ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ৷

top 11
top 11
author img

By

Published : Apr 4, 2021, 11:10 AM IST

1.কয়লা পাচার কাণ্ডে আটক বাঁকুড়া থানার আইসি

ইডি সূত্রের খবর, রাজ্যে কয়লা পাচার কাণ্ডে সরাসরি যুক্ত রয়েছেন বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্র । কয়লা পাচারকারীদের কাছ থেকে টাকা নিয়ে অশোক মিশ্র অন্য পুলিশ আধিকারিকদের কাছে তা পৌঁছে দিতেন । তাছাড়া তিনি কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের আত্মীয় ।

2.মুরারই বিধানসভার প্রার্থী বদল তৃণমূলের

মুরারইতে প্রার্থী বদলের কারণ হিসেবে আগেই আবদুর রহমানের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ আর তৃণমূলের তরফ থেকে প্রার্থী বদলের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতেও সেই একই কারণ উল্লেখ করা হয়েছে । জানানো হয়েছে, 26 মার্চ থেকে করোনা আক্রান্ত হয়ে আবদুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন । তাই সেখানে প্রার্থী বদল করে মোশারফ হোসেনকে প্রার্থী করা হচ্ছে ৷

3.ফের একাধিক পুলিশ অধিকারিককে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের

হুগলি চন্দননগরের ডিসিপি তথাগত বসুকে সরিয়ে তাঁর পদে আনা হয়েছে আইপিএস অফিসার অভিষেক মোদিকে । উল্লেখ্য গোরু পাচারকাণ্ডে সম্প্রতি সিবিআই তলব করে তথাগত বসুকে ৷

4.রাজনৈতিক সভার জন্য কি মোদির ভিভিআইপি বিমান ব্যবহার করা উচিৎ? কমিশনে চিঠি অধীরের

গতকাল মোদির জনসভার জন্য চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন অধীররঞ্জন চৌধুরী ৷ ঘণ্টার পর ঘণ্টা তাঁর গাড়ি আটকে দেওয়ার কারণে তাঁকে পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি বাতিল করতে হয় বলে দাবি ৷ পাশাপাশি, মোদির ভিভিআইপি বিমান ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর ৷

5.নন্দীগ্রামের মতো সিঙ্গুরেও চক্রান্ত হয়েছিল, অভিযোগ সেলিমের

সিঙ্গুরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল কংগ্রেস ৷ আর সেটা সিঙ্গুরের মানুষ ভাল করেই জানেন ৷ তিনি দাবি করেছেন যে সিঙ্গুরের থেকে রাজনৈতিক লাভ নিয়ে তৃণমূল ও মমতা সেখানকার মানুষকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে ৷

6.বারুইপুরে মিমি-নুসরতের যুগলবন্দি

বিমান বন্দোপাধ্যায়ের সমর্থনে শনিবার বিকেলে বারুইপুরের পদ্মপুকুর থেকে রোড শো করেন তৃণমূলের দুই তারকা সাংসদ মিমি ও নুসরত ৷ একটি হুডখোলা জিপে প্রার্থী বিমান বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রোড শো করেন তাঁরা ৷ বারুইপুরের রাসমাঠে শেষ হয় রোড শো ৷

7.বুথে স্যানিটাইজ়ার দেবেন নার্সিংয়ের ছাত্রীরা, নির্দেশ প্রত্যাহারের দাবি

স্বাস্থ্য দফতরের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলা হয় নার্সদের ওই সংগঠনের তরফ থেকে ৷ তাদের মতে, থার্মাল চেক আপ এবং স্যানিটাইজ়ার দেওয়ার কাজ যে কেউ করতে পারেন ৷ এর জন্য কোনও মেডিকেল প্রফেশনাল হওয়ার দরকার পড়ে না ৷ তাহলে এই কাজের জন্য কেন নার্সিংয়ের উচ্চ প্রশিক্ষণরত ছাত্রীদের ব্যবহার করা হবে ৷ সেই বিষয়েই প্রশ্ন করেছে তারা ৷

8.করোনা থেকে সুস্থ হয়ে কেকেআর শিবিরে যোগ দিলেন নীতীশ রানা

করোনা থেকে সুস্থ হয়ে কলকাতা নাইট রাইর্ডাস শিবিরে যোগ দিলেন নীতীশ রানা ৷ কেকেআরের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷

9.করোনার হানা দিল্লি ক্যাপিটালস শিবিরে, কোভিড পজ়িটিভ অক্ষর প্যাটেল

আইপিএল শুরু আগে বড় ধাক্কা দিল্লি ক্যাপিটালস শিবিরে ৷ করোনা আক্রান্ত হলেন দিল্লির অলরাউন্ডার অক্ষর প্যাটেল ৷ তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে ৷ দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজ়ি এই খবর জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে ৷

10.গল্পের মায়াজালে বাঁধা চার নারীর জীবন

ছবিটি চারটি মেয়ের জীবনের ওঠাপড়া, ব্যর্থতা এবং তাদের ভালবাসা কে ঘিরে রয়েছে । তবে জীবনের সব ভালবাসার সম্পর্ক এই পরিণতি হবে এমনটা নয়, এই ছবি সেই গল্পই বলে । ছবিতে এক প্রফেসরের চরিত্র দেখা যাবে অঙ্কিতা চক্রবর্তীকে। এ ছাড়াও এ ছবিতে রয়েছেন সোয়েটার খ্যাত অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়, ঈশিকা দে ও অদ্রিজা রায় ।

