ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1টা - TOP NEWS @ 1 PM

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @ 1 PM
টপ নিউজ় @ দুপুর 1টা
author img

By

Published : Sep 5, 2021, 1:04 PM IST

1. Tokyo paralympics 2020 : ব্যাডমিন্টনে সোনা জিতলেন কৃষ্ণ নাগার

প্যারা অলিম্পিকসে পুরুষদের সিঙ্গল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সোনা জিতলেন রাজস্থানের জয়পুরের কৃষ্ণ নাগার ৷ তাঁর জয়ে উচ্ছ্বসিত পরিবার ৷

2. Javed Akhtar Row : আরএসএস-তালিবান নিয়ে জাভেদ আখতারের মন্তব্য়ে বিতর্ক, হুমকি বিজেপি বিধায়কের

তালিবানের সঙ্গে ভারতের আরএসএস সংগঠনের তুলনা করে বিতর্ক তৈরি করেছেন বলিউডের জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার ৷ বিজেপি বিধায়ক রাম কদম প্রশ্ন করেছেন, দেশটা যদি তালিবান আদর্শেই চলত, তাহলে কি জাভেদ এমন মন্তব্য করতে পারতেন ?

3. Nipah Virus : কেরালায় নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যু বালকের

কেরালায় নিপা ভাইরাসের (Nipha Virus- NiV) সংক্রমণে এক বালকের মৃত্যু হল ৷ কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল সে ৷ এদিন সকালে হাসপাতালেই মৃত্যু হয় তার ৷

4. BJP : দলবদলের হাওয়ায় কি উত্তরবঙ্গে ধাক্কা খাবে বিজেপি ?

বিধায়কদের দলবদলের জেরে আপাতত জেরবার গেরুয়া শিবির ৷ এরাজ্যে উত্তরবঙ্গ দিয়ে নিজেদের বিস্তার শুরু করে বিজেপি ৷ সেখানে কয়েকজনের দলবদল প্রভাব ফেলতে পারবে না বলে দাবি পদ্ম শিবিরের নেতাদের ৷ তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলবদলের ফলে শক্তি বৃদ্ধি হওয়া কোনও রাজনৈতিক দলের প্রকৃত মূল্যায়ন সম্ভব নয় ৷ প্রতিবেদনটি লিখেছেন ইটিভি ভারতের প্রতিনিধি সুরজিৎ দত্ত ৷

5. Corona in India : আজও 42 হাজারের ঘরে দৈনিক সংক্রমণ

গতকাল শনিবার আর আজ রবিবার মিলিয়ে প্রায় ছুটির দুটো দিনে কাছাকাছি রইল দেশে নতুন সংক্রমণের সংখ্যা ৷ কেরালায় সংক্রমণের খুব একটা হেরফের হয়নি ৷

6. Ghost Hunter : ট্রাফিক গার্ডে অশরীরীর ছায়া, ভূত-গোয়েন্দাদের দ্বারস্থ কলকাতা পুলিশ

যে বহুতলে জোড়াবাগান ট্রাফিক গার্ডের কার্যালয় রয়েছে, ভূতুড়ে বাড়ি হিসাবে দুর্নাম রয়েছে তার ৷ তার পিছনে সত্যাসত্য কতটা, তা জানতেই ‘ডিটেক্টিভস অফ সুপারন্যাচব়্যাল’-এর দ্বারস্থ হয়েছিল কলকাতা পুলিশ ৷ ‘ভূত-গোয়েন্দা’দের দাবি, পুরনো বাড়ি হওয়ায় জোড়াবাগান ট্রাফিক গার্ডের ভিতরটা অত্যন্ত স্যাঁতস্যাঁতে ৷ ফলে ভিতরে বিভিন্ন ধরনের গ্যাসের উপস্থিতি রয়েছে ৷ এছাড়া, বহুতলের উপরেই রয়েছে একটা মোবাইল টাওয়ার ৷ যার থেকে চুম্বকীয় ক্ষেত্র তৈরি হচ্ছে ৷ এই দুইয়ের ফলেই সম্ভবত স্লিপ ডিসঅর্ডারে ভুগছেন পুলিশের কর্মীদের কেউ কেউ ৷ তার ফলেই এমন অনেক কিছু তাঁরা অনুভব করছেন, যা আদতে ঘটছে না ৷

