ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 11 am
টপ নিউজ় @ সকাল 11 টা
author img

By

Published : Feb 12, 2021, 11:17 AM IST

1. জায়গায় জায়গায় টায়ার জ্বালিয়ে, রেল অবরোধ করে বিক্ষোভ বামেদের

বাম ছাত্র যুব-র ডাকা নবান্ন অভিযানে পুলিশের নির্বিচারে লাঠি চালানোর প্রতিবাদে আজ রাজ্যজুড়ে 12 ঘণ্টার বনধ ৷ এই বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস । সকাল 6টা থেকে শুরু হয়েছে বনধ । এখনও পর্যন্ত রাজ্যজুড়ে বনধের মিশ্র প্রভাব পড়েছে ।

2. অধীর-গড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বাম-কংগ্রেসের

মুর্শিদাবাদ জেলার কান্দি বাসস্ট্যান্ড চত্বরে বনধের সমর্থনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল বাম ও কংগ্রেস কর্মীরা । বহরমপুর-সাঁইথিয়া রাজ্যসড়কে অবরোধ করে তারা । যান চলাচল আটকানোর চেষ্টা করা হয় কর্মীদের তরফে । বাসস্ট্যান্ড চত্বরে বন্ধ রয়েছে সমস্ত দোকান । তবে বনধের সমর্থনে মিশ্র প্রভাব রয়েছে কান্দি শহরে। বাস চলাচল সেই অর্থে দেখা না গেলেও, ছোটো গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

3. হাওড়ায় স্বাভাবিক রয়েছে জনজীবন

বামেদের ডাকা 12 ঘণ্টার বাংলা বনধের আপাতত কোনও প্রভাব পড়েনি হাওড়া স্টেশন ও হাওড়া ব্রিজ চত্বরে । অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে ট্যাক্সি ও অন্যান্য যান চলাচল । গতকাল বামেদের নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ চলে ও জলকামান ছোড়ে পুলিশ । কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । তারই প্রতিবাদে আজ বামেরা রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেয় ।

4. পর্যটকদের জন্য 18 ফেব্রুয়ারি থেকে খুলছে রামোজি ফিল্ম সিটি

কোভিড-19 বিধি মেনে বিনোদন অঞ্চল জুড়ে স্বাস্থ্যকর ও সমস্ত সুরক্ষা প্রোটোকল স্থাপন করা হয়েছে । প্রতিটি এলাকা নিয়মিতভাবে জীবাণুমুক্ত করা হচ্ছে ৷ সুরক্ষা পদ্ধতিতে প্রশিক্ষিত কর্মীরা পর্যটকদের গাইড করার জন্য রয়েছে।

5. আজ বামেদের ডাকা বনধে বাড়তি নজরদারি লালবাজারের

বনধ মোকাবিলার জন্য মোট 1500 পুলিশকর্মীকে ইতিমধ্যেই নিযুক্ত করা হয়েছে । অবস্থা বুঝে বাহিনী বাড়ানো হতে পারে । কোনও যানবাহনের যাতে ক্ষতি না হয় তার জন্য সজাগ থাকবে পুলিশ ।

6. বামেদের ডাকা 12 ঘণ্টা বনধে সুনসান রায়গঞ্জ

বামপন্থী ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে পুলিশি হামলার প্রতিবাদে বামফ্রন্টের ডাকা 12 ঘণ্টার বাংলা বনধে উত্তর দিনাজপুর জেলায় প্রভাব পড়েছে সর্বত্র । কয়েকটি সরকারি বাস চললেও সমস্ত যানবাহন পরিষেবাই ছিল বন্ধ । খোলেনি দোকানপাট বা হাট বাজার । বামফ্রন্টের ডাকা বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস ।

7. আজ থেকে শান্তিনিকেতনে "সিকিম উৎসব"

কোরোনার দাপট কমেছে । ফের উৎসবে ফিরছে শান্তিনিকেতন । আজ থেকে শান্তিনিকেতনের সৃজনীতে শুরু হতে চলেছে তিন দিনের সিকিম উৎসব ।

8. দাপট কমছে কোরোনার

কোরোনার টিকাকরণ শুরু হয়ে গিয়েছে । এখনও পর্যন্ত মোট 75 লাখ 5 হাজার 10 জনকে টিকা দেওয়া হয়েছে ।

9. যন্ত্রণা থেকে মগজাস্ত্র ; ছয় ক্রিকেটারের 6 গল্প

শুধু ব্যাটে-বলের লড়াই নয় । ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে ক্রিকেট একটা ধর্মও । আর খেলোয়াড়রা যেন ঈশ্বর । তাই, ভারত হারলে কান্নায় ভেঙে পড়েন তাঁরা । আবার জয়ের আনন্দে আত্মহারা হয়ে যান । শুধু ক্রিকেটপ্রেমীরাই কি ক্রিকেটের জন্য এমন পাগল । তা বোধহয় নয় । ক্রিকেটই ধ্যানজ্ঞান ভারতীয় ক্রিকেটারদের এমন অনেক কাহিনি আছে... যা জানলে তাঁদের প্রতি শ্রদ্ধা আরও বাড়বে...

10. মোদি ছাড়া সমস্ত অভিনেতাকে নিয়েই সমস্যা কঙ্গনার, তোপ 'নাসিরুদ্দিন'এর

কঙ্গনা রানাওয়াতের সঙ্গে নাসিরুদ্দিন শাহের আদর্শগত বিভেদ রয়েছে, একথা সবাই জানেন । আর এই বিভেদের সুযোগ নিয়েই সোশাল মিডিয়ার মঞ্চে আগমন নকল নাসিরুদ্দিনের । ভাবছেন কী ব্যাপার ? বিশ্লেষণ করা যাক..

