ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা - top-news-at-7-pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top-news-at-7-pm
top-news-at-7-pm
author img

By

Published : Jan 13, 2021, 7:03 PM IST

1.শর্তসাপেক্ষে স্নানে সম্মতি, ই-স্নানে জোর হাইকোর্টের

গঙ্গাসাগরে শর্তসাপেক্ষে পুণ্যস্নানে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ তবে রাজ্যকে ই-স্নানে জোর দেওয়ার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ ।

2.'বাংলার মানুষ ওয়াইসির কথা শুনে ধর্মের ভিত্তিতে ভোট দেবে না'

পশ্চিমবঙ্গ ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মহম্মদ ইয়াহার দাবি, মিমের প্রধান কোনও গড ফাদার নন৷ তাই মানুষ ওয়াইসির কথা শুনবে না ও ধর্মের ভিত্তিতে ভোট দেবে না ৷

3.পুরোনো দলের জন্য যদি দশ করে থাকি, এই দলের জন্য 100 করব : শুভেন্দু

"পুরোনো দলের জন্য যদি দশ করে থাকি, এই দলের জন্য 100 ভাগ করব ৷" বিধবার ভগবানপুরের সভায় বললেন শুভেন্দু অধিকারী ৷

4.কৃষি আইন প্রত্য়াহারে দাবিতে বিক্ষোভ, লাঠি হাতে রাস্তায় মন্ত্রী সিদ্দিকুল্লা

বিক্ষোভের জেরে জাতীয় সড়কে ব্য়াপক যানজট তৈরি হয় ৷ আর তার জেরেই ক্ষুব্ধ হয়ে আটকে পড়া যাত্রীরা বিক্ষোভকারীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ৷ একসময় পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যায় ৷

5.পুরুলিয়ায় পৌঁছাল 18 হাজার কোরোনার ভ্য়াকসিন

প্রথম পর্যায়ে 18 হাজার ভ্যাকসিন পুরুলিয়ায় পৌঁছাল। জেলার 9 হাজার স্বাস্থ্যকর্মীকে প্রথম পর্যায়ে এই ভ্যাকসিন দেওয়া হবে। 28 দিন পর ওই স্বাস্থ্যকর্মীদের দ্বিতীয় ডোজ় দেওয়া হবে। জেলার 20 টি ব্লকে 226 টি কেন্দ্র থেকে এই ভ্যাকসিনের দেওয়া হবে।

6.মমতার "মহামানবের কুকীর্তি" মন্তব্যের জবাব দিলেন জগন্নাথ

ভোটের হাওয়া গরম । চলছে আক্রমণ, পালটা আক্রমণ । ভোটযুদ্ধ শুরুর আগে বাগযুদ্ধে তপ্ত বঙ্গ রাজনীতি । লেগেই আছে ঠোকাঠুকি ।

7.মানিকতলার ব্যাটারি কারখানায় আগুন

আগুন লাগল মানিকতলার ব্যাটারি কারখানায় । প্রায় 11 টি দমকল ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

8.ভারভারা রাওয়ের বয়স ও শারীরিক অবস্থা বিচার করা হোক, মত বোম্বে হাইকোর্টের

ভারভারা রাওয়ের স্ত্রী হেমলতা রাও স্বামীর শারীরিক অবস্থার কথা জানিয়ে মুম্বই হাইকোর্টে জামিনের আবেদন করেন ৷ সেই মামলার শুনানিতেই মহারাষ্ট্র সরকার ও এনআইএ-কে উল্লেখ করে আদালত বলে, ভারভারা রাওয়ের বয়স ও শরীরিক অবস্থার কথা একবার ভেবে দেখা হোক ৷

9."কৃষকরা কী চান, তা তাঁরা নিজেরাই জানেন না", কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য হেমা মালিনীর

হেমা মালিনী বলেন, "এত কথার পরও কৃষকদের সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না । আসলে কৃষকরা নিজেরাই জানেন না যে তাঁরা কী চান । আর কৃষি আইনে কী সমস্যা রয়েছে ।"

10."ক্রিকেট খুনি" আখ্যা দেওয়া বাবুলকে দুই অক্ষরে জবাব দিলেন হনুমা

বিজেপি সাংসদের উদ্দেশে তবে কোনও কটূ বাক্য উচ্চারণ বা সমালোচনার ধার ধারেননি হনুমা ৷ শুধুমাত্র বাবুলের টুইটে নিজের নামের ভুল বানান শুধরে দিয়েছেন ৷