7. PM Modi : বাইডেন-জনসনদের পিছনে ফেলে গ্রহণযোগ্যতায় শীর্ষে মোদি

গ্রহণযোগ্যতার বিচারে বিশ্বের রাষ্ট্রনেতাদের মধ্য শীর্ষস্থান পেলেন নরেন্দ্র মোদি ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর অ্যঞ্জেলা মার্কেল, অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডু এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী রবিস জনসনকে পিছনে ফেলে দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী ৷

8. Indians Trapped in Cyprus : সাইপ্রাসে আটকে স্বামী, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর আর্তি

সাইপ্রাসের একটি বন্দরে জাহাজে আটকে পড়েছেন কয়েকজন ভারতীয় ৷ তাঁদের মধ্যেই এক ব্যক্তির স্ত্রী সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ তাতে তিনি সাইপ্রাসে আটকে পড়া তাঁর স্বামী-সহ আরও 10 জনের উদ্ধারের জন্য কাতর আর্তি জানিয়েছেন ৷ উদয়পুরের ওই মহিলার ভিডিয়ো পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ৷

9. Taliban and Panjshir : পঞ্জশিরে খতম 600 তালিবানি, দাবি প্রতিরোধ বাহিনীর

চলছে লড়াই ৷ পঞ্জশির প্রদেশে তালিবান প্রবেশ আটকাতে নানা কৌশলে লড়াই চালিয়ে যাচ্ছে আহমদ মাসুদের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (National Resistance Front) ৷ অন্যদিকে, তালিবানের দাবি তারা পঞ্জশিরের রাজধানী বাজারাক দখল করে ফেলেছে ৷

10. Tokyo paralympics 2020 : ব্যাডমিন্টনে রুপো জয় নয়ডার জেলাশাসক সুহাসের

ব্যাডমিন্টন পুরুষ সিঙ্গল এসএল ফোরের ফাইনালে হেরে রুপো জিতলেন নয়ডার জেলাশাসক সুহাস যথিরাজ ৷ এগিয়ে থেকেও পিছিয়ে পড়েন তিনি ৷ তিনি পরাজিত হন ফ্রান্সের লুকাস মাজুরের কাছে ৷

1. Tokyo paralympics 2020 : ব্যাডমিন্টনে সোনা জিতলেন কৃষ্ণ নাগার

প্যারা অলিম্পিকসে পুরুষদের সিঙ্গল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সোনা জিতলেন রাজস্থানের জয়পুরের কৃষ্ণ নাগার ৷ তাঁর জয়ে উচ্ছ্বসিত পরিবার ৷

2. Javed Akhtar Row : আরএসএস-তালিবান নিয়ে জাভেদ আখতারের মন্তব্য়ে বিতর্ক, হুমকি বিজেপি বিধায়কের

তালিবানের সঙ্গে ভারতের আরএসএস সংগঠনের তুলনা করে বিতর্ক তৈরি করেছেন বলিউডের জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার ৷ বিজেপি বিধায়ক রাম কদম প্রশ্ন করেছেন, দেশটা যদি তালিবান আদর্শেই চলত, তাহলে কি জাভেদ এমন মন্তব্য করতে পারতেন ?

3. Nipah Virus : কেরালায় নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যু বালকের

কেরালায় নিপা ভাইরাসের (Nipha Virus- NiV) সংক্রমণে এক বালকের মৃত্যু হল ৷ কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল সে ৷ এদিন সকালে হাসপাতালেই মৃত্যু হয় তার ৷

4. BJP : দলবদলের হাওয়ায় কি উত্তরবঙ্গে ধাক্কা খাবে বিজেপি ?

বিধায়কদের দলবদলের জেরে আপাতত জেরবার গেরুয়া শিবির ৷ এরাজ্যে উত্তরবঙ্গ দিয়ে নিজেদের বিস্তার শুরু করে বিজেপি ৷ সেখানে কয়েকজনের দলবদল প্রভাব ফেলতে পারবে না বলে দাবি পদ্ম শিবিরের নেতাদের ৷ তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলবদলের ফলে শক্তি বৃদ্ধি হওয়া কোনও রাজনৈতিক দলের প্রকৃত মূল্যায়ন সম্ভব নয় ৷ প্রতিবেদনটি লিখেছেন ইটিভি ভারতের প্রতিনিধি সুরজিৎ দত্ত ৷

