ETV Bharat / bharat

অনলাইন ক্লাসে অশালীন আচরণ, গ্রেফতার শিক্ষক - অনলাইন ক্লাসে অশালীন আচরণ

ছাত্রীদের অভিযোগ, অনলাইন ক্লাস চলাকালীন রাজাগোপাল বাবু তোয়ালে পরে আসেন ৷ এছাড়াও সোশ্যাল মিডিয়ার গ্রুপে পর্ণোগ্রাফির লিঙ্ক দেওয়ার এবং বিভিন্ন অশালীন যৌন মন্তব্য করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে ৷

অনলাইন ক্লাসে অশালীন আচরণ
অনলাইন ক্লাসে অশালীন আচরণ
author img

By

Published : May 25, 2021, 8:58 PM IST

চেন্নাই, 25 মে : অনলাইন ক্লাস চলাকালীন ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অপরাধে চেন্নাইয়ে গ্রেফতার করা হল এক শিক্ষকে ৷ রাজাগোপাল নামে ওই অভিযুক্ত শিক্ষক একটি প্রাইভেট বিদ্যালয়ে শিক্ষকতা করেন ৷ তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগও ওঠে ৷

ছাত্রীদের অভিযোগ, অনলাইন ক্লাস চলাকালীন রাজাগোপাল বাবু তোয়ালে পরে আসেন ৷ অতীতে পড়ানোর সময় ছাত্রীদের অহেতুক স্পর্শ করতেন তিনি ৷ এছাড়াও তাদের সিনেমা দেখতে যাওয়ার প্রস্তাব দেন তিনি, এমনটাই অভিযোগ করে ছাত্রীরা ৷ এছাড়াও সোশ্যাল মিডিয়ার গ্রুপে পর্ণোগ্রাফির লিঙ্ক দেওয়ার এবং বিভিন্ন অশালীন যৌন মন্তব্য করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে ৷ ছাত্রীরা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রমাণ হিসাবে সোশ্যাল মিডিয়া গ্রুপের স্ক্রিনশট দেয় ৷ এরপর তাঁকে সাসপেন্ড করে বিদ্যালয় কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত মিলখা সিং, ভর্তি হাসপাতালে

ডেপুটি কমিশনার এই কেসের দায়িত্বে আছেন ৷ গ্রেফতারির আগে বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ৷ শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পৈয়মোজি তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ।

চেন্নাই, 25 মে : অনলাইন ক্লাস চলাকালীন ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অপরাধে চেন্নাইয়ে গ্রেফতার করা হল এক শিক্ষকে ৷ রাজাগোপাল নামে ওই অভিযুক্ত শিক্ষক একটি প্রাইভেট বিদ্যালয়ে শিক্ষকতা করেন ৷ তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগও ওঠে ৷

ছাত্রীদের অভিযোগ, অনলাইন ক্লাস চলাকালীন রাজাগোপাল বাবু তোয়ালে পরে আসেন ৷ অতীতে পড়ানোর সময় ছাত্রীদের অহেতুক স্পর্শ করতেন তিনি ৷ এছাড়াও তাদের সিনেমা দেখতে যাওয়ার প্রস্তাব দেন তিনি, এমনটাই অভিযোগ করে ছাত্রীরা ৷ এছাড়াও সোশ্যাল মিডিয়ার গ্রুপে পর্ণোগ্রাফির লিঙ্ক দেওয়ার এবং বিভিন্ন অশালীন যৌন মন্তব্য করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে ৷ ছাত্রীরা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রমাণ হিসাবে সোশ্যাল মিডিয়া গ্রুপের স্ক্রিনশট দেয় ৷ এরপর তাঁকে সাসপেন্ড করে বিদ্যালয় কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত মিলখা সিং, ভর্তি হাসপাতালে

ডেপুটি কমিশনার এই কেসের দায়িত্বে আছেন ৷ গ্রেফতারির আগে বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ৷ শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পৈয়মোজি তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.