ETV Bharat / bharat

Assembly Election 2023: 11টা পর্যন্ত মেঘালয়ে 26.70, নাগাল্যান্ডে 35.76 শতাংশ ভোট পড়ল

author img

By

Published : Feb 27, 2023, 8:14 AM IST

Updated : Feb 27, 2023, 1:36 PM IST

আজ মেঘালয় ও নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ (Meghalaya and Nagaland Assembly Election)৷ ইতিমধ্যেই ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে ৷ চলবে বিকেল 4 টে পর্যন্ত। নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে ভোটচত্বর ৷

Assembly Election 2023
ভোট শুরু হল মেঘালয় ও নাগাল্যান্ডে

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি: আজ মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটগ্রহণ (Meghalaya and Nagaland Assembly Poll 2023)। দুই রাজ্যেই 60টি বিধানসভা কেন্দ্র। তবে এদিন দুই রাজ্যেরই 59টি আসনে ভোট হচ্ছে। উত্তর-পূর্বের এই দুই রাজ্যেই সকাল 7টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল 4টে পর্যন্ত। মেঘালয়ে দুর্গম পথ অতিক্রম করে পোলিং বুথে পৌঁছে গিয়েছেন নির্বাচনী অফিসাররা। নির্বাচন কমিশন সূত্রে খবর সকাল 9টা পর্যন্ত মেঘালয়ে ভোট পড়েছে 12.06 শতাংশ । আর নাগাল্যান্ডে ভোট পড়েছে 15.76 শতাংশ । পরে সকাল 11টা পর্যন্ত মেঘালয়ে ভোট পড়ে 26.70 শতাংশ এবং নাগাল্যান্ডে ভোট পড়ে 35.76 শতাংশ।

মেঘালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে ইতিমধ্যেই লম্বা লাইন শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবেই চলছে ভোট পর্ব। মেঘালয়ে মোট 21 লক্ষ ভোটার আজ 369 জন প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবেন। পাশাপাশি নাগাল্যান্ডে 13 লক্ষ ভোটার আজ, 183 জন প্রার্থীর ভবিষ্যত নির্ধারণ করবেন। সংবাদ সংস্থা এএনআইয়ের ভোট ঘিরে নিরাপত্তা ছবি তুলে ধরেছে। এবারে নাগাল্যান্ডের ভোটে বিশেষত্ব হল, মহিলা প্রার্থী। এখনও পর্যন্ত এই পাহাড়ি রাজ্যে কোনও মহিলা বিধায়ক হননি। এবার আদৌ কোনও মহিলা 59টি আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভায় স্থান পান কি না সেদিকে নজর দেশবাসীর ৷ তেমনই বিজেপি আদৌ ক্ষমতা দখল করতে পারে কি না সেটাও দেখার।

এনডিপিপি (ন্যাশনালিস্ট ডেমক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি) এবং বিজেপির মধ্যেই মূল লড়াই হবে বলে প্রাথমিকভাবে রাজনৈতিক মহলের অনুমান। এখানে জোট বেঁধে লড়ছে ক্ষমতাসীন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (NDPP) ও বিজেপি। এনডিপিপি 40টি আসনে লড়ছে। আর বিজেপি লড়ছে 20টি আসনে। ভোটগ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। অন্যদিকে, মেঘালয়ে শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি ফের একবার ক্ষমতা দখলের জন্য লড়াই করছে। জমি ছাড়তে নারাজ বিজেপিও। যদিও বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, বিরোধী ভোটে ভালো মতো ভাগ বসাতে পারে তৃণমূল। তবে তৃণমূলের আশা, তারাই মেঘালয়ে এবার সরকার গঠন করবে। দুটি রাজ্যের ফলাফল প্রকাশ হবে 2 মার্চ।

আরও পড়ুন: সোমে মেঘালয় নির্বাচন, 369 প্রার্থীর ভাগ্য 21 লক্ষ ভোটারের হাতে

2024 সালের লোকসভা ভোটকে 'পাখির চোখ' করেই এই লড়াই হবে বলে মনে করছে ওয়াকিবহালমহল। দুই রাজ্যের ভোটে যেমন বিজেপির হয়ে প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনই কংগ্রেসের হয়ে প্রচারে নেমেছিলেন রাহুল গান্ধিও। অন্যদিকে, মুকুল সাংমার নেতৃত্বে এই প্রথম মেঘালয়ের বিধানসভা ভোটে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। প্রচারে দু'বার মেঘালয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ে থেকে প্রার্থীদের হয়ে প্রচার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। উল্লেখ্য, নির্বাচন কমিশন গত তিন মাস ধরে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভোটের প্রস্তুতি শুরু করেছিল। আজ কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ শান্তিপূর্ণ ভোট করানো। যদিও ত্রিপুরার ক্ষেত্রে কমিশন এই কাজে সাফল্য পেয়েছে।

এর কদিন আগে ভোট হয়েছে ত্রিপুরাতেও । সেখানেও ভোট গণনা 2 মার্চ। এই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল লোকসভা ভোটের আগে উত্তরপূর্ব ভারতের রাজনৈতিক সমীকরণ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বেশ কয়েক বছর ধরেই উত্তরপূর্ব ভারতে সংগঠন বৃদ্ধির কাজ করছে বিজেপি । অসমে দুবার সরকারও গড়েছে তারা । অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে সামনে রেখেই সংগঠন বিস্তারের কাজ করছে গেরুয়া শিবির। পাশাপাশি অন্য দলগুলিও সংগঠন বিস্তারের কাজ করছে।

