের প্রণামী বাক্স, জানালার কাচ-সহ বেশ কিছু গাড়িতেও ভাঙচুর চালায় ৷ দুর্গাপুর থানার পুলিশ দোষীদের খোঁজে তল্লাশি শুরু করেছে । এলাকায় রয়েছে পুলিশ পিকেট ৷ গোটা ঘটনায় এখন থমথমে বেনাচিতির অন্নপূর্ণা নগরের বাসিন্দারা ।

4. Inflation : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাহুলের নিশানায় কেন্দ্র, লালুর তোপে ডাবল ইঞ্জিন সরকার

পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস থেকে রোজের ব্যবহারের যাবতীয় পণ্য ৷ দাম বাড়ছে সবকিছুরই ৷ আর এসবের জন্যই কেন্দ্রের মোদি সরকারকে দায়ী করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ৷ টুইটারে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছেন তাঁরা ৷

5. Weather Forecast : নিম্নচাপের প্রকোপে দুর্যোগের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, বইতে পারে ঝোড়ো হাওয়াও

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মূলত উপকূলের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের দাপট বেশি থাকবে । সোমবার ভারী বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে । অন্যান্য জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

6. Babul Supriyo : মঙ্গলবার থেকে আর আসানসোলের বিজেপি সাংসদ নন, ইস্তফা দিচ্ছেন বাবুল

মঙ্গলবার, 19 অক্টোবর আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বাবুল সুপ্রিয় ৷ একাধিকবার আবেদন করার পর অবশেষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁকে দেখা করার সময় দিয়েছেন ৷ প্রসঙ্গত, গত মাসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয় ৷

7. Madan Mitra : খেলার মাঠে আঙুল ঠেকালে কবজি কেটে নেব, হুঁশিয়ারি মদনের

বাচ্চাদের খেলার মাঠ দখলের চেষ্টা চলছে ৷ আর তাতে জড়িত তৃণমূল কংগ্রেসেরই কিছু লোক তথা জমি মাফিয়া ৷ এর বিরুদ্ধে রুখে দাঁড়ালের বিধায়ক তথা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র ৷ ফেসবুক লাইভে তাদের হুঁশিয়ারি দিলেন ৷

8. Weather Forecast : দুর্যোগের আশঙ্কা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ৷ যার জেরে ফের দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর জারি নিষেধাজ্ঞা ৷ অন্যদিকে, আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টি হবে দেশের অন্যান্য রাজ্যেও ৷

9. Abhishek Banerjee : উৎসব শেষে 23 তারিখ থেকে উপ-নির্বাচনের প্রচার শুরু অভিষেকের

ইতিমধ্যেই এই উপ-নির্বাচনের জন্য প্রকাশ্যে এসেছে তৃণমূলের 20 জন তারকা প্রচারকের তালিকা ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তালিকায় নাম রয়েছে দলের একাধিক প্রথম সারির নেতার ৷

10. Bangladesh Violence : বাংলাদেশে পুজোমণ্ডপে হামলার নিন্দায় সরব বিপ্লব দেব

বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপে হামলার প্রতিবাদ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ৷ এ নিয়ে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন তিনি ৷ গোটা ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কঠোর মনোভাব দেখিয়েছেন, তারও প্রশংসা করেছেন বিপ্লব ৷

1. Kerala Flood Situation : বানভাসি কেরালায় মৃত বেড়ে 26, পিনারাইয়ের সঙ্গে কথা মোদির

যত সময় এগোচ্ছে, কেরালায় মৃতের সংখ্যা ততই বেড়ে চলেছে ৷ তা নিয়ে মোদি লেখেন, ‘দুর্ভাগ্যক্রমে কেরালায় ভারী বর্ষণ এবং ধসে কিছু মানুষ মারা গিয়েছেন ৷ তাঁদের পরিবারকে সমবেদনা জানাই ৷ ’

2. Team India Coach : ভাবনায় দ্রাবিড়কে রেখেই বিরাটদের কোচের পদে আবেদন চাইল বিসিসিআই

একদা সতীর্থ, প্রিয় বন্ধুকে অনেক অনুরোধ করে অবশেষে রাজি করিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ দু'বছরের চুক্তিতে নাকি ভারতীয় দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড় ৷ সব ঠিকঠাক থাকলেও বিসিসিআই'কে তার কাজ তো করতেই হবে ৷

