ETV Bharat / bharat

রাহুলের 'মহব্বত কি দুকান' বাসে উঠলে মিলবে টিকিট, জানালেন জয়রাম রমেশ

Bharat Jodo Nyay Yatra: রাহুল গান্ধির 'মহব্বত কি দুকান' বাসে উঠলে মিলবে উপহার ৷ কী সেই উপহার, তা জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷

ETV Bharat
রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 8:57 AM IST

খুজামা (নাগাল্যান্ড), 16 জানুয়ারি: ন্যায় যাত্রার বাসে উঠলে মিলবে বিশেষ টিকিট ৷ আর সেই টিকিটে রয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির ছবি ৷ এই ছবি পোস্ট করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷

প্রবীণ কংগ্রেস নেতা এই টিকিটের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন ৷ তাতে টি-শার্ট ও ট্রাউজার পরিহিত রাহুল গান্ধির ছবি রয়েছে ৷ ওই ছবিতে রাহুলের অটোগ্রাফও আছে ৷ জয়রাম রমেশ সোশাল মিডিয়ায় লেখেন, "এটা মহব্বত কি দুকানের বাস ৷ রাহুল গান্ধি এই বাসে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন ৷"

  • भारत जोड़ो न्याय यात्रा में @RahulGandhi जिस 'मोहब्बत की दुकान' बस से चल रहे हैं, यह उस बस की टिकट है। पिछले 10 साल के अन्याय काल के ख़िलाफ़ न्याय की इस यात्रा में जो लोग राहुल गांधी से मिलना चाहते हैं और उनसे बातचीत करना चाहते हैं, उन्हें ऐसी टिकट देकर बस में बुलाया है। pic.twitter.com/HuSU8gfabk

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) January 15, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও জানিয়েছেন, গত 10 বছরের অন্যায়ের বিরুদ্ধে এই ন্যায় যাত্রায় যাঁরা রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে চান, কথা বলতে চান, তাঁদের বাসে ডেকে এই টিকিট দেওয়া হচ্ছে ৷ রাহুল গান্ধি ভলভো বাসে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন ৷ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার জন্য এই বাসের উপরে একটি হাইড্রোলিক লিফটের ব্যবস্থা করা আছে ৷ বাসের সামনে 'মহব্বত কি দুকান' লেখা আছে ৷ কংগ্রেস নেতারা এই বাসকে 'মহব্বত কি দুকান' বলছেন ৷

রাহুল গান্ধি প্রথম 'মহব্বত কি দুকানে'র উল্লেখ করেন কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রায় ৷ তিনি বলেছিলেন, "ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলেছি (নফরত কি বাজার মে মহব্বত কি দুকান খুলেছি) ৷"

14 জানুয়ারি মণিপুরের থৌবাল থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে ৷ সোমবার রাহুল গান্ধি নাগাল্যান্ডে পৌঁছন ৷ এদিন সন্ধ্যা নাগাদ তিনি মণিপুর-নাগাল্যান্ড সীমানায় খুজামা গ্রামে পৌঁছন ৷ 66 দিন ধরে 6 হাজার 713 কিমি পথ অতিক্রম করবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ এবারের এই যাত্রা হেঁটেও হবে, আবার বাসেও ৷ 20 বা 21 মার্চ মুম্বই পৌঁছে শেষ হবে ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷

আরও পড়ুন: মণিপুরে আবার শান্তি ও সৌহার্দ্য ফেরাতে চাই: ন্যায় যাত্রার দ্বিতীয় দিনে রাহুল

খুজামা (নাগাল্যান্ড), 16 জানুয়ারি: ন্যায় যাত্রার বাসে উঠলে মিলবে বিশেষ টিকিট ৷ আর সেই টিকিটে রয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির ছবি ৷ এই ছবি পোস্ট করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷

প্রবীণ কংগ্রেস নেতা এই টিকিটের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন ৷ তাতে টি-শার্ট ও ট্রাউজার পরিহিত রাহুল গান্ধির ছবি রয়েছে ৷ ওই ছবিতে রাহুলের অটোগ্রাফও আছে ৷ জয়রাম রমেশ সোশাল মিডিয়ায় লেখেন, "এটা মহব্বত কি দুকানের বাস ৷ রাহুল গান্ধি এই বাসে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন ৷"

  • भारत जोड़ो न्याय यात्रा में @RahulGandhi जिस 'मोहब्बत की दुकान' बस से चल रहे हैं, यह उस बस की टिकट है। पिछले 10 साल के अन्याय काल के ख़िलाफ़ न्याय की इस यात्रा में जो लोग राहुल गांधी से मिलना चाहते हैं और उनसे बातचीत करना चाहते हैं, उन्हें ऐसी टिकट देकर बस में बुलाया है। pic.twitter.com/HuSU8gfabk

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) January 15, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও জানিয়েছেন, গত 10 বছরের অন্যায়ের বিরুদ্ধে এই ন্যায় যাত্রায় যাঁরা রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে চান, কথা বলতে চান, তাঁদের বাসে ডেকে এই টিকিট দেওয়া হচ্ছে ৷ রাহুল গান্ধি ভলভো বাসে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন ৷ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার জন্য এই বাসের উপরে একটি হাইড্রোলিক লিফটের ব্যবস্থা করা আছে ৷ বাসের সামনে 'মহব্বত কি দুকান' লেখা আছে ৷ কংগ্রেস নেতারা এই বাসকে 'মহব্বত কি দুকান' বলছেন ৷

রাহুল গান্ধি প্রথম 'মহব্বত কি দুকানে'র উল্লেখ করেন কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রায় ৷ তিনি বলেছিলেন, "ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলেছি (নফরত কি বাজার মে মহব্বত কি দুকান খুলেছি) ৷"

14 জানুয়ারি মণিপুরের থৌবাল থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে ৷ সোমবার রাহুল গান্ধি নাগাল্যান্ডে পৌঁছন ৷ এদিন সন্ধ্যা নাগাদ তিনি মণিপুর-নাগাল্যান্ড সীমানায় খুজামা গ্রামে পৌঁছন ৷ 66 দিন ধরে 6 হাজার 713 কিমি পথ অতিক্রম করবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ এবারের এই যাত্রা হেঁটেও হবে, আবার বাসেও ৷ 20 বা 21 মার্চ মুম্বই পৌঁছে শেষ হবে ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷

আরও পড়ুন: মণিপুরে আবার শান্তি ও সৌহার্দ্য ফেরাতে চাই: ন্যায় যাত্রার দ্বিতীয় দিনে রাহুল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.