নয়া দিল্লি, 7 জুলাই : করোনাসংক্রমণে মৃত্যু ঠেকাতে কোভিড-19 ভ্যাকসিনের একটি ডোজ যথেষ্ট কার্যকরী ৷ জানাল দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি (NIE) ৷ এ বিষয়ে গবেষণায় আইসিএমআর জানিয়েছে, "আমাদের করা পরীক্ষা-নিরীক্ষায় দেখতে পাচ্ছি যে, মৃত্যু আটকাতে একটা ডোজও কার্যকরী ৷ বর্তমান পরিস্থিতিতে মৃত্যু রোধে আর ভবিষ্যতেও কোভিড-19-এর একাধিক ঢেউ সামলাতে এখন ভ্যাকসিনেশন আরও বেশি আওতায় আনা দরকার ৷ কী ধরনের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তা না দেখে ৷"
আরও পড়ুন: Coronavirus India : ফের অনেকটা বাড়ল কোভিড সংক্রমণ-মৃত্যু, স্বস্তি সুস্থতার হারে
তামিলনাড়ু পুলিশ দফতরে একটি সমীক্ষা চালায় আইসিএমআর ৷ 1,17,524 জন পুলিশকর্মী কাজ করছিল তামিলনাড়ু পুলিশের দফতরে ৷ এ বছরের 1 ফেব্রুয়ারি আর 14 মে 32,792 জন একটি ডোজ নেন ৷ 67,673 জন দুটি ডোজ নেন, কিন্তু 17,059 জন কর্মী কোনও ডোজ নেননি ৷ 13 এপ্রিল আর 14 মে-র মধ্যে 31 জন কর্মী মারা যান কোভিড-19 সংক্রমণে (বয়সের বিস্তার 34-58, 29 জন পুরুষ) ৷
আইসিএমআর জানাচ্ছে, মৃত 31 জনের মধ্যে 4 জন ভ্যাকসিনের 2টি ডোজ নিয়েছিলেন, 7 জন একটি ডোজ আর 20 জন ভ্যাকসিন নেননি ৷ এই তথ্য বিশ্লেষণ করে জানা গিয়েছে, প্রতি 1000 জন পুলিশ কর্মীর মধ্য়ে ভ্যাকসিন না নেওয়া মানুষের মৃত্যুর হার 1.17, 1টি ডোজ নেওয়া মানুষের মৃত্যুর হার 0.21 এবং দু'টি ডোজ নেওয়া মানুষের মৃত্য়ুর হার 0.06 ৷ ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের সঙ্গে তুলনা করলে 1টি আর 2টি ডোজ নেওয়া ব্য়ক্তির ক্ষেত্রে কোভিড-19-এ মৃত্যুর ঝুঁকি যথাক্রমে 0.18 ও 0.05 ৷
ভ্যাকসিনের 1টি ডোজ ও 2টি ডোজে কোভিড-19-এ মৃত্যু রোধে কার্যকারিতা যথাক্রমে 82% ও 95% ৷