5. Corona in India : আজও 42 হাজারের ঘরে দৈনিক সংক্রমণ

গতকাল শনিবার আর আজ রবিবার মিলিয়ে প্রায় ছুটির দুটো দিনে কাছাকাছি রইল দেশে নতুন সংক্রমণের সংখ্যা ৷ কেরালায় সংক্রমণের খুব একটা হেরফের হয়নি ৷

6. Ghost Hunter : ট্রাফিক গার্ডে অশরীরীর ছায়া, ভূত-গোয়েন্দাদের দ্বারস্থ কলকাতা পুলিশ

যে বহুতলে জোড়াবাগান ট্রাফিক গার্ডের কার্যালয় রয়েছে, ভূতুড়ে বাড়ি হিসাবে দুর্নাম রয়েছে তার ৷ তার পিছনে সত্যাসত্য কতটা, তা জানতেই ‘ডিটেক্টিভস অফ সুপারন্যাচব়্যাল’-এর দ্বারস্থ হয়েছিল কলকাতা পুলিশ ৷ ‘ভূত-গোয়েন্দা’দের দাবি, পুরনো বাড়ি হওয়ায় জোড়াবাগান ট্রাফিক গার্ডের ভিতরটা অত্যন্ত স্যাঁতস্যাঁতে ৷ ফলে ভিতরে বিভিন্ন ধরনের গ্যাসের উপস্থিতি রয়েছে ৷ এছাড়া, বহুতলের উপরেই রয়েছে একটা মোবাইল টাওয়ার ৷ যার থেকে চুম্বকীয় ক্ষেত্র তৈরি হচ্ছে ৷ এই দুইয়ের ফলেই সম্ভবত স্লিপ ডিসঅর্ডারে ভুগছেন পুলিশের কর্মীদের কেউ কেউ ৷ তার ফলেই এমন অনেক কিছু তাঁরা অনুভব করছেন, যা আদতে ঘটছে না ৷

7. PM Modi : বাইডেন-জনসনদের পিছনে ফেলে গ্রহণযোগ্যতায় শীর্ষে মোদি

গ্রহণযোগ্যতার বিচারে বিশ্বের রাষ্ট্রনেতাদের মধ্য শীর্ষস্থান পেলেন নরেন্দ্র মোদি ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর অ্যঞ্জেলা মার্কেল, অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডু এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী রবিস জনসনকে পিছনে ফেলে দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী ৷

8. Indians Trapped in Cyprus : সাইপ্রাসে আটকে স্বামী, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর আর্তি

সাইপ্রাসের একটি বন্দরে জাহাজে আটকে পড়েছেন কয়েকজন ভারতীয় ৷ তাঁদের মধ্যেই এক ব্যক্তির স্ত্রী সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ তাতে তিনি সাইপ্রাসে আটকে পড়া তাঁর স্বামী-সহ আরও 10 জনের উদ্ধারের জন্য কাতর আর্তি জানিয়েছেন ৷ উদয়পুরের ওই মহিলার ভিডিয়ো পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ৷

9. Taliban and Panjshir : পঞ্জশিরে খতম 600 তালিবানি, দাবি প্রতিরোধ বাহিনীর

চলছে লড়াই ৷ পঞ্জশির প্রদেশে তালিবান প্রবেশ আটকাতে নানা কৌশলে লড়াই চালিয়ে যাচ্ছে আহমদ মাসুদের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (National Resistance Front) ৷ অন্যদিকে, তালিবানের দাবি তারা পঞ্জশিরের রাজধানী বাজারাক দখল করে ফেলেছে ৷

10. Tokyo paralympics 2020 : ব্যাডমিন্টনে রুপো জয় নয়ডার জেলাশাসক সুহাসের

ব্যাডমিন্টন পুরুষ সিঙ্গল এসএল ফোরের ফাইনালে হেরে রুপো জিতলেন নয়ডার জেলাশাসক সুহাস যথিরাজ ৷ এগিয়ে থেকেও পিছিয়ে পড়েন তিনি ৷ তিনি পরাজিত হন ফ্রান্সের লুকাস মাজুরের কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.