ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা - top news@5pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news@5pm
টপ নিউজ় @ বিকেল 5 টা
author img

By

Published : Oct 8, 2021, 5:05 PM IST

1.এয়ার ইন্ডিয়া কিনছে টাটারাই

এয়ার ইন্ডিয়া যাচ্ছে টাটা গ্রুপের ঘরেই ৷ আজই সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেছে কেন্দ্র ৷

2.নোবেল শান্তি সম্মান দুই সাংবাদিকের

মত প্রকাশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ফিলিপিন্সের মারিয়া রেস্সা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ এই সম্মান পেলেন বলে শুক্রবার নোবেল কমিটির তরফে ঘোষণা করা হয়েছে ৷

3.লখিমপুর খেরি তদন্তে যোগী সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট

আজ সময়মতো হাজিরা দেননি অভিযুক্ত আশিস মিশ্র ৷ কিন্তু কাল তাঁকে ফের সকাল 11টায় হাজিরার নোটিস দেওয়া হয়েছে ৷ লখিমপুর হিংসাকাণ্ডের মামলার শুনানির শুরুতে উত্তর প্রদেশ সরকারের আইনজীবী প্রধান বিচারপতিকে সাফাই দিলেন ৷ তবে ফের শুনানি হবে 20 অক্টোবর ৷

4.রাজ্যে চার কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রচারে 7 কেন্দ্রীয় মন্ত্রী

বিজেপি সূত্রে খবর, পুজো মিটলেই প্রার্থীদের হয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়বেন তারকা প্রচারকরা ৷ তৈরি হচ্ছে প্রচারের রণকৌশল ৷

5.পুজোয় আদালতের নির্দেশ মেনেই খরচ করতে হবে অনুদানের টাকা, জানাল হাইকোর্ট

ক্লাব ও পুজোর উদ্যোক্তাদের রাজ্য সরকার যে 50 হাজার করে টাকা দিয়েছে, তা খরচ করতে হবে আদালতের নির্দেশ মেনেই ৷ শুক্রবার একটি জনস্বার্থ মামলার শুনানিতে একথা স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট ৷ উল্লেখ্য, গত বছর অনুদানের টাকা খরচের গাইড লাইন তৈরি করে দিয়েছিল আদালত ৷ এবারও তা বলবৎ রাখা হল ৷

6.ফের মুখোমুখি ভারত-চিন, তাওয়াং সেক্টরে দুশো চিনা সেনাকে রুখল জওয়ানরা

ফের চিনের 200 জন পিএলএ সেনা এলএসি পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল ৷ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ভারতীয় সেনা বাহিনী ৷ পরে দু'দেশের কম্যান্ডারের মধ্যে সমঝোতায় পিছু হঠে চিনের সেনারা ৷

7.ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া চিতাবাঘের খোঁজ মিলল শালবনে

খোঁজ মিলল জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক থেকে পালিয়ে যাওয়া চিতাবাঘের ৷ আজ সকালে চিড়িয়াখানার ভিতরেই শালবনের জঙ্গলে তাকে ঘাপটি মেরে থাকতে দেখা গিয়েছে ৷ চিতাবাঘটিকে বাগে আনার চেষ্টা করছেন বন দফতরের কর্মীরা ৷

8.উপনির্বাচনে তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ তৃণমূল কংগ্রেসের

রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তারকা প্রচারকের নামের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস ৷ 20 জনের তালিকায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন জুন মালিয়া, দেব, শতাব্দী রায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী-সহ অন্যান্যরা।

9.বিশ্বকাপের জার্সিতে আয়োজক ভারতের নাম লিখল না পাকিস্তান, বিতর্ক চরমে

টুর্নামেন্ট যতই সংযুক্ত আরব আমিরশাহীতে হোক, আয়োজক যেহেতু ভারত তাই অংশগ্রহণকারী প্রত্যেকটি দলের জার্সিতে ভারতের নাম থাকা আবশ্যক ৷ কিন্তু বিশ্বকাপের জার্সিতে ভারতের পরিবর্তে আমিরশাহীর নাম লিখে ভারতীয় সমর্থকদের রোষানলে পাকিস্তান ৷

10.সঙ্গীত জীবনের হাফ সেঞ্চুরিতে বাপ্পি লাহিড়ীর ‘আবিষ্কার’ গায়িকা ঋতুপর্ণা

বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) সঙ্গীত জীবনের 50 বছরের উপহার গায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)৷ বাপ্পিদার সুরে পুজোয় অভিনেত্রী গেয়েছেন 'ফুলমতি' ৷ সেই ভিডিয়ো অ্যালবাম মুক্তি পেয়েছে ৷

