ETV Bharat / bharat

Top News: সকাল 11টা - Awas Yojana

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একজনরে (Top News) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 2, 2023, 11:01 AM IST

1. Rishabh Pant: ক্রমশ সুস্থ হচ্ছেন ঋষভ, আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে পন্ত

পন্তের লিগামেন্টের চিকিৎসা কোথায় করা হবে তা বিসিসিআই-এর উপর নির্ভর করছে । তার আগে ভক্তদের জন্য স্বস্তির খবর । আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হল ঋষভ'কে (Rishabh Pant shifted in Private Ward) ।

2. Awas Yojana: টাকার ভাগ সবাই পায় ! আবাস যোজনার টাকা আত্মসাৎ নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা

আবাস যোজনা এবং তৃণমূল । একাধিক জেলায় শাসক দলের বিরুদ্ধে আবাস যোজনা নিয়ে অনিয়ম করার অভিযোগে উঠেছে ইতিমধ্যেই । প্রতিবাদও শুরু হয়েছে । তারমধ্যেই এবার বিতর্ক বাড়ালেন জোড়াফুল শিবিরের অঞ্চল সভাপতি আনোয়ার সিকদার (TMC Leader remarks regarding Awas Yojana raise controversy) ।

3. Suryanagari Express Derailed: রাজস্থানে লাইনচ্যূত সূর্যনগরী এক্সপ্রেসের আটটি বগি, চালু হেল্পলাইন

লাইনচ্যূত সূর্যনগরী এক্সপ্রেসের আটটি বগি । বান্দ্রা টার্মিনাস থেকে যোধপুরগামী ট্রেনটি সোমবার ভোররাতে দুর্ঘটনার কবলে পড়ে (Suryanagari Express derailed near Pali) । এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর না-পাওয়া গেলেও একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে রেল ।

4. Gunmen Attack in Mexico Prison: মেক্সিকোর জেলে বন্দুকবাজদের হামলা, মৃত 14

মেক্সিকোর জেলে বন্দুকবাজদের হামলায় 14 জনের মৃত্যু (14 Killed in Gunmen Attack on Mexican Border Prison) ৷ স্থানীয় সময় রবিবার সকাল 7টার সময় এই হামলা চালানো হয় ৷

5. Sumitra Sen: অবস্থা সংকটজনক, অসুস্থ সুমিত্রাকে আজ বাড়ি নিয়ে আসছেন দুই মেয়ে

গুরুতর অসুস্থ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন(Veteran Artist Sumitra Sen is Critically ill) ৷ আপাতত তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা করানোরই সিদ্ধান্ত নিয়েছে পরিবার ৷

6. Child Raped: কাকার লালসার শিকার তিন বছরের শিশু, পলাতক অভিযুক্ত

তিন বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত কাকা(Child Raped)৷ ঘটনা জানাজানি হতেই গা ঢাকা দেয় অভিযুক্ত ৷ তার খোঁজে শুরু পুলিশি তল্লাশি ৷

7. Pinarayi Vijayan: আরএসএসকে রুখতে ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিজয়নের

আরএসএসকে রুখতে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সামনের বছর লোকসভা নির্বাচন । তার আগে এই বছর বিধানসভা নির্বাচন হবে দেশের 9টি রাজ্যে। এমনই আবহে কেরলের মুখ্যমন্ত্রীর কথা সবদিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল (Pinarayi Vijayan urged the secular forces to oppose RSS jointly) ।

8. Kolkata Market Price: বছরের দ্বিতীয় দিনে মাংসের চাহিদা তুঙ্গে, চোখ রাখুন বাজারদরে

বছরের প্রথম কাজের দিনেও বাজারে বদল ঘটেনি । কলকাতায় এখনও ঊর্ধ্বমুখী শাক-সবজির দাম (Market Price in Kolkata) । বাজার যাওয়ার আগে চোখ রাখুন বাজারদরে ।

9. Infant Killed: শত্রুতার জের, পাঁচমাসের শিশুকে পিটিয়ে মারল দুষ্কৃতীরা, আহত 5

এমনও হয় ? পরিবারের সঙ্গে বিরোধের জেরে পাঁচমাসের শিশুকন্য়াকে হত্যা করল দুষ্কৃতীরা(Infant Killed)৷ আহত ওই পরিবারেরই আরও 5 সদস্য ৷ বিহারের নালন্দার ঘটনা ৷

10. Koustav Chatterjee: চৌষট্টি খোপে ফের বাজিমাত বাংলার ! দেশের 78তম গ্র্যান্ডমাস্টার হলেন কৌস্তভ

ফের গ্র্যান্ডমাস্টার পেল বাংলা । নয়াদিল্লিতে অনুষ্ঠিত 59তম জাতীয় দাবা প্রতিযোগিতায় এই তাজ মাথায় পড়লেন কৌস্তভ চট্টোপাধ্যায় (Koustav Chatterjee becomes Indias 78th Grandmaster)। দেশের 78তম গ্র্যান্ডমাস্টার হলেন তিনি ।