1.কয়লা পাচার কাণ্ডে আটক বাঁকুড়া থানার আইসি

ইডি সূত্রের খবর, রাজ্যে কয়লা পাচার কাণ্ডে সরাসরি যুক্ত রয়েছেন বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্র । কয়লা পাচারকারীদের কাছ থেকে টাকা নিয়ে অশোক মিশ্র অন্য পুলিশ আধিকারিকদের কাছে তা পৌঁছে দিতেন । তাছাড়া তিনি কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের আত্মীয় ।

2.মুরারই বিধানসভার প্রার্থী বদল তৃণমূলের

মুরারইতে প্রার্থী বদলের কারণ হিসেবে আগেই আবদুর রহমানের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ আর তৃণমূলের তরফ থেকে প্রার্থী বদলের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতেও সেই একই কারণ উল্লেখ করা হয়েছে । জানানো হয়েছে, 26 মার্চ থেকে করোনা আক্রান্ত হয়ে আবদুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন । তাই সেখানে প্রার্থী বদল করে মোশারফ হোসেনকে প্রার্থী করা হচ্ছে ৷

3.ফের একাধিক পুলিশ অধিকারিককে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের

হুগলি চন্দননগরের ডিসিপি তথাগত বসুকে সরিয়ে তাঁর পদে আনা হয়েছে আইপিএস অফিসার অভিষেক মোদিকে । উল্লেখ্য গোরু পাচারকাণ্ডে সম্প্রতি সিবিআই তলব করে তথাগত বসুকে ৷

4.রাজনৈতিক সভার জন্য কি মোদির ভিভিআইপি বিমান ব্যবহার করা উচিৎ? কমিশনে চিঠি অধীরের

গতকাল মোদির জনসভার জন্য চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন অধীররঞ্জন চৌধুরী ৷ ঘণ্টার পর ঘণ্টা তাঁর গাড়ি আটকে দেওয়ার কারণে তাঁকে পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি বাতিল করতে হয় বলে দাবি ৷ পাশাপাশি, মোদির ভিভিআইপি বিমান ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর ৷

5.নন্দীগ্রামের মতো সিঙ্গুরেও চক্রান্ত হয়েছিল, অভিযোগ সেলিমের

সিঙ্গুরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল কংগ্রেস ৷ আর সেটা সিঙ্গুরের মানুষ ভাল করেই জানেন ৷ তিনি দাবি করেছেন যে সিঙ্গুরের থেকে রাজনৈতিক লাভ নিয়ে তৃণমূল ও মমতা সেখানকার মানুষকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে ৷

6.বারুইপুরে মিমি-নুসরতের যুগলবন্দি

বিমান বন্দোপাধ্যায়ের সমর্থনে শনিবার বিকেলে বারুইপুরের পদ্মপুকুর থেকে রোড শো করেন তৃণমূলের দুই তারকা সাংসদ মিমি ও নুসরত ৷ একটি হুডখোলা জিপে প্রার্থী বিমান বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রোড শো করেন তাঁরা ৷ বারুইপুরের রাসমাঠে শেষ হয় রোড শো ৷

7.বুথে স্যানিটাইজ়ার দেবেন নার্সিংয়ের ছাত্রীরা, নির্দেশ প্রত্যাহারের দাবি

স্বাস্থ্য দফতরের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলা হয় নার্সদের ওই সংগঠনের তরফ থেকে ৷ তাদের মতে, থার্মাল চেক আপ এবং স্যানিটাইজ়ার দেওয়ার কাজ যে কেউ করতে পারেন ৷ এর জন্য কোনও মেডিকেল প্রফেশনাল হওয়ার দরকার পড়ে না ৷ তাহলে এই কাজের জন্য কেন নার্সিংয়ের উচ্চ প্রশিক্ষণরত ছাত্রীদের ব্যবহার করা হবে ৷ সেই বিষয়েই প্রশ্ন করেছে তারা ৷

8.করোনা থেকে সুস্থ হয়ে কেকেআর শিবিরে যোগ দিলেন নীতীশ রানা

করোনা থেকে সুস্থ হয়ে কলকাতা নাইট রাইর্ডাস শিবিরে যোগ দিলেন নীতীশ রানা ৷ কেকেআরের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷

9.করোনার হানা দিল্লি ক্যাপিটালস শিবিরে, কোভিড পজ়িটিভ অক্ষর প্যাটেল

আইপিএল শুরু আগে বড় ধাক্কা দিল্লি ক্যাপিটালস শিবিরে ৷ করোনা আক্রান্ত হলেন দিল্লির অলরাউন্ডার অক্ষর প্যাটেল ৷ তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে ৷ দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজ়ি এই খবর জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে ৷

10.গল্পের মায়াজালে বাঁধা চার নারীর জীবন

ছবিটি চারটি মেয়ের জীবনের ওঠাপড়া, ব্যর্থতা এবং তাদের ভালবাসা কে ঘিরে রয়েছে । তবে জীবনের সব ভালবাসার সম্পর্ক এই পরিণতি হবে এমনটা নয়, এই ছবি সেই গল্পই বলে । ছবিতে এক প্রফেসরের চরিত্র দেখা যাবে অঙ্কিতা চক্রবর্তীকে। এ ছাড়াও এ ছবিতে রয়েছেন সোয়েটার খ্যাত অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়, ঈশিকা দে ও অদ্রিজা রায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.