নয়াদিল্লি, 29 জুলাই: তামাকজাত দ্রব্যের প্যাকেজিংয়ে পরিবর্তন আসতে চলেছে ৷ ছবির সঙ্গে এ বার থাকবে নয়া সতর্কতামূলক বার্তা ৷ সেখানে উল্লেখ করা হবে, ‘তামাক সেবন যন্ত্রণাদায়ক মৃত্য়ুর কারণ’ ৷ 2022-এর 1 ডিসেম্বর থেকে এই বার্তা ছেপে সবরকম তামাকতাজ দ্রব্য বিক্রি করতে হবে উৎপাদনকারী সংস্থাগুলিকে (Tobacco Packs will Display New Image With Textual Health Warning from December 1) ৷ 2008 সালের তামাক আইন সংশোধনের (Tobacco Products Amendment Act 2022) পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে ৷
1 ডিসেম্বর থেকে এই নিয়ম লাগু হওয়ার পর, সিগারেট বা অন্য তামাকজাত দ্রব্যের প্যাকেটে ব্যবহার হওয়া ছবি একবছরের জন্য বৈধ থাকবে বলে জানানো হয়েছে ৷ 2023 সালে সেখানে নতুন ছবি ব্যবহার করতে হবে ৷ আর সেই ছবি কী হবে, তাও বলে দেওয়া হয়েছে ৷ যেকোনও তামাকজাত দ্রব্যের প্যাকেটে 2023 সাল থেকে মৃত যুবকের ছবি থাকবে ৷ উৎপাদক সংস্থাকে তাঁদের গ্রাহককে বোঝাতে হবে, তামাক সেবন কম বয়সে মৃত্যুর কারণ ৷
আরও পড়ুন: উড়তা দুর্গাপুর ৷ কন্ডোম ধোয়া জলের নেশায় বুঁদ শিল্পশহরের ছাত্র-যুবারা
এই নির্দেশিকা জারি করা হয়েছে, সিগারেটস এবং অন্যান্য তামাকজাত দ্রব্য (প্যাকেজিং ও লেবেলিং) আইন 2008-কে সংশোধন করে ৷ গত 21 জুলাই এই আইনে সংশোধন করা হয় ৷ আর তার পরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে ৷ পাশাপাশি, ওই নির্দেশিকায় বলা হয়েছে, উৎপাদনকারী, প্যাকেজিংয়ের দায়িত্বে থাকা, সরবরাহকারী, বিক্রেতা এবং ক্রেতা সকলে নিশ্চিত করতে হবে যে, তামাকজাত সব দ্রব্যের উপর নয়া স্বাস্থ্যবিধি উল্লেখ করা হয়েছে কিনা ৷ সেই সঙ্গে সরকার নির্ধারিত স্বাস্থ্যর দেওয়া সচেতনতামূলক বার্তা সেখানে উল্লেখ করা হয়েছে কিনা তাও সুনিশ্চিত করতে হবে ৷