1. Rishabh Pant: ক্রমশ সুস্থ হচ্ছেন ঋষভ, আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে পন্ত

পন্তের লিগামেন্টের চিকিৎসা কোথায় করা হবে তা বিসিসিআই-এর উপর নির্ভর করছে । তার আগে ভক্তদের জন্য স্বস্তির খবর । আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হল ঋষভ'কে (Rishabh Pant shifted in Private Ward) ।

2. Awas Yojana: টাকার ভাগ সবাই পায় ! আবাস যোজনার টাকা আত্মসাৎ নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা

আবাস যোজনা এবং তৃণমূল । একাধিক জেলায় শাসক দলের বিরুদ্ধে আবাস যোজনা নিয়ে অনিয়ম করার অভিযোগে উঠেছে ইতিমধ্যেই । প্রতিবাদও শুরু হয়েছে । তারমধ্যেই এবার বিতর্ক বাড়ালেন জোড়াফুল শিবিরের অঞ্চল সভাপতি আনোয়ার সিকদার (TMC Leader remarks regarding Awas Yojana raise controversy) ।

3. Suryanagari Express Derailed: রাজস্থানে লাইনচ্যূত সূর্যনগরী এক্সপ্রেসের আটটি বগি, চালু হেল্পলাইন

লাইনচ্যূত সূর্যনগরী এক্সপ্রেসের আটটি বগি । বান্দ্রা টার্মিনাস থেকে যোধপুরগামী ট্রেনটি সোমবার ভোররাতে দুর্ঘটনার কবলে পড়ে (Suryanagari Express derailed near Pali) । এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর না-পাওয়া গেলেও একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে রেল ।

4. Gunmen Attack in Mexico Prison: মেক্সিকোর জেলে বন্দুকবাজদের হামলা, মৃত 14

মেক্সিকোর জেলে বন্দুকবাজদের হামলায় 14 জনের মৃত্যু (14 Killed in Gunmen Attack on Mexican Border Prison) ৷ স্থানীয় সময় রবিবার সকাল 7টার সময় এই হামলা চালানো হয় ৷

5. Sumitra Sen: অবস্থা সংকটজনক, অসুস্থ সুমিত্রাকে আজ বাড়ি নিয়ে আসছেন দুই মেয়ে

গুরুতর অসুস্থ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন(Veteran Artist Sumitra Sen is Critically ill) ৷ আপাতত তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা করানোরই সিদ্ধান্ত নিয়েছে পরিবার ৷

6. Child Raped: কাকার লালসার শিকার তিন বছরের শিশু, পলাতক অভিযুক্ত

তিন বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত কাকা(Child Raped)৷ ঘটনা জানাজানি হতেই গা ঢাকা দেয় অভিযুক্ত ৷ তার খোঁজে শুরু পুলিশি তল্লাশি ৷

7. Pinarayi Vijayan: আরএসএসকে রুখতে ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিজয়নের

আরএসএসকে রুখতে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সামনের বছর লোকসভা নির্বাচন । তার আগে এই বছর বিধানসভা নির্বাচন হবে দেশের 9টি রাজ্যে। এমনই আবহে কেরলের মুখ্যমন্ত্রীর কথা সবদিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল (Pinarayi Vijayan urged the secular forces to oppose RSS jointly) ।

8. Kolkata Market Price: বছরের দ্বিতীয় দিনে মাংসের চাহিদা তুঙ্গে, চোখ রাখুন বাজারদরে

বছরের প্রথম কাজের দিনেও বাজারে বদল ঘটেনি । কলকাতায় এখনও ঊর্ধ্বমুখী শাক-সবজির দাম (Market Price in Kolkata) । বাজার যাওয়ার আগে চোখ রাখুন বাজারদরে ।

9. Infant Killed: শত্রুতার জের, পাঁচমাসের শিশুকে পিটিয়ে মারল দুষ্কৃতীরা, আহত 5

এমনও হয় ? পরিবারের সঙ্গে বিরোধের জেরে পাঁচমাসের শিশুকন্য়াকে হত্যা করল দুষ্কৃতীরা(Infant Killed)৷ আহত ওই পরিবারেরই আরও 5 সদস্য ৷ বিহারের নালন্দার ঘটনা ৷

10. Koustav Chatterjee: চৌষট্টি খোপে ফের বাজিমাত বাংলার ! দেশের 78তম গ্র্যান্ডমাস্টার হলেন কৌস্তভ

ফের গ্র্যান্ডমাস্টার পেল বাংলা । নয়াদিল্লিতে অনুষ্ঠিত 59তম জাতীয় দাবা প্রতিযোগিতায় এই তাজ মাথায় পড়লেন কৌস্তভ চট্টোপাধ্যায় (Koustav Chatterjee becomes Indias 78th Grandmaster)। দেশের 78তম গ্র্যান্ডমাস্টার হলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.