লখনৌ, 22 অগস্ট : আজ সকাল 10টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লখনৌ পৌঁছাবেন ৷ সেখানে প্রয়াত নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের বাড়ি যাবেন তাঁকে শ্রদ্ধা জানাতে ৷ তাঁর শায়িত দেহে শেষবারের জন্য শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন তিনি ৷
এই শ্রদ্ধার্ঘ্য নিবেদনে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি নেতা উমা ভারতী, বিনয় কাটিয়ার, জম্মুর রাজ্যপাল মনোজ সিনহা, রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী ৷
শৈশবে হিন্দু ভাবধারার মধ্যে দিয়ে বড় হয়েছিলেন কল্যাণ সিং ৷ তাই পড়াশোনা শেষ করে আরএসএস-এ (RSS) যোগ দেন তিনি ৷ সেখান থেকে বিজেপির নেতা তথা একসময়ে উত্তরপ্রদেশে বিজেপি-মুখ্যমন্ত্রী হন কল্যাণ সিং ৷ তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে 1992-এর বাবরি মসজিদ কাণ্ড ৷ সেই সময় মুখ্যমন্ত্রী হিসেবে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে ৷
অযোধ্যার বিতর্কিত জায়গায় করসেবকদের তাণ্ডব রুখতে সেদিন তিনি জেলাশাসককে গুলি চালাতে বারণ করেছিলেন ৷ পরে তিনি জানিয়েছিলেন, তাতে বহু রাম-ভক্ত করসেবকদের প্রাণ যেত ৷ আর তিনি এই পাপের ভার বইতে চাননি ৷ বিতর্কিত বাবরি মসজিদ ধ্বংসের পিছনে কোনও ষড়যন্ত্রের পরিকল্পনা অস্বীকার করেছিলেন কল্যাণ সিং ৷ তাঁর মতে এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা ছিল ৷ বাবরি মসজিদ বাঁচাতে পারেননি, কিন্তু তার নৈতিক দায় নিজের কাঁধে তুলে ইস্তফা দিয়েছিলেন ৷
আরও পড়ুন : Kalyan Singh : অযোধ্যায় রামমন্দির আন্দোলনের 'হিরো' কল্যাণ সিং
আজ যে রামমন্দির ঘিরে একদিকে বিতর্ক আর অন্যদিকে জনপ্রিয়তার তুঙ্গে বিজেপি ৷ তার জন্য গুরুত্বপূর্ণ অবদান ছিল একসময়ের বিজেপি নেতা তথা রামভক্ত কল্যাণ সিংয়ের ৷ 5 অগস্ট, 2020, অযোধ্যায় ভূমিপুজোতে ছিলেন তিনি ৷ এই দিন প্রসঙ্গে তিনি বলেছিলেন, "আমার জীবনে অন্যতম উল্লেখযোগ্য দিন এটা ৷ অযোধ্যায় ভগবান রামকে দেখব, আমি সারা জীবন ধরে এই স্বপ্ন দেখে এসেছি ৷ আজ তা পূর্ণ হল ৷" বাবরি মসজিদ ধ্বংসের কারণে তাঁর সরকার পড়ে গিয়েছিল ৷ এ নিয়ে কখনও কোনও অনুতাপ করেননি তিনি ৷
পরে মতান্তর মনান্তরে পরিণত হওয়ায় বিজেপির সঙ্গ ছেড়েছিলেন বিজেপির কল্যাণ সিং ৷ আবার ফিরেও এসেছিলেন ৷ শেষে অবশ্য নিজের জন ক্রান্তি পার্টি (রাষ্ট্রবাদী) (Jan Kranti Party, Rashtrawadi) গড়েন তিনি ৷
2014 সালের লোকসভা নির্বাচনে নীতিন গড়করির (Nitin Gadkari) জোরাজুরিতে কল্যাণ সিং-এর জেকেপি(আর)-এর সঙ্গে জোট বাঁধে বিজেপি ৷ ওই বছর 26 অগস্ট গেরুয়া দল তাঁকে রাজস্থানের রাজ্যপাল (Governor of Rajasthan) করে ৷ এর সঙ্গে যোগ হয় হিমাচল প্রদেশের (Himachal Pradesh) রাজ্যপালের (Governor) দায়িত্ব ৷