বেতুল (মধ্যপ্রদেশ), 26 সেপ্টেম্বর: মধ্যপ্রদেশের বেতুলে কন্যা দিবস উদযাপনে এবং 'বেটি বাঁচাও, বেটি পড়াও' কেন্দ্রীয় প্রকল্পের মাধ্য়মে 14টি রাজ্যের প্রায় 120টি গ্রামের বাসিন্দারা তাঁদের বাড়ির নাম রেখেছেন মেয়েদের নামে ৷ বাড়ির সামনে ফলকে জ্বলজ্বল করছে কন্যেদের নাম (Betul Houses Name Plates in Name of Daughters) ৷ গ্রামবাসী থেকে স্থানীয় বা প্রতিবেশীরা এখন আর পরিবারের কর্তাদের দ্বারা বাড়ি চেনেন না ৷ সেখানে মেয়েদের নামে চিনে নিচ্ছেন বাড়ি ৷
লাডো অভিযানের (Lado Campaign Start from Betul) নেতা এবং বেতুলের বাসিন্দা সমাজকর্মী অনিল যাদব জানিয়েছেন যে, তিনি 2015 সালে তাঁর মেয়ের জন্মদিনে এই অভিযান শুরু করেছিলেন ৷ তিনি তাঁর বাড়ির নেমপ্লেটটি মেয়ের নামে রাখা শুরু করেন ৷ তারপর থেকে, অন্যান্যরা অনুপ্রাণিত হয়ে শুরু করেন এই অভিযানের প্রচার ৷ তাতেই 14টি রাজ্যে 120টি গ্রামে বাড়ির নাম রাখা হয় কন্যেদের নামে ৷
অনিল যাদব ইটিভি ভারতকে আরও বলেন , "লাডো ফাউন্ডেশনের মাধ্যমে, আমরা 14টি রাজ্যে পৌঁছেছি এবং আমাদের সঙ্গে আরও নতুন সদস্য যোগ দিয়েছেন। সম্প্রতি, আমরা কন্যা দিবস উদযাপনের জন্য রবিবার অর্থাৎ গতকাল 60টি বাড়িতে কন্যার নামে ফলক লাগিয়েছি। ভারতের প্রতিটি রাজ্যের, প্রতিটি শহর ও গ্রামে আগামিতে পৌঁছনোর লক্ষ্য রাখি।"
আরও পড়ুন: দেবীর আবাহনে নারীশক্তি, মহিলা বাদ্যশিল্পীরাই সূচনা করলেন দুর্গাপুজোর
এছাড়াও অনিল যাদব এই লাডো অভিযানের মাধ্যমে, সমাজকে সচেতন এবং ইতিবাচক বার্তা দিয়ে ছাকেন ৷ পাশাপাশি কন্যাভ্রূণ হত্যা যাতে রোধ করা যায় তারও চেষ্টা করেন।" তাঁর এই প্রয়াসকে নেটিজেনরাও সাধুবাদ জানিয়েছেন ৷