1. জায়গায় জায়গায় টায়ার জ্বালিয়ে, রেল অবরোধ করে বিক্ষোভ বামেদের

বাম ছাত্র যুব-র ডাকা নবান্ন অভিযানে পুলিশের নির্বিচারে লাঠি চালানোর প্রতিবাদে আজ রাজ্যজুড়ে 12 ঘণ্টার বনধ ৷ এই বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস । সকাল 6টা থেকে শুরু হয়েছে বনধ । এখনও পর্যন্ত রাজ্যজুড়ে বনধের মিশ্র প্রভাব পড়েছে ।

2. অধীর-গড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বাম-কংগ্রেসের

মুর্শিদাবাদ জেলার কান্দি বাসস্ট্যান্ড চত্বরে বনধের সমর্থনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল বাম ও কংগ্রেস কর্মীরা । বহরমপুর-সাঁইথিয়া রাজ্যসড়কে অবরোধ করে তারা । যান চলাচল আটকানোর চেষ্টা করা হয় কর্মীদের তরফে । বাসস্ট্যান্ড চত্বরে বন্ধ রয়েছে সমস্ত দোকান । তবে বনধের সমর্থনে মিশ্র প্রভাব রয়েছে কান্দি শহরে। বাস চলাচল সেই অর্থে দেখা না গেলেও, ছোটো গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

3. হাওড়ায় স্বাভাবিক রয়েছে জনজীবন

বামেদের ডাকা 12 ঘণ্টার বাংলা বনধের আপাতত কোনও প্রভাব পড়েনি হাওড়া স্টেশন ও হাওড়া ব্রিজ চত্বরে । অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে ট্যাক্সি ও অন্যান্য যান চলাচল । গতকাল বামেদের নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ চলে ও জলকামান ছোড়ে পুলিশ । কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । তারই প্রতিবাদে আজ বামেরা রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেয় ।

4. পর্যটকদের জন্য 18 ফেব্রুয়ারি থেকে খুলছে রামোজি ফিল্ম সিটি

কোভিড-19 বিধি মেনে বিনোদন অঞ্চল জুড়ে স্বাস্থ্যকর ও সমস্ত সুরক্ষা প্রোটোকল স্থাপন করা হয়েছে । প্রতিটি এলাকা নিয়মিতভাবে জীবাণুমুক্ত করা হচ্ছে ৷ সুরক্ষা পদ্ধতিতে প্রশিক্ষিত কর্মীরা পর্যটকদের গাইড করার জন্য রয়েছে।

5. আজ বামেদের ডাকা বনধে বাড়তি নজরদারি লালবাজারের

বনধ মোকাবিলার জন্য মোট 1500 পুলিশকর্মীকে ইতিমধ্যেই নিযুক্ত করা হয়েছে । অবস্থা বুঝে বাহিনী বাড়ানো হতে পারে । কোনও যানবাহনের যাতে ক্ষতি না হয় তার জন্য সজাগ থাকবে পুলিশ ।

6. বামেদের ডাকা 12 ঘণ্টা বনধে সুনসান রায়গঞ্জ

বামপন্থী ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে পুলিশি হামলার প্রতিবাদে বামফ্রন্টের ডাকা 12 ঘণ্টার বাংলা বনধে উত্তর দিনাজপুর জেলায় প্রভাব পড়েছে সর্বত্র । কয়েকটি সরকারি বাস চললেও সমস্ত যানবাহন পরিষেবাই ছিল বন্ধ । খোলেনি দোকানপাট বা হাট বাজার । বামফ্রন্টের ডাকা বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস ।

7. আজ থেকে শান্তিনিকেতনে "সিকিম উৎসব"

কোরোনার দাপট কমেছে । ফের উৎসবে ফিরছে শান্তিনিকেতন । আজ থেকে শান্তিনিকেতনের সৃজনীতে শুরু হতে চলেছে তিন দিনের সিকিম উৎসব ।

8. দাপট কমছে কোরোনার

কোরোনার টিকাকরণ শুরু হয়ে গিয়েছে । এখনও পর্যন্ত মোট 75 লাখ 5 হাজার 10 জনকে টিকা দেওয়া হয়েছে ।

9. যন্ত্রণা থেকে মগজাস্ত্র ; ছয় ক্রিকেটারের 6 গল্প

শুধু ব্যাটে-বলের লড়াই নয় । ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে ক্রিকেট একটা ধর্মও । আর খেলোয়াড়রা যেন ঈশ্বর । তাই, ভারত হারলে কান্নায় ভেঙে পড়েন তাঁরা । আবার জয়ের আনন্দে আত্মহারা হয়ে যান । শুধু ক্রিকেটপ্রেমীরাই কি ক্রিকেটের জন্য এমন পাগল । তা বোধহয় নয় । ক্রিকেটই ধ্যানজ্ঞান ভারতীয় ক্রিকেটারদের এমন অনেক কাহিনি আছে... যা জানলে তাঁদের প্রতি শ্রদ্ধা আরও বাড়বে...

10. মোদি ছাড়া সমস্ত অভিনেতাকে নিয়েই সমস্যা কঙ্গনার, তোপ 'নাসিরুদ্দিন'এর

কঙ্গনা রানাওয়াতের সঙ্গে নাসিরুদ্দিন শাহের আদর্শগত বিভেদ রয়েছে, একথা সবাই জানেন । আর এই বিভেদের সুযোগ নিয়েই সোশাল মিডিয়ার মঞ্চে আগমন নকল নাসিরুদ্দিনের । ভাবছেন কী ব্যাপার ? বিশ্লেষণ করা যাক..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.