ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - খবর একনজরে

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 3
top 3
author img

By

Published : Mar 2, 2021, 3:02 PM IST

1.নমস্কার বাংলা... মালদায় আসার আগে টুইট আদিত্যনাথের

'বন্দে মাতরম' মন্ত্রে দীক্ষিত বঙ্গভূমিতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন যোগী আদিত্যনাথ । আজ টুইটে সেই কথা জানিয়েছেন তিনি ।

2.ভোট বয়কটের ডাক দিয়ে মাওবাদী পোস্টার জঙ্গলমহলে

ঝাড়গ্রামে মাওবাদী পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল । ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এ বিষয়ে মুখো খোলেননি স্থানীয়রা ।

3.টিকাকরণ শংসাপত্রে মোদির ছবি নির্বাচনী বিধিভঙ্গ, কমিশনে যাবে তৃণমূল; টুইট ডেরেকের

পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্য যেখানে ইতিমধ্যে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, সেখানে ভ্যাকসিনেশনের পর দেওয়া সরকারি শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক । এই বিষয়েই সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল ।

4.জোট জট কাটাতে আব্বাসকে নিয়ে ফের বৈঠকে বামেরা

কংগ্রেসের সঙ্গে ভুল বোঝাবুঝি অবসান করার পাশাপাশি জোট নিয়ে জট কাটাতেই আজকের বৈঠক। তবে কংগ্রেসের সঙ্গে নিজে থেকে কথা বলবে না আব্বাস। পরিবর্তে কংগ্রেস চাইলে আব্বাসের সঙ্গে কথা বলতে পারে ।

5.দেশজুড়ে স্বাভাবিক গ্রীষ্ম ছাপিয়ে চড়বে পারদ, সতর্ক করল মৌসম ভবন

অতিরিক্ত গরম পড়বে ছত্তিশগড়, ওড়িশা, গুজরাত, উপকূলীয় মহরাষ্ট্র, গোয়া ও উপকূলীয় অন্ধ্র প্রদেশে ৷ তবে, দক্ষিণ ও মধ্য ভারতে স্বাভাবিক গরম পড়বে বলে জানিয়েছে মৌসম ভবন ৷

6.অখিলেশ-তেজস্বীর তেজে বাড়বে মমতার হিন্দি ভোটব্যাংক?

একইদিনে অখিলেশ যাদব ও তেজস্বী যাদবের সমর্থন ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দিভাষী ভোটব্যাংকের পালে কি হাওয়া জোগাবে? এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে রাজনৈতিক মহলে ।

7.দক্ষিণে অস্বস্তির গরম, উত্তরে পূর্বাভাস বৃষ্টির

গত কয়েক দিনে দক্ষিণ বঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেড়েছে । আগামী দু'তিন দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে । এরপরও স্বাভাবিকের থেকে বেশিই থাকবে তাপমাত্রার পারদ । ফলে স্বস্তি ফিরবে না ।

8.সারদাকাণ্ডে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে কুণাল

সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় কুণাল ঘোষ জানান, তিনি তদন্ত সহযোগিতা করবেন ।

9.ইনস্টাগ্রামে 100 মিলিয়ন ফলোয়ারের এলিট তালিকায় প্রথম ক্রিকেটার বিরাট

ইনস্টাগ্রামে 100 মিলিয়ন ফলোয়ারের এলিট তালিকায় বিরাট কোহলি। তিনিই প্রথম ভারতীয় এবং প্রথম ক্রিকেটার যিনি এই তালিকায় ঢুকে পড়লেন। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকারা এই তালিকায় রয়েছেন ।

10.দীপিকার সঙ্গে একটা গোটা দিন কাটাবেন ?

দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটা গোটা দিন কাটানোর সুযোগ কে হাতছাড়া করতে চায় ? নিজেই সেই সুযোগটা করে দিলেন অভিনেত্রী । সামনাসামনি না হলেও, ভার্চুয়ালি তো বটেই !