1.এয়ার ইন্ডিয়া কিনছে টাটারাই

এয়ার ইন্ডিয়া যাচ্ছে টাটা গ্রুপের ঘরেই ৷ আজই সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেছে কেন্দ্র ৷

2.নোবেল শান্তি সম্মান দুই সাংবাদিকের

মত প্রকাশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ফিলিপিন্সের মারিয়া রেস্সা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ এই সম্মান পেলেন বলে শুক্রবার নোবেল কমিটির তরফে ঘোষণা করা হয়েছে ৷

3.লখিমপুর খেরি তদন্তে যোগী সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট

আজ সময়মতো হাজিরা দেননি অভিযুক্ত আশিস মিশ্র ৷ কিন্তু কাল তাঁকে ফের সকাল 11টায় হাজিরার নোটিস দেওয়া হয়েছে ৷ লখিমপুর হিংসাকাণ্ডের মামলার শুনানির শুরুতে উত্তর প্রদেশ সরকারের আইনজীবী প্রধান বিচারপতিকে সাফাই দিলেন ৷ তবে ফের শুনানি হবে 20 অক্টোবর ৷

4.রাজ্যে চার কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রচারে 7 কেন্দ্রীয় মন্ত্রী

বিজেপি সূত্রে খবর, পুজো মিটলেই প্রার্থীদের হয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়বেন তারকা প্রচারকরা ৷ তৈরি হচ্ছে প্রচারের রণকৌশল ৷

5.পুজোয় আদালতের নির্দেশ মেনেই খরচ করতে হবে অনুদানের টাকা, জানাল হাইকোর্ট

ক্লাব ও পুজোর উদ্যোক্তাদের রাজ্য সরকার যে 50 হাজার করে টাকা দিয়েছে, তা খরচ করতে হবে আদালতের নির্দেশ মেনেই ৷ শুক্রবার একটি জনস্বার্থ মামলার শুনানিতে একথা স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট ৷ উল্লেখ্য, গত বছর অনুদানের টাকা খরচের গাইড লাইন তৈরি করে দিয়েছিল আদালত ৷ এবারও তা বলবৎ রাখা হল ৷

6.ফের মুখোমুখি ভারত-চিন, তাওয়াং সেক্টরে দুশো চিনা সেনাকে রুখল জওয়ানরা

ফের চিনের 200 জন পিএলএ সেনা এলএসি পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল ৷ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ভারতীয় সেনা বাহিনী ৷ পরে দু'দেশের কম্যান্ডারের মধ্যে সমঝোতায় পিছু হঠে চিনের সেনারা ৷

7.ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া চিতাবাঘের খোঁজ মিলল শালবনে

খোঁজ মিলল জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক থেকে পালিয়ে যাওয়া চিতাবাঘের ৷ আজ সকালে চিড়িয়াখানার ভিতরেই শালবনের জঙ্গলে তাকে ঘাপটি মেরে থাকতে দেখা গিয়েছে ৷ চিতাবাঘটিকে বাগে আনার চেষ্টা করছেন বন দফতরের কর্মীরা ৷

8.উপনির্বাচনে তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ তৃণমূল কংগ্রেসের

রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তারকা প্রচারকের নামের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস ৷ 20 জনের তালিকায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন জুন মালিয়া, দেব, শতাব্দী রায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী-সহ অন্যান্যরা।

9.বিশ্বকাপের জার্সিতে আয়োজক ভারতের নাম লিখল না পাকিস্তান, বিতর্ক চরমে

টুর্নামেন্ট যতই সংযুক্ত আরব আমিরশাহীতে হোক, আয়োজক যেহেতু ভারত তাই অংশগ্রহণকারী প্রত্যেকটি দলের জার্সিতে ভারতের নাম থাকা আবশ্যক ৷ কিন্তু বিশ্বকাপের জার্সিতে ভারতের পরিবর্তে আমিরশাহীর নাম লিখে ভারতীয় সমর্থকদের রোষানলে পাকিস্তান ৷

10.সঙ্গীত জীবনের হাফ সেঞ্চুরিতে বাপ্পি লাহিড়ীর ‘আবিষ্কার’ গায়িকা ঋতুপর্ণা

বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) সঙ্গীত জীবনের 50 বছরের উপহার গায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)৷ বাপ্পিদার সুরে পুজোয় অভিনেত্রী গেয়েছেন 'ফুলমতি' ৷ সেই ভিডিয়ো অ্যালবাম মুক্তি পেয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.