ETV Bharat / bharat

PM Narendra Modi's Birthday : মোদির 71তম জন্মদিনে বিজেপির 'সেবা ও সমর্পণ', শুভেচ্ছা কোবিন্দের

আজ দেশের প্রধানমন্ত্রী 71 বছরে পা রাখলেন ৷ ইতিমধ্যে তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

প্রধানমন্ত্রীর জন্মদিন
প্রধানমন্ত্রীর জন্মদিন
author img

By

Published : Sep 17, 2021, 8:12 AM IST

নয়া দিল্লি, 17 সেপ্টেম্বর : আজ তাঁর 71তম জন্মদিন ৷ আর এই দিনটিকে ঐতিহাসিক গুরুত্ব দিতে আজ সবচেয়ে বেশি সংখ্যায় কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হবে সারা দেশে ৷ সেই সঙ্গে 21 দিনের 'সেবা আর সমর্পণ' (Seva and Samarpan) নামক প্রচার শুরু করছে বিজেপি ৷ তিনি দেশের প্রধানমন্ত্রী (Prime Minister of India) নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ (Ram Nath Kovind) ৷ তিনি লিখেছেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা আর শুভকামনা জানাই ৷ আপনি সুস্থ থাকুন আর দীর্ঘায়ু হোন ৷ আপনার সর্বজনবিদিত 'অহর্নিশং সেবামহে' ভাবনায় দেশের সেবার কাজ চালিয়ে যান ৷"

  • भारत के प्रधानमंत्री श्री @narendramodi को जन्मदिन की हार्दिक बधाई और शुभकामनाएं। मेरी शुभेच्‍छा है कि आप स्‍वस्‍थ रहें और दीर्घायु प्राप्‍त कर ‘अहर्निशं सेवामहे’ की अपनी सर्वविदित भावना के साथ राष्‍ट्र सेवा का कार्य करते रहें।

    — President of India (@rashtrapatibhvn) September 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Mamata in TIME : টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় বাইডেন-মোদির সঙ্গে 'স্ট্রিট ফাইটার' মমতা

টুইট করেছেন অমিত শাহ (Amit Shah) ৷ তিনি লিখেছেন, "মোদিজির জীবনের প্রতিটা মুহূর্ত গরিব, কৃষক আর বঞ্চিত মানুষের সেবায় সমর্পিত ৷ আমি সব কার্যকর্তাদের অনুরোধ করব আপনারা সেবা সমর্পণের অন্তর্গত সেবার কাজে অংশগ্রহণ করুন ৷ একই সঙ্গে বিজেপি সরকারের জনকল্যাণকারী প্রকল্পগুলির কথা মানুষের কাছে পৌঁছে দিন ৷"

  • मोदी जी के जीवन का क्षण-क्षण गरीबों, किसानों व वंचितों की सेवा में समर्पित है।

    मैं सभी कार्यकर्ताओं से अपील करता हूँ कि आप मोदी जी के जन्मदिवस पर @BJP4India के #SevaSamarpan के अंतर्गत सेवा कार्यों में भाग लें और साथ ही भाजपा सरकारों की कल्याणकारी योजनाओं को जन-जन तक पहुंचाएं।

    — Amit Shah (@AmitShah) September 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1950-এ 17 সেপ্টেম্বর গুজরাতের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী ৷ দরিদ্র পরিবারের সন্তান মোদির শৈশব কেটেছে চরম আর্থিক সঙ্কটে ৷ তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (Rashtriya Swayamsevak Sangh) বা আরএসএস-এ যোগ দেন ৷ পরে বিজেপির রাজ্য ও জাতীয় স্তরে কাজ করে রাজনীতিতে আসেন ৷ গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে (political science) স্নাতকোত্তর স্তরের (MA) ডিগ্রি লাভ করেন ৷

2014 সালে প্রথম বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ৷ পরে 2019-এ ফের দেশের মসনদ দখল করেন তিনি ৷ তিনিই দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন ৷

নয়া দিল্লি, 17 সেপ্টেম্বর : আজ তাঁর 71তম জন্মদিন ৷ আর এই দিনটিকে ঐতিহাসিক গুরুত্ব দিতে আজ সবচেয়ে বেশি সংখ্যায় কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হবে সারা দেশে ৷ সেই সঙ্গে 21 দিনের 'সেবা আর সমর্পণ' (Seva and Samarpan) নামক প্রচার শুরু করছে বিজেপি ৷ তিনি দেশের প্রধানমন্ত্রী (Prime Minister of India) নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ (Ram Nath Kovind) ৷ তিনি লিখেছেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা আর শুভকামনা জানাই ৷ আপনি সুস্থ থাকুন আর দীর্ঘায়ু হোন ৷ আপনার সর্বজনবিদিত 'অহর্নিশং সেবামহে' ভাবনায় দেশের সেবার কাজ চালিয়ে যান ৷"

  • भारत के प्रधानमंत्री श्री @narendramodi को जन्मदिन की हार्दिक बधाई और शुभकामनाएं। मेरी शुभेच्‍छा है कि आप स्‍वस्‍थ रहें और दीर्घायु प्राप्‍त कर ‘अहर्निशं सेवामहे’ की अपनी सर्वविदित भावना के साथ राष्‍ट्र सेवा का कार्य करते रहें।

    — President of India (@rashtrapatibhvn) September 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Mamata in TIME : টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় বাইডেন-মোদির সঙ্গে 'স্ট্রিট ফাইটার' মমতা

টুইট করেছেন অমিত শাহ (Amit Shah) ৷ তিনি লিখেছেন, "মোদিজির জীবনের প্রতিটা মুহূর্ত গরিব, কৃষক আর বঞ্চিত মানুষের সেবায় সমর্পিত ৷ আমি সব কার্যকর্তাদের অনুরোধ করব আপনারা সেবা সমর্পণের অন্তর্গত সেবার কাজে অংশগ্রহণ করুন ৷ একই সঙ্গে বিজেপি সরকারের জনকল্যাণকারী প্রকল্পগুলির কথা মানুষের কাছে পৌঁছে দিন ৷"

  • मोदी जी के जीवन का क्षण-क्षण गरीबों, किसानों व वंचितों की सेवा में समर्पित है।

    मैं सभी कार्यकर्ताओं से अपील करता हूँ कि आप मोदी जी के जन्मदिवस पर @BJP4India के #SevaSamarpan के अंतर्गत सेवा कार्यों में भाग लें और साथ ही भाजपा सरकारों की कल्याणकारी योजनाओं को जन-जन तक पहुंचाएं।

    — Amit Shah (@AmitShah) September 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1950-এ 17 সেপ্টেম্বর গুজরাতের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী ৷ দরিদ্র পরিবারের সন্তান মোদির শৈশব কেটেছে চরম আর্থিক সঙ্কটে ৷ তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (Rashtriya Swayamsevak Sangh) বা আরএসএস-এ যোগ দেন ৷ পরে বিজেপির রাজ্য ও জাতীয় স্তরে কাজ করে রাজনীতিতে আসেন ৷ গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে (political science) স্নাতকোত্তর স্তরের (MA) ডিগ্রি লাভ করেন ৷

2014 সালে প্রথম বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ৷ পরে 2019-এ ফের দেশের মসনদ দখল করেন তিনি ৷ তিনিই দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.