ETV Bharat / bharat

''টুলকিট'' মামলায় দিশার গ্রেপ্তারিতে নিন্দার ঝড়, ঘরে-বাইরে তোপের মুখে কেন্দ্র - দিশা রবি

টুলকিট মামলায় 22 বছরের পরিবেশকর্মী দিশা রবির গ্রেপ্তারি সম্পূর্ণ নিষ্ঠুর কাজ। এই অভিযোগে ঘরে-বাইরে তোপের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। রাজনীতি, শিক্ষাবিদ, কবি-সহ নানা ক্ষেত্রের মানুষ এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।

'Toolkit' case: Activist Disha Ravi's Arrest Triggers Outrage
''টুলকিট'' মামলায় দিশার গ্রেপ্তারিতে নিন্দার ঝড়
author img

By

Published : Feb 15, 2021, 9:15 AM IST

Updated : Feb 15, 2021, 9:40 AM IST

দিল্লি, 15 ফেব্রুয়ারি: টুলকিট মামলায় 22 বছরের পরিবেশকর্মী দিশা রবির গ্রেপ্তারিকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে। কৃষক আন্দোলন বিরোধী সরকারি নির্দেশেই পুলিশ ওই তরুণীকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ তুলে এর বিরুদ্ধে সরব হয়েছেন রাজনীতিক, শিক্ষাবিদ, কবি, সমাজকর্মী-সহ দেশের বিভিন্ন অংশের মানুষজন।

এই গ্রেপ্তারিকে 'সম্পূর্ণ নিষ্ঠুর' কাজ বলে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তিনি দিশা রবির পাশে আছেন বলে জানিয়েছেন। দিশার গ্রেপ্তারির বিরুদ্ধে সরব হয়েছেন শশী থারুর, পি চিদম্বরম, প্রিয়াঙ্কা চতুর্বেদী, আনন্দ শর্মা-সহ আরও অনেকে।

তরুণী সমাজকর্মীর গ্রেপ্তারির প্রতিবাদে বেঙ্গালুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান বহু ছাত্র ও সমাজকর্মী। দিশার মুক্তির দাবিতে পুলিশকে চারাগাছ উপহার দেন আন্দোলনকারীরা। দিল্লি সংখ্যালঘু কমিশনের প্রাক্তন সদস্য এসি মাইকেল, গায়িকা টিএম কৃষ্ণা, অরুন্ধতী ঘোষ-সহ নানা বিশিষ্ট ব্যক্তি দিশার মুক্তির দাবিতে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছেন। সেখানে লেখা আছে, ''দিল্লি পুলিশের কাজ অশুভ, কারণ 21 বছরের সমাজকর্মীকে বেঙ্গালুরু থেকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। তবে কোথায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে কারওকে এমনকী তাঁর বাবা-মাকেও কিছু জানানো হয়নি। আইন না-মেনে কোনও ব্যক্তির প্রতি এমন আচরণ সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন ছাড়া আর কিছুই নয়। এটা সাংবিধানিক নীতি লঙ্ঘন।''

  • Indian officials have arrested another young female activist, 21 yo Disha Ravi, because she posted a social media toolkit on how to support the farmers' protest. Read this thread about the sequence of events and ask why activists are being targeted and silenced by the government. https://t.co/ycUgDEqwdF

    — Meena Harris (@meenaharris) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু দেশের মধ্যেই নয়, দিশার গ্রেপ্তারির খবর নিয়ে তোলপাড় অ্যামেরিকাতেও। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইঝি মীনা হ্যারিস এই নিয়ে সরব হয়েছেন। তিনি টুইটে লিখেছেন, ''ভারতীয় আধিকারিকরা আরও একজন যুবা সমাজকর্মী 21 বছরের দিশা রবিকে গ্রেপ্তার করেছে। কারণ কীভাবে কৃষকদের পাশে দাঁড়াতে হবে তা জানিয়ে তিনি একটি সোশ্যাল মিডিয়া টুলকিট পোস্ট করেছিলেন। এই থ্রেডে ঘটনাক্রম পড়ুন আর প্রশ্ন করুন যে কেন সরকার সমাজকর্মীদের নিশানা করছে ও চুপ করিয়ে দিচ্ছে?''

  • A ‘took kit’ to support the farmers’ protest is more dangerous than the intrusion by Chinese troops into Indian territory!

    India is becoming the theatre of the absurd and it is sad that the Delhi Police has become a tool of the oppressors

    — P. Chidambaram (@PChidambaram_IN) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: গ্রেটা থুনবার্গ ''টুলকিট'' মামলায় বেঙ্গালুরুতে গ্রেপ্তার 21-এর সমাজকর্মী

''টুলকিট'' কাণ্ডে রবিবার বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় দিশাকে। কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানাতে টুইটারে সেই ''টুলকিট'' শেয়ার করেছিলেন সমাজকর্মী গ্রেটা থুনবার্গ ও আরও কয়েকজন। একটি খালিস্তানি দল সেটি প্রস্তুত করেছে বলে দাবি দিল্লি পুলিশের। ধৃত তরুণী বেঙ্গালুরুর শীর্ষ মহিলা কলেজ মাউন্ট কারমেলের ছাত্রী। সুইডিশ সমাজকর্মী গ্রেটা থুনবার্গ টুলকিটটি টুইটারে শেয়ার করার পর 4 ফেব্রুয়ারি তা নিয়ে একটি মামলা দায়ের করে দিল্লি পুলিশ। সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল ও হিংসার ঘটনাকে আন্তর্জাতিক মহলের সামনে তুলে এনেছিল গ্রেটার টুইট। দিল্লি পুলিশের দাবি, সাধারণতন্ত্র দিবসের আগে থেকেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখা গিয়েছে ওই টুলকিট। এর থেকেই বোঝা যায়, 26 জানুয়ারির ঘটনার পেছনে ষড়যন্ত্র ছিল।