1.নমস্কার বাংলা... মালদায় আসার আগে টুইট আদিত্যনাথের

'বন্দে মাতরম' মন্ত্রে দীক্ষিত বঙ্গভূমিতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন যোগী আদিত্যনাথ । আজ টুইটে সেই কথা জানিয়েছেন তিনি ।

2.ভোট বয়কটের ডাক দিয়ে মাওবাদী পোস্টার জঙ্গলমহলে

ঝাড়গ্রামে মাওবাদী পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল । ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এ বিষয়ে মুখো খোলেননি স্থানীয়রা ।

3.টিকাকরণ শংসাপত্রে মোদির ছবি নির্বাচনী বিধিভঙ্গ, কমিশনে যাবে তৃণমূল; টুইট ডেরেকের

পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্য যেখানে ইতিমধ্যে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, সেখানে ভ্যাকসিনেশনের পর দেওয়া সরকারি শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক । এই বিষয়েই সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল ।

4.জোট জট কাটাতে আব্বাসকে নিয়ে ফের বৈঠকে বামেরা

কংগ্রেসের সঙ্গে ভুল বোঝাবুঝি অবসান করার পাশাপাশি জোট নিয়ে জট কাটাতেই আজকের বৈঠক। তবে কংগ্রেসের সঙ্গে নিজে থেকে কথা বলবে না আব্বাস। পরিবর্তে কংগ্রেস চাইলে আব্বাসের সঙ্গে কথা বলতে পারে ।

5.দেশজুড়ে স্বাভাবিক গ্রীষ্ম ছাপিয়ে চড়বে পারদ, সতর্ক করল মৌসম ভবন

অতিরিক্ত গরম পড়বে ছত্তিশগড়, ওড়িশা, গুজরাত, উপকূলীয় মহরাষ্ট্র, গোয়া ও উপকূলীয় অন্ধ্র প্রদেশে ৷ তবে, দক্ষিণ ও মধ্য ভারতে স্বাভাবিক গরম পড়বে বলে জানিয়েছে মৌসম ভবন ৷

6.অখিলেশ-তেজস্বীর তেজে বাড়বে মমতার হিন্দি ভোটব্যাংক?

একইদিনে অখিলেশ যাদব ও তেজস্বী যাদবের সমর্থন ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দিভাষী ভোটব্যাংকের পালে কি হাওয়া জোগাবে? এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে রাজনৈতিক মহলে ।

7.দক্ষিণে অস্বস্তির গরম, উত্তরে পূর্বাভাস বৃষ্টির

গত কয়েক দিনে দক্ষিণ বঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেড়েছে । আগামী দু'তিন দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে । এরপরও স্বাভাবিকের থেকে বেশিই থাকবে তাপমাত্রার পারদ । ফলে স্বস্তি ফিরবে না ।

8.সারদাকাণ্ডে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে কুণাল

সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় কুণাল ঘোষ জানান, তিনি তদন্ত সহযোগিতা করবেন ।

9.ইনস্টাগ্রামে 100 মিলিয়ন ফলোয়ারের এলিট তালিকায় প্রথম ক্রিকেটার বিরাট

ইনস্টাগ্রামে 100 মিলিয়ন ফলোয়ারের এলিট তালিকায় বিরাট কোহলি। তিনিই প্রথম ভারতীয় এবং প্রথম ক্রিকেটার যিনি এই তালিকায় ঢুকে পড়লেন। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকারা এই তালিকায় রয়েছেন ।

10.দীপিকার সঙ্গে একটা গোটা দিন কাটাবেন ?

দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটা গোটা দিন কাটানোর সুযোগ কে হাতছাড়া করতে চায় ? নিজেই সেই সুযোগটা করে দিলেন অভিনেত্রী । সামনাসামনি না হলেও, ভার্চুয়ালি তো বটেই !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.