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি: আজ মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটগ্রহণ (Meghalaya and Nagaland Assembly Poll 2023)। দুই রাজ্যেই 60টি বিধানসভা কেন্দ্র। তবে এদিন দুই রাজ্যেরই 59টি আসনে ভোট হচ্ছে। উত্তর-পূর্বের এই দুই রাজ্যেই সকাল 7টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল 4টে পর্যন্ত। মেঘালয়ে দুর্গম পথ অতিক্রম করে পোলিং বুথে পৌঁছে গিয়েছেন নির্বাচনী অফিসাররা। নির্বাচন কমিশন সূত্রে খবর সকাল 9টা পর্যন্ত মেঘালয়ে ভোট পড়েছে 12.06 শতাংশ । আর নাগাল্যান্ডে ভোট পড়েছে 15.76 শতাংশ । পরে সকাল 11টা পর্যন্ত মেঘালয়ে ভোট পড়ে 26.70 শতাংশ এবং নাগাল্যান্ডে ভোট পড়ে 35.76 শতাংশ।

মেঘালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে ইতিমধ্যেই লম্বা লাইন শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবেই চলছে ভোট পর্ব। মেঘালয়ে মোট 21 লক্ষ ভোটার আজ 369 জন প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবেন। পাশাপাশি নাগাল্যান্ডে 13 লক্ষ ভোটার আজ, 183 জন প্রার্থীর ভবিষ্যত নির্ধারণ করবেন। সংবাদ সংস্থা এএনআইয়ের ভোট ঘিরে নিরাপত্তা ছবি তুলে ধরেছে। এবারে নাগাল্যান্ডের ভোটে বিশেষত্ব হল, মহিলা প্রার্থী। এখনও পর্যন্ত এই পাহাড়ি রাজ্যে কোনও মহিলা বিধায়ক হননি। এবার আদৌ কোনও মহিলা 59টি আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভায় স্থান পান কি না সেদিকে নজর দেশবাসীর ৷ তেমনই বিজেপি আদৌ ক্ষমতা দখল করতে পারে কি না সেটাও দেখার।

এনডিপিপি (ন্যাশনালিস্ট ডেমক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি) এবং বিজেপির মধ্যেই মূল লড়াই হবে বলে প্রাথমিকভাবে রাজনৈতিক মহলের অনুমান। এখানে জোট বেঁধে লড়ছে ক্ষমতাসীন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (NDPP) ও বিজেপি। এনডিপিপি 40টি আসনে লড়ছে। আর বিজেপি লড়ছে 20টি আসনে। ভোটগ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। অন্যদিকে, মেঘালয়ে শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি ফের একবার ক্ষমতা দখলের জন্য লড়াই করছে। জমি ছাড়তে নারাজ বিজেপিও। যদিও বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, বিরোধী ভোটে ভালো মতো ভাগ বসাতে পারে তৃণমূল। তবে তৃণমূলের আশা, তারাই মেঘালয়ে এবার সরকার গঠন করবে। দুটি রাজ্যের ফলাফল প্রকাশ হবে 2 মার্চ।

আরও পড়ুন: সোমে মেঘালয় নির্বাচন, 369 প্রার্থীর ভাগ্য 21 লক্ষ ভোটারের হাতে

2024 সালের লোকসভা ভোটকে 'পাখির চোখ' করেই এই লড়াই হবে বলে মনে করছে ওয়াকিবহালমহল। দুই রাজ্যের ভোটে যেমন বিজেপির হয়ে প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনই কংগ্রেসের হয়ে প্রচারে নেমেছিলেন রাহুল গান্ধিও। অন্যদিকে, মুকুল সাংমার নেতৃত্বে এই প্রথম মেঘালয়ের বিধানসভা ভোটে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। প্রচারে দু'বার মেঘালয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ে থেকে প্রার্থীদের হয়ে প্রচার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। উল্লেখ্য, নির্বাচন কমিশন গত তিন মাস ধরে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভোটের প্রস্তুতি শুরু করেছিল। আজ কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ শান্তিপূর্ণ ভোট করানো। যদিও ত্রিপুরার ক্ষেত্রে কমিশন এই কাজে সাফল্য পেয়েছে।

এর কদিন আগে ভোট হয়েছে ত্রিপুরাতেও । সেখানেও ভোট গণনা 2 মার্চ। এই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল লোকসভা ভোটের আগে উত্তরপূর্ব ভারতের রাজনৈতিক সমীকরণ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বেশ কয়েক বছর ধরেই উত্তরপূর্ব ভারতে সংগঠন বৃদ্ধির কাজ করছে বিজেপি । অসমে দুবার সরকারও গড়েছে তারা । অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে সামনে রেখেই সংগঠন বিস্তারের কাজ করছে গেরুয়া শিবির। পাশাপাশি অন্য দলগুলিও সংগঠন বিস্তারের কাজ করছে।

Last Updated : Feb 27, 2023, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.