  • Modi regime thinks by arresting a grand daughter of farmers, under Sedition, it can weaken the farmers’ struggles.
    In fact, it will awaken the youth of the country and strengthen the struggles for democracy. #DishaRavihttps://t.co/xRIK1BrU9s

    — Sitaram Yechury (@SitaramYechury) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 15 ফেব্রুয়ারি: টুলকিট মামলায় 22 বছরের পরিবেশকর্মী দিশা রবির গ্রেপ্তারিকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে। কৃষক আন্দোলন বিরোধী সরকারি নির্দেশেই পুলিশ ওই তরুণীকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ তুলে এর বিরুদ্ধে সরব হয়েছেন রাজনীতিক, শিক্ষাবিদ, কবি, সমাজকর্মী-সহ দেশের বিভিন্ন অংশের মানুষজন।

এই গ্রেপ্তারিকে 'সম্পূর্ণ নিষ্ঠুর' কাজ বলে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তিনি দিশা রবির পাশে আছেন বলে জানিয়েছেন। দিশার গ্রেপ্তারির বিরুদ্ধে সরব হয়েছেন শশী থারুর, পি চিদম্বরম, প্রিয়াঙ্কা চতুর্বেদী, আনন্দ শর্মা-সহ আরও অনেকে।

তরুণী সমাজকর্মীর গ্রেপ্তারির প্রতিবাদে বেঙ্গালুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান বহু ছাত্র ও সমাজকর্মী। দিশার মুক্তির দাবিতে পুলিশকে চারাগাছ উপহার দেন আন্দোলনকারীরা। দিল্লি সংখ্যালঘু কমিশনের প্রাক্তন সদস্য এসি মাইকেল, গায়িকা টিএম কৃষ্ণা, অরুন্ধতী ঘোষ-সহ নানা বিশিষ্ট ব্যক্তি দিশার মুক্তির দাবিতে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছেন। সেখানে লেখা আছে, ''দিল্লি পুলিশের কাজ অশুভ, কারণ 21 বছরের সমাজকর্মীকে বেঙ্গালুরু থেকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। তবে কোথায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে কারওকে এমনকী তাঁর বাবা-মাকেও কিছু জানানো হয়নি। আইন না-মেনে কোনও ব্যক্তির প্রতি এমন আচরণ সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন ছাড়া আর কিছুই নয়। এটা সাংবিধানিক নীতি লঙ্ঘন।''

  • Indian officials have arrested another young female activist, 21 yo Disha Ravi, because she posted a social media toolkit on how to support the farmers' protest. Read this thread about the sequence of events and ask why activists are being targeted and silenced by the government. https://t.co/ycUgDEqwdF

    — Meena Harris (@meenaharris) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু দেশের মধ্যেই নয়, দিশার গ্রেপ্তারির খবর নিয়ে তোলপাড় অ্যামেরিকাতেও। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইঝি মীনা হ্যারিস এই নিয়ে সরব হয়েছেন। তিনি টুইটে লিখেছেন, ''ভারতীয় আধিকারিকরা আরও একজন যুবা সমাজকর্মী 21 বছরের দিশা রবিকে গ্রেপ্তার করেছে। কারণ কীভাবে কৃষকদের পাশে দাঁড়াতে হবে তা জানিয়ে তিনি একটি সোশ্যাল মিডিয়া টুলকিট পোস্ট করেছিলেন। এই থ্রেডে ঘটনাক্রম পড়ুন আর প্রশ্ন করুন যে কেন সরকার সমাজকর্মীদের নিশানা করছে ও চুপ করিয়ে দিচ্ছে?''

  • A ‘took kit’ to support the farmers’ protest is more dangerous than the intrusion by Chinese troops into Indian territory!

    India is becoming the theatre of the absurd and it is sad that the Delhi Police has become a tool of the oppressors

    — P. Chidambaram (@PChidambaram_IN) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: গ্রেটা থুনবার্গ ''টুলকিট'' মামলায় বেঙ্গালুরুতে গ্রেপ্তার 21-এর সমাজকর্মী

''টুলকিট'' কাণ্ডে রবিবার বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় দিশাকে। কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানাতে টুইটারে সেই ''টুলকিট'' শেয়ার করেছিলেন সমাজকর্মী গ্রেটা থুনবার্গ ও আরও কয়েকজন। একটি খালিস্তানি দল সেটি প্রস্তুত করেছে বলে দাবি দিল্লি পুলিশের। ধৃত তরুণী বেঙ্গালুরুর শীর্ষ মহিলা কলেজ মাউন্ট কারমেলের ছাত্রী। সুইডিশ সমাজকর্মী গ্রেটা থুনবার্গ টুলকিটটি টুইটারে শেয়ার করার পর 4 ফেব্রুয়ারি তা নিয়ে একটি মামলা দায়ের করে দিল্লি পুলিশ। সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল ও হিংসার ঘটনাকে আন্তর্জাতিক মহলের সামনে তুলে এনেছিল গ্রেটার টুইট। দিল্লি পুলিশের দাবি, সাধারণতন্ত্র দিবসের আগে থেকেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখা গিয়েছে ওই টুলকিট। এর থেকেই বোঝা যায়, 26 জানুয়ারির ঘটনার পেছনে ষড়যন্ত্র ছিল।

  • Modi regime thinks by arresting a grand daughter of farmers, under Sedition, it can weaken the farmers’ struggles.
    In fact, it will awaken the youth of the country and strengthen the struggles for democracy. #DishaRavihttps://t.co/xRIK1BrU9s

    — Sitaram Yechury (@SitaramYechury) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Feb 15, 2021, 9:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.