ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - top news

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়
author img

By

Published : Jan 2, 2021, 3:03 PM IST

1. হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউ-তে সৌরভ

আজ জিম করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান তিনি । গতকাল রাতেও বুকে সামান্য ব্যথা অনুভব করেন ।


2. আজকের স্টার্ট আপ আগামী দিনে বহুজাতিক সংস্থায় পরিণত হবে : মোদি

দেশের যুব সমাজই আগামিদিনে ব্র্যান্ড ইন্ডিয়া গড়ে তুলবে বলে মত প্রকাশ করেছেন তিনি। সেই প্রসঙ্গে তিনি দেশে আইআইএম বৃদ্ধি হওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, 2014 সাল পর্যন্ত সারা দেশে 13টি আইআইএম ছিল। এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে 20। এখান থেকে যে প্রতিভারা সামনে আসবে, তাঁরা 'আত্মনির্ভর ভারত' কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবেন।


3. ফের বাংলায় আসছেন অমিত শাহ, 30 জানুয়ারি ঠাকুরনগরে সভা

বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই শান্তনু ঠাকুর অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রথমে ঠাকুরবাড়িতে আসবেন অমিত শাহ। এর পর একজন মতুয়া সম্প্রদায়ের বাড়িতে গৃহসম্পর্ক অভিযানে অংশ নিয়ে দুপুরে খাবেন। তারপর ঠাকুরনগরের মাঠে জনসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


4. দেশজুড়ে বিনামূল্যেই কোরোনার ভ্যাকসিন দেবে সরকার, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, কোরোনা ভ্যাকসিনের সুরক্ষার বিষয়টি নিয়ে কোনওরকম ভুল ধারণা থাকা উচিত নয়। প্রতিটি বিষয়ই ভালোভাবে যাচাই করে নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন পোলিয়ো ভ্যাকসিনের কথাও। তাঁর দাবি, পোলিও ভ্যাকসিন যখন প্রথম দেওয়ার কথা হয়েছিল, তখনও একই ভাবে গুজব ছড়ানো হয়। কিন্তু তা দেওয়া শুরু হওয়ার পর সেই ভুল ধারণা কেটে যায়।


5. দত্তাবাদে কোরোনার প্রতিষেধকের মহড়া

দত্তাবাদ ছাড়াও উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম ও আমডাঙায় কোরোনা ভ্যাকসিনের মহড়া চলছে ।


6. প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং

8 বার লোকসভার সাংসদ হয়েছেন বুটা সিং । ইন্দিরা গান্ধি ও রাজীব গান্ধির ঘনিষ্ঠ ছিলেন । দু'জনেরই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ।


7.জরুরি ক্ষেত্রে কোভিশিল্ড ব্যবহারে ছাড়পত্র বিশেষজ্ঞ কমিটির

6 ডিসেম্বর এসআইআই ড্রাগস কল্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া বা ডিসিজিআইয়ের কাছে অক্সফোর্ডের কোরোনা ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র চেয়ে আবেদন করে ৷


8. বছরের প্রথম দিনে দৈনিক সংক্রমণ কুড়ি হাজারের নিচে

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে 224 জনের মৃত্যু হয়েছে ।


9. কাশ্মীরে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন হলে কলকাতায় কেন না?

"কাশ্মীরে নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন হতে পারলে কলকাতায় কেন হবে না ? কলকাতার পরিস্থিতি কি কাশ্মীরের চেয়ে খারাপ? মানুষ নিজেদের পছন্দের জনপ্রতিনিধি চায়, নির্বাচন চায় ৷ নির্বাচন হলেই ফল সামনে আসবে ৷ তৃণমূলকে হারানোর জন্য আমরা তৈরি ৷" বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷

10. বর্ষশেষে ডিলিট পুরোনো পোস্ট, নতুন বছরের সকালে চমক দীপিকার

ইনস্টাগ্রামে একটি অডিয়ো ডায়েরি প্রকাশ করেন দীপিকা । যেখানে শোনা গিয়েছে তাঁর ভয়েস ওভার । 2020 সালের প্রতি তাঁর চিন্তাভাবনা ও অনুভূতির কথা ওই অডিয়োর মাধ্যমে শেয়ার করেন তিনি ।

1. হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউ-তে সৌরভ

আজ জিম করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান তিনি । গতকাল রাতেও বুকে সামান্য ব্যথা অনুভব করেন ।


2. আজকের স্টার্ট আপ আগামী দিনে বহুজাতিক সংস্থায় পরিণত হবে : মোদি

দেশের যুব সমাজই আগামিদিনে ব্র্যান্ড ইন্ডিয়া গড়ে তুলবে বলে মত প্রকাশ করেছেন তিনি। সেই প্রসঙ্গে তিনি দেশে আইআইএম বৃদ্ধি হওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, 2014 সাল পর্যন্ত সারা দেশে 13টি আইআইএম ছিল। এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে 20। এখান থেকে যে প্রতিভারা সামনে আসবে, তাঁরা 'আত্মনির্ভর ভারত' কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবেন।


3. ফের বাংলায় আসছেন অমিত শাহ, 30 জানুয়ারি ঠাকুরনগরে সভা

বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই শান্তনু ঠাকুর অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রথমে ঠাকুরবাড়িতে আসবেন অমিত শাহ। এর পর একজন মতুয়া সম্প্রদায়ের বাড়িতে গৃহসম্পর্ক অভিযানে অংশ নিয়ে দুপুরে খাবেন। তারপর ঠাকুরনগরের মাঠে জনসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


4. দেশজুড়ে বিনামূল্যেই কোরোনার ভ্যাকসিন দেবে সরকার, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, কোরোনা ভ্যাকসিনের সুরক্ষার বিষয়টি নিয়ে কোনওরকম ভুল ধারণা থাকা উচিত নয়। প্রতিটি বিষয়ই ভালোভাবে যাচাই করে নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন পোলিয়ো ভ্যাকসিনের কথাও। তাঁর দাবি, পোলিও ভ্যাকসিন যখন প্রথম দেওয়ার কথা হয়েছিল, তখনও একই ভাবে গুজব ছড়ানো হয়। কিন্তু তা দেওয়া শুরু হওয়ার পর সেই ভুল ধারণা কেটে যায়।


5. দত্তাবাদে কোরোনার প্রতিষেধকের মহড়া

দত্তাবাদ ছাড়াও উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম ও আমডাঙায় কোরোনা ভ্যাকসিনের মহড়া চলছে ।


6. প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং

8 বার লোকসভার সাংসদ হয়েছেন বুটা সিং । ইন্দিরা গান্ধি ও রাজীব গান্ধির ঘনিষ্ঠ ছিলেন । দু'জনেরই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ।


7.জরুরি ক্ষেত্রে কোভিশিল্ড ব্যবহারে ছাড়পত্র বিশেষজ্ঞ কমিটির

6 ডিসেম্বর এসআইআই ড্রাগস কল্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া বা ডিসিজিআইয়ের কাছে অক্সফোর্ডের কোরোনা ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র চেয়ে আবেদন করে ৷


8. বছরের প্রথম দিনে দৈনিক সংক্রমণ কুড়ি হাজারের নিচে

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে 224 জনের মৃত্যু হয়েছে ।


9. কাশ্মীরে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন হলে কলকাতায় কেন না?

"কাশ্মীরে নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন হতে পারলে কলকাতায় কেন হবে না ? কলকাতার পরিস্থিতি কি কাশ্মীরের চেয়ে খারাপ? মানুষ নিজেদের পছন্দের জনপ্রতিনিধি চায়, নির্বাচন চায় ৷ নির্বাচন হলেই ফল সামনে আসবে ৷ তৃণমূলকে হারানোর জন্য আমরা তৈরি ৷" বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷

10. বর্ষশেষে ডিলিট পুরোনো পোস্ট, নতুন বছরের সকালে চমক দীপিকার

ইনস্টাগ্রামে একটি অডিয়ো ডায়েরি প্রকাশ করেন দীপিকা । যেখানে শোনা গিয়েছে তাঁর ভয়েস ওভার । 2020 সালের প্রতি তাঁর চিন্তাভাবনা ও অনুভূতির কথা ওই অডিয়োর মাধ্যমে শেয়ার করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.