1.শর্তসাপেক্ষে স্নানে সম্মতি, ই-স্নানে জোর হাইকোর্টের

গঙ্গাসাগরে শর্তসাপেক্ষে পুণ্যস্নানে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ তবে রাজ্যকে ই-স্নানে জোর দেওয়ার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ ।

2.'বাংলার মানুষ ওয়াইসির কথা শুনে ধর্মের ভিত্তিতে ভোট দেবে না'

পশ্চিমবঙ্গ ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মহম্মদ ইয়াহার দাবি, মিমের প্রধান কোনও গড ফাদার নন৷ তাই মানুষ ওয়াইসির কথা শুনবে না ও ধর্মের ভিত্তিতে ভোট দেবে না ৷

3.পুরোনো দলের জন্য যদি দশ করে থাকি, এই দলের জন্য 100 করব : শুভেন্দু

"পুরোনো দলের জন্য যদি দশ করে থাকি, এই দলের জন্য 100 ভাগ করব ৷" বিধবার ভগবানপুরের সভায় বললেন শুভেন্দু অধিকারী ৷

4.কৃষি আইন প্রত্য়াহারে দাবিতে বিক্ষোভ, লাঠি হাতে রাস্তায় মন্ত্রী সিদ্দিকুল্লা

বিক্ষোভের জেরে জাতীয় সড়কে ব্য়াপক যানজট তৈরি হয় ৷ আর তার জেরেই ক্ষুব্ধ হয়ে আটকে পড়া যাত্রীরা বিক্ষোভকারীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ৷ একসময় পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যায় ৷

5.পুরুলিয়ায় পৌঁছাল 18 হাজার কোরোনার ভ্য়াকসিন

প্রথম পর্যায়ে 18 হাজার ভ্যাকসিন পুরুলিয়ায় পৌঁছাল। জেলার 9 হাজার স্বাস্থ্যকর্মীকে প্রথম পর্যায়ে এই ভ্যাকসিন দেওয়া হবে। 28 দিন পর ওই স্বাস্থ্যকর্মীদের দ্বিতীয় ডোজ় দেওয়া হবে। জেলার 20 টি ব্লকে 226 টি কেন্দ্র থেকে এই ভ্যাকসিনের দেওয়া হবে।

6.মমতার "মহামানবের কুকীর্তি" মন্তব্যের জবাব দিলেন জগন্নাথ

ভোটের হাওয়া গরম । চলছে আক্রমণ, পালটা আক্রমণ । ভোটযুদ্ধ শুরুর আগে বাগযুদ্ধে তপ্ত বঙ্গ রাজনীতি । লেগেই আছে ঠোকাঠুকি ।

7.মানিকতলার ব্যাটারি কারখানায় আগুন

আগুন লাগল মানিকতলার ব্যাটারি কারখানায় । প্রায় 11 টি দমকল ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

8.ভারভারা রাওয়ের বয়স ও শারীরিক অবস্থা বিচার করা হোক, মত বোম্বে হাইকোর্টের

ভারভারা রাওয়ের স্ত্রী হেমলতা রাও স্বামীর শারীরিক অবস্থার কথা জানিয়ে মুম্বই হাইকোর্টে জামিনের আবেদন করেন ৷ সেই মামলার শুনানিতেই মহারাষ্ট্র সরকার ও এনআইএ-কে উল্লেখ করে আদালত বলে, ভারভারা রাওয়ের বয়স ও শরীরিক অবস্থার কথা একবার ভেবে দেখা হোক ৷

9."কৃষকরা কী চান, তা তাঁরা নিজেরাই জানেন না", কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য হেমা মালিনীর

হেমা মালিনী বলেন, "এত কথার পরও কৃষকদের সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না । আসলে কৃষকরা নিজেরাই জানেন না যে তাঁরা কী চান । আর কৃষি আইনে কী সমস্যা রয়েছে ।"

10."ক্রিকেট খুনি" আখ্যা দেওয়া বাবুলকে দুই অক্ষরে জবাব দিলেন হনুমা

বিজেপি সাংসদের উদ্দেশে তবে কোনও কটূ বাক্য উচ্চারণ বা সমালোচনার ধার ধারেননি হনুমা ৷ শুধুমাত্র বাবুলের টুইটে নিজের নামের ভুল বানান শুধরে দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.