ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা - top news

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়
author img

By

Published : Jan 2, 2021, 7:00 PM IST

1. 26/11 মুম্বই হামলায় মূলচক্রী গ্রেপ্তার পাকিস্তানে

2008 সালের 26 নভেম্বর মুম্বইয়ে ঘটা ওই সন্ত্রাসবাদী হানায় আরও একজন মূল অভিযুক্ত হল জামাত-উদ-দাওয়ার হাফিজ সইদ। তাকে সম্প্রতি পাকিস্তানের একটি আদালত 15 বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধেও সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার অভিযোগ রয়েছে।


2. সৌরভের তিনটি আর্টারিতে ব্লক, বসানো হল স্টেন্ট

চিকিৎসকরা জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বয়স 48 বছর । তিনি একজন স্পোর্টসম্যান। তার উপর হেল্দি লাইফস্টাইল মেইনটেন করেন । এই রকম একজনের ক্ষেত্রে তিনটি আর্টারিতে ব্লক দুর্ভাগ্যজনক ।


3. সৌরভের দ্রুত আরোগ্য কামনা সচিনের

সৌরভের আরোগ্য কামনা করে টুইট করলেন সচিন তেন্ডুলকর ।


4. ডোনাকে ফোন, সৌরভের খোঁজ নিলেন শাহ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷


5. লাইভ আপডেট : ট্রিপিল ভেসেল ডিজ়িজ়ে ভুগছেন সৌরভ, কথা বললেন সানার সঙ্গে

  • সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে এলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়


6. ফের বাংলায় আসছেন অমিত শাহ, 30 জানুয়ারি ঠাকুরনগরে সভা

বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই শান্তনু ঠাকুর অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রথমে ঠাকুরবাড়িতে আসবেন অমিত শাহ। এর পর একজন মতুয়া সম্প্রদায়ের বাড়িতে গৃহসম্পর্ক অভিযানে অংশ নিয়ে দুপুরে খাবেন। তারপর ঠাকুরনগরের মাঠে জনসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


7. ভারত-ব্রিটেন বিমান যোগাযোগ ফের শুরু 6 জানুয়ারি

ব্রিটেনে গত সেপ্টেম্বরে কোরোনার নতুন স্ট্রেনের হদিস মেলে। তার পর ডিসেম্বরে এই বিষয়টি সরকারি ভাবে ব্রিটেনের তরফে জানানো হয়। ভারত গত 21 ডিসেম্বর ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয়। প্রথমে গত বছরের শেষদিন পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পরে বাড়িয়ে দেওয়া হয় সময়সীমা।


8.ভালো মেজাজে আছেন, সৌরভের সঙ্গে দেখার করার পর জানালেন ফিরহাদ

সৌরভকে দেখতে আজ হাসপাতালে যান পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম । সৌরভের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি । এরপর হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেন, "ওঁর সঙ্গে কথা হল । একটা স্টেন্ট বসেছে । ডাক্তাররা পরীক্ষা করছেন । আরও কিছু চিকিৎসার প্রয়োজন আছে । কিন্তু এখন খুব ভালো মেজাজে আছেন সৌরভ ।"

9. 9 জানুয়ারি ফের রাজ্যে নাড্ডা, বীরভূমে অংশ নেবেন রোড শোয়ে

গত মাসেও রাজ্যে এসেছিলেন জেপি নাড্ডা। তখন তিনি গিয়েছিলেন ডায়মন্ড হারবারে। সেখানে যাওয়ার পথে নাড্ডার কনভয়ে হামলা হয়। তা নিয়ে ব্যাপক হইচই পড়ে রাজ্যের রাজনৈতিক মহলে।


10. 2020 সালের থেকে কী শিখলেন স্বস্তিকা ?

2020 সালের থেকে কী শিখেছেন তা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন স্বস্তিকা মুখার্জি ।

1. 26/11 মুম্বই হামলায় মূলচক্রী গ্রেপ্তার পাকিস্তানে

2008 সালের 26 নভেম্বর মুম্বইয়ে ঘটা ওই সন্ত্রাসবাদী হানায় আরও একজন মূল অভিযুক্ত হল জামাত-উদ-দাওয়ার হাফিজ সইদ। তাকে সম্প্রতি পাকিস্তানের একটি আদালত 15 বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধেও সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার অভিযোগ রয়েছে।


2. সৌরভের তিনটি আর্টারিতে ব্লক, বসানো হল স্টেন্ট

চিকিৎসকরা জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বয়স 48 বছর । তিনি একজন স্পোর্টসম্যান। তার উপর হেল্দি লাইফস্টাইল মেইনটেন করেন । এই রকম একজনের ক্ষেত্রে তিনটি আর্টারিতে ব্লক দুর্ভাগ্যজনক ।


3. সৌরভের দ্রুত আরোগ্য কামনা সচিনের

সৌরভের আরোগ্য কামনা করে টুইট করলেন সচিন তেন্ডুলকর ।


4. ডোনাকে ফোন, সৌরভের খোঁজ নিলেন শাহ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷


5. লাইভ আপডেট : ট্রিপিল ভেসেল ডিজ়িজ়ে ভুগছেন সৌরভ, কথা বললেন সানার সঙ্গে

  • সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে এলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়


6. ফের বাংলায় আসছেন অমিত শাহ, 30 জানুয়ারি ঠাকুরনগরে সভা

বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই শান্তনু ঠাকুর অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রথমে ঠাকুরবাড়িতে আসবেন অমিত শাহ। এর পর একজন মতুয়া সম্প্রদায়ের বাড়িতে গৃহসম্পর্ক অভিযানে অংশ নিয়ে দুপুরে খাবেন। তারপর ঠাকুরনগরের মাঠে জনসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


7. ভারত-ব্রিটেন বিমান যোগাযোগ ফের শুরু 6 জানুয়ারি

ব্রিটেনে গত সেপ্টেম্বরে কোরোনার নতুন স্ট্রেনের হদিস মেলে। তার পর ডিসেম্বরে এই বিষয়টি সরকারি ভাবে ব্রিটেনের তরফে জানানো হয়। ভারত গত 21 ডিসেম্বর ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয়। প্রথমে গত বছরের শেষদিন পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পরে বাড়িয়ে দেওয়া হয় সময়সীমা।


8.ভালো মেজাজে আছেন, সৌরভের সঙ্গে দেখার করার পর জানালেন ফিরহাদ

সৌরভকে দেখতে আজ হাসপাতালে যান পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম । সৌরভের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি । এরপর হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেন, "ওঁর সঙ্গে কথা হল । একটা স্টেন্ট বসেছে । ডাক্তাররা পরীক্ষা করছেন । আরও কিছু চিকিৎসার প্রয়োজন আছে । কিন্তু এখন খুব ভালো মেজাজে আছেন সৌরভ ।"

9. 9 জানুয়ারি ফের রাজ্যে নাড্ডা, বীরভূমে অংশ নেবেন রোড শোয়ে

গত মাসেও রাজ্যে এসেছিলেন জেপি নাড্ডা। তখন তিনি গিয়েছিলেন ডায়মন্ড হারবারে। সেখানে যাওয়ার পথে নাড্ডার কনভয়ে হামলা হয়। তা নিয়ে ব্যাপক হইচই পড়ে রাজ্যের রাজনৈতিক মহলে।


10. 2020 সালের থেকে কী শিখলেন স্বস্তিকা ?

2020 সালের থেকে কী শিখেছেন তা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন স্বস্তিকা মুখার্জি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.