মুখ্যমন্ত্রীকে যে অভিধা দিয়ে এই সম্মান দেওয়া হয়েছে তাকে সত্যের অপলাপ বলে আকাদেমি'র দেওয়া 'অন্নদাশঙ্কর রায় স্মারক সম্মান' ফিরিয়েছেন গবেষক ও সাহিত্যিক রত্না রশীদ বন্দ্যোপাধ্যায় ৷ তারপরেই শাসকদলের নেতা দেবাংশুর কটাক্ষের মুখে পড়লেন তিনি (Debangshu Bhattacharya slams Ratna Rashid Bandopadhyay) ৷
2. Corona Update in India : 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত প্রায় 3 হাজার, দিল্লিতে ফের হাজারের বেশি
করোনা সংক্রমণের গ্রাফ ওঠানামা করছে ৷ কখনও তিন হাজার ছাড়াচ্ছে তো কখনও 2 থেকে 3 হাজারের মধ্যে রয়েছে ৷ গতকাল বিকেলের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী দিল্লিতেও সংক্রমণ ফের হাজার পেরিয়েছে (Corona Update in India) ৷
ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারকে (families of Post poll violence Victims) নিয়ে রাজভবনে গেলেন বিজেপি নেতারা (Governor on Post poll violence)৷ সেখানেই রাজ্যপাল জগদীপ ধনকড় ফের একহাত নিলেন রাজ্য সরকারকে (BJP leaders meet Governor Jagdeep Dhankhar)৷
4. GT vs LSG in IPL 2022 : দুরন্ত শামি-রশিদ, প্রথম দল হিসেবে প্লে-অফে গুজরাত
পঞ্জাব, মুম্বইয়ের কাছে হারের পর ফের জয়ের রাস্তায় ফিরল গুজরাত টাইটান্স ৷ একইসঙ্গে পঞ্চদশ আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল নবাগতরা (Gujarat Titans vs Lucknow Super Giants) ৷
5. Santiniketan News : পুলিশ না সাংবাদিকের গাড়ি ? মালিক-সহ 'পুলিশ' ও 'প্রেস' লেখা চার চাকা আটক
শান্তিনিকেতন থানার পুলিশ একই গাড়িতে 'পুলিশ' ও 'প্রেস'- লেখা বোর্ড লাগানো গাড়ি ও চালক-সহ আটক করে (Police and press written in the same car) ৷ শান্তিনিকেতনের সুভাষপল্লী এলাকায় এমনই একটি গাড়ি দেখা গিয়েছে ৷
বাংলা অ্যাকাডেমি'র এই সিদ্ধান্তের প্রতিবাদে সাহিত্য অ্যাকাডেমি'র বাংলা উপদেষ্টা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন লেখক অনাদিরঞ্জন বন্দ্যোপাধ্যায়ও (Anadiranjan Biswas Resigns from Sahitya Akademi Post) ৷
7. Lawyers Clash : চন্দননগরে আদালতের মধ্যেই দুই আইনজীবীর হাতাহাতি
চন্দননগর আদালতে দুই আইনজীবীর হাতাহাতি ৷ চন্দননগর থানা ও বার অ্যাসোসিয়েশন অভিযোগ দায়ের আইনজীবী অভিজিৎ লায়েকের ৷ ঘটনার পর থেকেই নিখোঁজ আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী (Lawyers Clash at Chandannagore Court) ৷
8. TMC demands Shah's Apology : অর্জুন চৌরাশিয়ার মৃত্যু নিয়ে ক্ষমা চান শাহ, দাবি তৃণমূলের
বিজেপির যুবনেতার মৃত্যু নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল (BJP Leader Death Case) ৷ খুনের অভিযোগ তুলেছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে এখনও পর্যন্ত খুনের কোনও অকাট্য প্রমাণ মেলেনি ৷ তাই এই ইস্যুতে অমিত শাহ ক্ষমা চান, এমনই দাবি তুলল তৃণমূল (TMC demands Amit Shah Apology in BJP Leader Death Case) ৷
9. Chaos in Sri Lanka : হিংসা রুখতে শ্রীলঙ্কায় 'শ্যুট অ্যাট সাইট' ? আশ্বাস দিলেন সেনাপ্রধান
1948-এর পর এই প্রথম চরম সঙ্কটে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটি ৷ সরকার বিরোধী আন্দোলনের চাপের মুখে ইস্তফা দিতে বাধ্য হয়েছে মহিন্দা রাজাপক্ষে ৷ গুজব রটেছে, তিনি নাকি পরিবার সমেত ভারতে পালিয়ে এসেছেন ৷ যদিও এ দাবি খারিজ করেছে ভারতীয় হাই কমিশন ৷ এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া (Chaos in Sri Lanka) ৷
10. Potato Price Hike : আলুর অগ্নিমূল্যে রাশ টানতে যোগী রাজ্যই ভরসা বাংলার
বাংলায় আলুর দাম উর্ধ্বমুখী (Potato price soars in West Bengal) ৷ এই পরিস্থিতিতে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে ৷ আপাতত উত্তরপ্রদেশ থেকে আলু আনার যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, দাম কমার ক্ষেত্রে আপাতত সেটাই ভরসা ৷