ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - top news@3pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news@3pm
টপ নিউজ় @ দুপুর 3 টে
author img

By

Published : Oct 6, 2021, 3:13 PM IST

1.উৎসবের মরসুমের শুরুতেই উর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম

পুজোর মরসুমের শুরুতেই সাধারণ মানুষের বেহাল দশা হওয়ার জোগাড় ৷ ফের লাগল মূল্যবৃদ্ধির ধাক্কা ৷ আজ রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 15 টাকা করে বাড়ল ৷ কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে 926 টাকা হয়েছে ৷

2.লখিমপুরে যাওয়ার অনুমতি রাহুল-প্রিয়াঙ্কাকে

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) অবশেষে রাহুল (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কাকে (Priyanka Gandhi Vadra) লখিমপুর খেরিতে যাওয়ার অনুমতি দিলেন ৷ রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে আরও তিনজন কংগ্রেস নেতাকে লখিমপুরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ চার কংগ্রেস নেতাকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই লখনউ বিমানবন্দরে পৌঁছেছেন রাহুল ৷

3.ত্রিপুরায় তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা, শুরু তেইশের বিধানসভা ভোটের প্রস্তুতি

ত্রিপুরায় 2023-এর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস ৷ সেখানে রাজ্য কমিটি ঘোষণা করা হল ৷ সেই সঙ্গে দলের যুব সংগঠনেরও রাজ্য কমিটি ঘোষণা করা হয় এদিন ৷

4.গঙ্গার ঘাটগুলিতে জনসমুদ্র, "ভগবানের উপর বিশ্বাস রেখে এসেছি", বলছেন পুণ্যার্থীরা

পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের শুরু ৷ মহালয়ার ভোর থেকেই কলকাতার বিভিন্ন জায়গার গঙ্গার ঘাটে শুরু হয় তর্পন । বাবুঘাট, আরিয়াদহ ঘাট, বাজেকদমতলা ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলে তর্পণ । বুধবার সকাল থেকে বাবুঘাট, বাগবাজার ঘাটে উপচে পড়া ভিড় । ঘাটগুলি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ ৷

5.এটাই শেষ আইপিএল নয়, চেন্নাইয়ে বিদায়ী ম্যাচ খেলতে চান ধোনি

প্লে অফে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস ৷ তার মধ্যেই গুঞ্জন উঠেছিল, এটাই নাকি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল ৷ স্বয়ং ধোনিই সেই গুঞ্জন থামিয়ে দিলেন ৷

6.নিহত বিজেপি কর্মীদের নামে তর্পণ সাংসদ লকেটের

নিহত 51 জন বিজেপি কর্মীর নামে তর্পণ করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি নেতা কর্মীদের উদ্দেশে এই তর্পণ করেন তিনি ৷ আজ চুঁচুড়ার ঘোড়াঘাটে তর্পণ করেন লকেট ৷

7.করোনার ভয় কাটিয়ে হাওড়ায় গঙ্গার ঘাটে তর্পণ, বিশেষ নজরদারি পুলিশের

করোনার ভয় কাটিয়ে মহালয়ায় তর্পণ করলেন মানুষ । গত বছর করোনা আবহে মহালয়ার দিনে হাওড়ায় গঙ্গার ঘাটগুলি ফাঁকাই ছিল । কিন্তু এবছর করোনা আবহ থাকলেও হাওড়া ঘাট, রামকৃষ্ণপুর ঘাট-সহ গঙ্গার অন্যান্য ঘাটগুলিতে তর্পণকে কেন্দ্র করে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেল । গত বছর পুরোহিতদের অনেককেই দেখা গিয়েছিল মাস্ক বা ফেস শিল্ড ব্যবহার করতে ৷ এবারে সেসব উধাও । ঘাটগুলিতে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে মন্ত্রপাঠ করতে দেখা যায় মানুষকে । বুধবার তর্পণকে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশ ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়েছে । অপ্রীতিকর ঘটনা আটকাতে গঙ্গাবক্ষে নির্দিষ্ট দূরত্বে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে ৷ চলছে মাইকিং-ও ।