3. Durga Puja-Crime : বিসর্জনের পরে বেনাচিতির পুজো মণ্ডপে বোমাবাজি, এলাকায় পুলিশ পিকেটিং

দুর্গাপুরের বেনাচিতি অন্নপূর্ণানগর এলাকার প্রতিমা বিসর্জনের পরে চলল দুষ্কৃতী আক্রমণ ৷ চলে বোমাবাজিও ৷ অভিযোগ, মদ খাওয়ার টাকা চেয়ে না পেয়েই এমনটা করেছে স্থানীয় দুষ্কৃতী শেখ আক্রম ৷ সে এবং তার সাঙ্গপাঙ্গরা স্থানীয় যুবকদের মারধরও করে ৷ অন্নপূর্ণানগরের মন্দিরের প্রণামী বাক্স, জানালার কাচ-সহ বেশ কিছু গাড়িতেও ভাঙচুর চালায় ৷ দুর্গাপুর থানার পুলিশ দোষীদের খোঁজে তল্লাশি শুরু করেছে । এলাকায় রয়েছে পুলিশ পিকেট ৷ গোটা ঘটনায় এখন থমথমে বেনাচিতির অন্নপূর্ণা নগরের বাসিন্দারা ।

4. Inflation : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাহুলের নিশানায় কেন্দ্র, লালুর তোপে ডাবল ইঞ্জিন সরকার

পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস থেকে রোজের ব্যবহারের যাবতীয় পণ্য ৷ দাম বাড়ছে সবকিছুরই ৷ আর এসবের জন্যই কেন্দ্রের মোদি সরকারকে দায়ী করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ৷ টুইটারে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছেন তাঁরা ৷

5. Weather Forecast : নিম্নচাপের প্রকোপে দুর্যোগের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, বইতে পারে ঝোড়ো হাওয়াও

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মূলত উপকূলের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের দাপট বেশি থাকবে । সোমবার ভারী বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে । অন্যান্য জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

6. Babul Supriyo : মঙ্গলবার থেকে আর আসানসোলের বিজেপি সাংসদ নন, ইস্তফা দিচ্ছেন বাবুল

মঙ্গলবার, 19 অক্টোবর আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বাবুল সুপ্রিয় ৷ একাধিকবার আবেদন করার পর অবশেষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁকে দেখা করার সময় দিয়েছেন ৷ প্রসঙ্গত, গত মাসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয় ৷

7. Madan Mitra : খেলার মাঠে আঙুল ঠেকালে কবজি কেটে নেব, হুঁশিয়ারি মদনের

বাচ্চাদের খেলার মাঠ দখলের চেষ্টা চলছে ৷ আর তাতে জড়িত তৃণমূল কংগ্রেসেরই কিছু লোক তথা জমি মাফিয়া ৷ এর বিরুদ্ধে রুখে দাঁড়ালের বিধায়ক তথা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র ৷ ফেসবুক লাইভে তাদের হুঁশিয়ারি দিলেন ৷

8. Weather Forecast : দুর্যোগের আশঙ্কা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ৷ যার জেরে ফের দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর জারি নিষেধাজ্ঞা ৷ অন্যদিকে, আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টি হবে দেশের অন্যান্য রাজ্যেও ৷

9. Abhishek Banerjee : উৎসব শেষে 23 তারিখ থেকে উপ-নির্বাচনের প্রচার শুরু অভিষেকের

ইতিমধ্যেই এই উপ-নির্বাচনের জন্য প্রকাশ্যে এসেছে তৃণমূলের 20 জন তারকা প্রচারকের তালিকা ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তালিকায় নাম রয়েছে দলের একাধিক প্রথম সারির নেতার ৷

10. Bangladesh Violence : বাংলাদেশে পুজোমণ্ডপে হামলার নিন্দায় সরব বিপ্লব দেব

বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপে হামলার প্রতিবাদ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ৷ এ নিয়ে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন তিনি ৷ গোটা ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কঠোর মনোভাব দেখিয়েছেন, তারও প্রশংসা করেছেন বিপ্লব ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.