ETV Bharat / bharat

Toddler Falls into Borewell: বোরওয়েলে পড়ে দেড় বছরের শিশুকন্যার মৃত্যু - মধ্যপ্রদেশে দুর্ঘটনা

খেলতে গিয়ে বোরওয়েলে পড়ে মৃত্যু হল দেড় বছরের এক শিশুকন্যার ৷ বাড়ির উঠোনের মধ্যেই বোরওয়েলে পড়ে যায় শিশুটি ৷ প্রায় 8 ঘণ্টা পর তাকে উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হেল চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷

Toddler Falls into Borewell ETV BHARAT
Toddler Falls into Borewell
author img

By

Published : Jul 18, 2023, 9:07 PM IST

বিদিশা (মধ্যপ্রদেশ), 18 জুলাই: বোরওয়েলে পড়ে মৃত্যু হলে বছর দেড়েকের এক শিশুকন্যার ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের বিদিশার সিরঞ্জ এলাকায় ৷ বাড়ির সামনে খেলার সময় অস্মিতা নামে ওই শিশুটি 20 ফুট গভীর ওই বোরওয়েলে পড়ে যায় ৷ খবর পেয়ে পুলিশ, দমকল ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয় ৷ প্রায় 8 ঘণ্টায় চেষ্টায় এনডিআরএফ কর্মীরা তাকে উদ্ধার করলেও শেষরক্ষা হয়নি ৷ উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷

20 ফুট গভীর বোরওয়েলে শিশুকন্যা

মধ্যপ্রদেশের বিদিশা জেলার সিরঞ্জের পাথারিয়া থানার কাজরিয়া বারখেদা অঞ্চলের বাসিন্দা ইন্দর সিং আহরওয়ার ৷ তাঁর দেড় বছরের শিশুকন্যা অস্মিতা আহরওয়ার আজ সকালে বাড়ির সামনেই খোলা জায়গায় খেলছিল ৷ তার সঙ্গে আরও বেশ কয়েকজন বাচ্চাও ছিল ৷ কিন্তু, দেড় বছরের অস্মিতা সেখানে থাকা একটি 20 ফুট গর্তে পড়ে যায় ৷ তার সঙ্গে থাকা বাচ্চারাই বাড়ির লোকজনকে খবর দেয় ৷

বাড়ির লোক বিষয়টি জানতে পেরে স্থানীয় প্রশাসনকে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে ৷ সেই সঙ্গে খবর দেওয়া হয়েছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ৷ তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ৷ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও সেখানে পৌঁছে যান ৷ এই ঘটনা নিয়ে ইন্দর সিং আহরওয়ার বলেন, ‘‘অস্মিতা বাড়ির উঠোনে খেলছিল ৷ সেখানেই একটা বোরওয়েল আছে ৷ সকাল 10টার দিকে আমার মেয়ে খেলতে গিয়ে বোরওয়েলে পড়ে যায় ৷ এর পরেই আমরা প্রশাসনকে খবর দিই ৷ ওর জ্ঞান আছে ৷ আমরা কথা বললে ভিতর থেকে জবাব দিচ্ছে ৷’’ জানা গিয়েছে সকাল 11টা নাগাদ শিশুটি রোরওয়েল পড়েছিল ৷ কিন্তু তাকে উদ্ধার করতে প্রায় 8 ঘণ্টা সময় অতিবাহিত হয় ৷ ফলে শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি ৷

আরও পড়ুন: 40 ফুট গভীর বোরওয়েলে পড়ে গেল শিশু, 5 ঘণ্টা পর উদ্ধার করল এনডিআরএফ

বিদিশা (মধ্যপ্রদেশ), 18 জুলাই: বোরওয়েলে পড়ে মৃত্যু হলে বছর দেড়েকের এক শিশুকন্যার ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের বিদিশার সিরঞ্জ এলাকায় ৷ বাড়ির সামনে খেলার সময় অস্মিতা নামে ওই শিশুটি 20 ফুট গভীর ওই বোরওয়েলে পড়ে যায় ৷ খবর পেয়ে পুলিশ, দমকল ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয় ৷ প্রায় 8 ঘণ্টায় চেষ্টায় এনডিআরএফ কর্মীরা তাকে উদ্ধার করলেও শেষরক্ষা হয়নি ৷ উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷

20 ফুট গভীর বোরওয়েলে শিশুকন্যা

মধ্যপ্রদেশের বিদিশা জেলার সিরঞ্জের পাথারিয়া থানার কাজরিয়া বারখেদা অঞ্চলের বাসিন্দা ইন্দর সিং আহরওয়ার ৷ তাঁর দেড় বছরের শিশুকন্যা অস্মিতা আহরওয়ার আজ সকালে বাড়ির সামনেই খোলা জায়গায় খেলছিল ৷ তার সঙ্গে আরও বেশ কয়েকজন বাচ্চাও ছিল ৷ কিন্তু, দেড় বছরের অস্মিতা সেখানে থাকা একটি 20 ফুট গর্তে পড়ে যায় ৷ তার সঙ্গে থাকা বাচ্চারাই বাড়ির লোকজনকে খবর দেয় ৷

বাড়ির লোক বিষয়টি জানতে পেরে স্থানীয় প্রশাসনকে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে ৷ সেই সঙ্গে খবর দেওয়া হয়েছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ৷ তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ৷ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও সেখানে পৌঁছে যান ৷ এই ঘটনা নিয়ে ইন্দর সিং আহরওয়ার বলেন, ‘‘অস্মিতা বাড়ির উঠোনে খেলছিল ৷ সেখানেই একটা বোরওয়েল আছে ৷ সকাল 10টার দিকে আমার মেয়ে খেলতে গিয়ে বোরওয়েলে পড়ে যায় ৷ এর পরেই আমরা প্রশাসনকে খবর দিই ৷ ওর জ্ঞান আছে ৷ আমরা কথা বললে ভিতর থেকে জবাব দিচ্ছে ৷’’ জানা গিয়েছে সকাল 11টা নাগাদ শিশুটি রোরওয়েল পড়েছিল ৷ কিন্তু তাকে উদ্ধার করতে প্রায় 8 ঘণ্টা সময় অতিবাহিত হয় ৷ ফলে শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি ৷

আরও পড়ুন: 40 ফুট গভীর বোরওয়েলে পড়ে গেল শিশু, 5 ঘণ্টা পর উদ্ধার করল এনডিআরএফ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.