8.রায়গঞ্জের কুলিকে স্বর্গীয় প্রিয়জনদের শান্তি কামনা

'তর্পণ' কথাটির অর্থ 'তৃপ্তি' । হিন্দু শাস্ত্র অনুযায়ী মহালয়ার শুভক্ষণে পরলোকগত আত্মারা একত্রে উপস্থিত হন । মহালয়ার চোদ্দ দিন আগে থেকে শুরু হওয়া পিতৃপক্ষের আজ শেষ দিন ৷ পিতৃপক্ষের এই শেষ দিনে স্বর্গীয়দের আত্মার শান্তি কামনায় পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করে থাকেন অনেকেই ৷ সেই মতোই আজ রায়গঞ্জের কুলিক নদীর খরমুজা ও বন্দর ঘাটে ভিড় জমান বহু মানুষ ৷

9.স্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে ফেসবুকে আবেগঘন পোস্ট রবার্ট বঢরার

বুধবার ফেসবুকে একটি পোস্ট করেন রবার্ট বঢরা ৷ তাঁর অভিযোগ, স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার জন্য লখনউ যাচ্ছিলেন তিনি ৷ কিন্তু, তার আগেই তাঁকে জানিয়ে দেওয়া হয়, লখনউ বিমানবন্দর থেকে বাইরে বেরোতে পারবেন না রবার্ট ৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন প্রিয়াঙ্কার স্বামী ৷

10.তর্পণে উপচে পড়া ভিড়, ডায়মন্ড হারবারে পুণ্যার্থীদের জন্য লুচি-আলুর দমের ব্যবস্থা তৃণমূলের

দেবীপক্ষের সূচনায় মহালয়ার পুণ্য তিথিতে কলকাতার বাবুঘাটের পাশাপাশি জেলার বিভিন্ন নদী ঘাটগুলিতেও দেখা গেল উপচে পড়া ভিড় । তর্পণে ব্যস্ত পুণ্যার্থীরা ৷ বারুইপুর থেকে সাগর- সর্বত্র একই ছবি লক্ষ্য করা গিয়েছে বুধবার ভোর থেকে । বারাইপুরে সদাব্রত ঘাট, ডায়মন্ড হারবারের সুভাষ ঘাট, ডায়মন্ড হারবারের কেল্লা, মুক্তাঙ্গন, গঙ্গাসাগরে এদিন পুণ্যস্নান ও পিতৃ তর্পণ করছেন বেশ কয়েক হাজার মানুষ । অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী । ডায়মন্ড হারবারে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুণ্যার্থীদের জন্য লুচি, আলুর দম, মিষ্টি মুখের ব্যবস্থাও করা হয়েছে ৷

1.উৎসবের মরসুমের শুরুতেই উর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম

পুজোর মরসুমের শুরুতেই সাধারণ মানুষের বেহাল দশা হওয়ার জোগাড় ৷ ফের লাগল মূল্যবৃদ্ধির ধাক্কা ৷ আজ রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 15 টাকা করে বাড়ল ৷ কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে 926 টাকা হয়েছে ৷

2.লখিমপুরে যাওয়ার অনুমতি রাহুল-প্রিয়াঙ্কাকে

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) অবশেষে রাহুল (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কাকে (Priyanka Gandhi Vadra) লখিমপুর খেরিতে যাওয়ার অনুমতি দিলেন ৷ রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে আরও তিনজন কংগ্রেস নেতাকে লখিমপুরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ চার কংগ্রেস নেতাকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই লখনউ বিমানবন্দরে পৌঁছেছেন রাহুল ৷

3.ত্রিপুরায় তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা, শুরু তেইশের বিধানসভা ভোটের প্রস্তুতি

ত্রিপুরায় 2023-এর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস ৷ সেখানে রাজ্য কমিটি ঘোষণা করা হল ৷ সেই সঙ্গে দলের যুব সংগঠনেরও রাজ্য কমিটি ঘোষণা করা হয় এদিন ৷

4.গঙ্গার ঘাটগুলিতে জনসমুদ্র, "ভগবানের উপর বিশ্বাস রেখে এসেছি", বলছেন পুণ্যার্থীরা

পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের শুরু ৷ মহালয়ার ভোর থেকেই কলকাতার বিভিন্ন জায়গার গঙ্গার ঘাটে শুরু হয় তর্পন । বাবুঘাট, আরিয়াদহ ঘাট, বাজেকদমতলা ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলে তর্পণ । বুধবার সকাল থেকে বাবুঘাট, বাগবাজার ঘাটে উপচে পড়া ভিড় । ঘাটগুলি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ ৷

5.এটাই শেষ আইপিএল নয়, চেন্নাইয়ে বিদায়ী ম্যাচ খেলতে চান ধোনি

প্লে অফে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস ৷ তার মধ্যেই গুঞ্জন উঠেছিল, এটাই নাকি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল ৷ স্বয়ং ধোনিই সেই গুঞ্জন থামিয়ে দিলেন ৷

