হায়দরাবাদ, 15 নভেম্বর: দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন ঘট্টামানেনি শিবরাম কৃষ্ণামূর্তি । সম্প্রতি অসুস্থতা বাড়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন, দেওয়া হয়েছিল ভেন্টিলেটরে । শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তেলেগু সিনেদুনিয়ার সুপারস্টার কৃষ্ণা । চিকিৎসাধীন অবস্থাতেই মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা মহেশ বাবু'র বাবা (Superstar Krishna Passes away ) ।
জনপ্রিয় এই অভিনেতা, পরিচালক-প্রযোজক ছিলেন তেলেগু সিনেমার মায়েস্ত্রো । পাঁচ দশকের কেরিয়ারে, তিনি বিভিন্ন চরিত্রে 350টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন । 2009 সালে, কেন্দ্রীয় সরকার ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য তাঁকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করে । 2008 সালে অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডক্টরেট ছাড়াও ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (সাউথ) পান তিনি (Super Star Krishna died) ।
আরও পড়ুন: সিনে দুনিয়ায় ফের নক্ষত্রপতন, প্রয়াত তরুণ মজুমদার
বেশ কিছুদিন ধরেই স্বাস্থ্যজনিত সমস্যার কারণে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তিনি । রবিবার মাঝরাতে শ্বাসকষ্ট শুরু হওয়ায় গাচ্ছিবউলির কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয় । জরুরি বিভাগে নিয়ে গিয়ে তাঁকে সিপিআর দেওয়া হয় । এরপর কৃষ্ণাকে আইসিইউতে স্থানান্তরিত করে ভেন্টিলেটরে চিকিৎসা করা হয় । যদিও শেষ রক্ষা হল না (Mahesh Babu Father Death) ।
মাসখানেক আগেই সুপারস্টার কৃষ্ণার বড় ছেলে রমেশ বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন । তেলেগু সিনে কিংবদন্তির প্রথম স্ত্রী ইন্দিরা দেবী দেড় মাস আগে প্রয়াত হয়েছেন । পরপর পারিবারিক সদস্যের মৃত্যুর ঘটনায় বিধ্বস্ত মহেশ বাবুর পরিবার ।