6.নিহত বিজেপি কর্মীদের নামে তর্পণ সাংসদ লকেটের

নিহত 51 জন বিজেপি কর্মীর নামে তর্পণ করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি নেতা কর্মীদের উদ্দেশে এই তর্পণ করেন তিনি ৷ আজ চুঁচুড়ার ঘোড়াঘাটে তর্পণ করেন লকেট ৷

7.করোনার ভয় কাটিয়ে হাওড়ায় গঙ্গার ঘাটে তর্পণ, বিশেষ নজরদারি পুলিশের

করোনার ভয় কাটিয়ে মহালয়ায় তর্পণ করলেন মানুষ । গত বছর করোনা আবহে মহালয়ার দিনে হাওড়ায় গঙ্গার ঘাটগুলি ফাঁকাই ছিল । কিন্তু এবছর করোনা আবহ থাকলেও হাওড়া ঘাট, রামকৃষ্ণপুর ঘাট-সহ গঙ্গার অন্যান্য ঘাটগুলিতে তর্পণকে কেন্দ্র করে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেল । গত বছর পুরোহিতদের অনেককেই দেখা গিয়েছিল মাস্ক বা ফেস শিল্ড ব্যবহার করতে ৷ এবারে সেসব উধাও । ঘাটগুলিতে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে মন্ত্রপাঠ করতে দেখা যায় মানুষকে । বুধবার তর্পণকে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশ ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়েছে । অপ্রীতিকর ঘটনা আটকাতে গঙ্গাবক্ষে নির্দিষ্ট দূরত্বে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে ৷ চলছে মাইকিং-ও ।

8.রায়গঞ্জের কুলিকে স্বর্গীয় প্রিয়জনদের শান্তি কামনা

'তর্পণ' কথাটির অর্থ 'তৃপ্তি' । হিন্দু শাস্ত্র অনুযায়ী মহালয়ার শুভক্ষণে পরলোকগত আত্মারা একত্রে উপস্থিত হন । মহালয়ার চোদ্দ দিন আগে থেকে শুরু হওয়া পিতৃপক্ষের আজ শেষ দিন ৷ পিতৃপক্ষের এই শেষ দিনে স্বর্গীয়দের আত্মার শান্তি কামনায় পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করে থাকেন অনেকেই ৷ সেই মতোই আজ রায়গঞ্জের কুলিক নদীর খরমুজা ও বন্দর ঘাটে ভিড় জমান বহু মানুষ ৷

9.স্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে ফেসবুকে আবেগঘন পোস্ট রবার্ট বঢরার

বুধবার ফেসবুকে একটি পোস্ট করেন রবার্ট বঢরা ৷ তাঁর অভিযোগ, স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার জন্য লখনউ যাচ্ছিলেন তিনি ৷ কিন্তু, তার আগেই তাঁকে জানিয়ে দেওয়া হয়, লখনউ বিমানবন্দর থেকে বাইরে বেরোতে পারবেন না রবার্ট ৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন প্রিয়াঙ্কার স্বামী ৷

10.তর্পণে উপচে পড়া ভিড়, ডায়মন্ড হারবারে পুণ্যার্থীদের জন্য লুচি-আলুর দমের ব্যবস্থা তৃণমূলের

দেবীপক্ষের সূচনায় মহালয়ার পুণ্য তিথিতে কলকাতার বাবুঘাটের পাশাপাশি জেলার বিভিন্ন নদী ঘাটগুলিতেও দেখা গেল উপচে পড়া ভিড় । তর্পণে ব্যস্ত পুণ্যার্থীরা ৷ বারুইপুর থেকে সাগর- সর্বত্র একই ছবি লক্ষ্য করা গিয়েছে বুধবার ভোর থেকে । বারাইপুরে সদাব্রত ঘাট, ডায়মন্ড হারবারের সুভাষ ঘাট, ডায়মন্ড হারবারের কেল্লা, মুক্তাঙ্গন, গঙ্গাসাগরে এদিন পুণ্যস্নান ও পিতৃ তর্পণ করছেন বেশ কয়েক হাজার মানুষ । অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী । ডায়মন্ড হারবারে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুণ্যার্থীদের জন্য লুচি, আলুর দম, মিষ্টি মুখের ব্যবস্থাও করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.