ETV Bharat / bharat

Mamata Slams BJP : ভোট এলেই গঙ্গাস্নান, পানাজির জনসভা থেকে মোদিকে কটাক্ষ মমতার ; ঠেস কংগ্রেসকেও - Latest News on BJP

রবিবার রাতে গোয়া সফর শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার থেকে তিনি একাধিক দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন ৷ জনসভাও করেছেন ৷ প্রতিটি জায়গাতেই তিনি আক্রমণ শানিয়েছেন বিজেপির বিরুদ্ধে (Mamata Slams BJP) ৷

tmc supremo mamata banerjee slams bjp from goa
Mamata Slams BJP : আমাদের জোট দেখে ভয় পাচ্ছে বিজেপি : মমতা
author img

By

Published : Dec 14, 2021, 5:39 PM IST

Updated : Dec 14, 2021, 7:15 PM IST

গোয়া, 14 ডিসেম্বর : গোয়ায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । প্রধানমন্ত্রী মোদির বারাণসী সফরকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘ভোটে এলেই গঙ্গায় ডুব দেন । আর ভোট শেষ হয়ে গেলে গঙ্গা অপবিত্র করেন । শেষকৃত্য করতে দেন না, কোভিডে মৃতদের দেহ গঙ্গায় ভাসিয়ে দূষিত করে দেন । ভোট শেষ হলে মা গঙ্গাকে অপবিত্র করেন ।’’ মমতার সমালোচনার হাত থেকে রেহাই পায়নি কংগ্রেসও ৷

মঙ্গলবার গোয়ার এই সভায় মমতার আক্রমণের মূল লক্ষ্য ছিল বিজেপি (tmc supremo mamata banerjee slams bjp from goa) । লখিমপুর খেরিতে কৃষকমৃত্যু, বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধনে গিয়ে মোদির গঙ্গাস্নানের মতো বিষয়কে হাতিয়ার করে বিজেপিকে তুলোধোনা করেন তিনি ।

উল্লেখ্য, সোমবারই কাশী বিশ্বনাথ করিডর প্রকল্পের উদ্বোধন উপলক্ষে বারাণসীতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 339 কোটি টাকার এই প্রকল্প উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ । বারাণসীতে গঙ্গায় ডুব দিয়ে পুজো করতে দেখা যায় মোদিকে । গঙ্গাজল কলসে ভরার পর সূর্যপুজো করেন তিনি । এরপর তিনি পায়ে হেঁটে পৌঁছন কাশী বিশ্বনাথ মন্দিরে । সেখানে পুজো দেন প্রধানমন্ত্রী । পুজোর সঙ্গে আরতিও করেন মোদি । সেই প্রসঙ্গ টেনেই কটাক্ষ তৃণমূল নেত্রীর ।

লখিমপুর খেরিতে কৃষকমৃত্যুর প্রসঙ্গ টেনে মমতার তোপ, ‘‘এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ তা নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী - কেউ কোনও বিবৃতি দেননি ।’’ এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি ৷ প্রধানমন্ত্রীকেও একহাত নেন ৷

গোয়ায় একদা বিজেপির সহযোগী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি)-র সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূল । এমজিপির এনডিএ ছাড়ার প্রসঙ্গ তুলে মমতা বলেন, ‘‘একদিন যাঁরা বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন, তাঁরা বুঝেছেন ওই দল কী ভয়ঙ্কর !’’ তাঁর দাবি, তৃণমূল-এমজিপি জোটই গোয়ায় বিজেপির আসল বিকল্প । গোয়ার মানুষই গোয়া শাসন করবেন বলে আশ্বাস দেন তিনি ।

তবে শুধু বিজেপি নয়, পানাজির মঞ্চ থেকে কংগ্রেসকেও আক্রমণ করেন মমতা । কোনওভাবেই সোনিয়া গান্ধি-রাহুল গান্ধির ছায়ায় লড়বে না জোড়াফুল, তা আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো । কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘কংগ্রেস বলছে একা লড়বে । গোটা দেশে তো একাই লড়লে বাবা, কী হল ! দুঃখের সময় সঙ্গে থাকবে না, শুধু ভোট এলে তখন পাশে থাকার কথা ! আমিও তো কংগ্রেসে ছিলাম । কেন বেরিয়ে এলাম । তোমাদের সিপিআইএমের সঙ্গে দোস্তি এসে বেরিয়ে এসেছিলাম ।’’

তৃণমূল নেত্রীর অভিযোগ, ‘‘দেখেছি কংগ্রেস বরাবর গোপন সমঝোতা করে। পশ্চিমবঙ্গে সিপিএম আমাদের মারত । আর কংগ্রেস নেতৃত্ব সিপিএমের সঙ্গে গোপন সহযোগিতা করত । আমার শরীরের এমন অংশ নেই যেখানে আঘাত লাগেনি । অপারেশন হয়নি । হাত, পা, মাথা সব । সিপিএমকে কংগ্রেসের গোপন মদত দেওয়া দেখে ওই দল ছেড়েছিলাম ।’’

আরও পড়ুন : Abhishek Banerjee Criticises Congress: গোয়ায় কংগ্রেসের মতো ভুল করবে না তৃণমূল : অভিষেক

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, ‘‘তৃণমূল, এমজিপি এবং অন্যদের নিয়ে জোট তৈরি হয়ে গিয়েছে । এই জোটই এখন গোয়ায় বিজেপির মূল প্রতিপক্ষ ।’’

গোয়া, 14 ডিসেম্বর : গোয়ায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । প্রধানমন্ত্রী মোদির বারাণসী সফরকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘ভোটে এলেই গঙ্গায় ডুব দেন । আর ভোট শেষ হয়ে গেলে গঙ্গা অপবিত্র করেন । শেষকৃত্য করতে দেন না, কোভিডে মৃতদের দেহ গঙ্গায় ভাসিয়ে দূষিত করে দেন । ভোট শেষ হলে মা গঙ্গাকে অপবিত্র করেন ।’’ মমতার সমালোচনার হাত থেকে রেহাই পায়নি কংগ্রেসও ৷

মঙ্গলবার গোয়ার এই সভায় মমতার আক্রমণের মূল লক্ষ্য ছিল বিজেপি (tmc supremo mamata banerjee slams bjp from goa) । লখিমপুর খেরিতে কৃষকমৃত্যু, বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধনে গিয়ে মোদির গঙ্গাস্নানের মতো বিষয়কে হাতিয়ার করে বিজেপিকে তুলোধোনা করেন তিনি ।

উল্লেখ্য, সোমবারই কাশী বিশ্বনাথ করিডর প্রকল্পের উদ্বোধন উপলক্ষে বারাণসীতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 339 কোটি টাকার এই প্রকল্প উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ । বারাণসীতে গঙ্গায় ডুব দিয়ে পুজো করতে দেখা যায় মোদিকে । গঙ্গাজল কলসে ভরার পর সূর্যপুজো করেন তিনি । এরপর তিনি পায়ে হেঁটে পৌঁছন কাশী বিশ্বনাথ মন্দিরে । সেখানে পুজো দেন প্রধানমন্ত্রী । পুজোর সঙ্গে আরতিও করেন মোদি । সেই প্রসঙ্গ টেনেই কটাক্ষ তৃণমূল নেত্রীর ।

লখিমপুর খেরিতে কৃষকমৃত্যুর প্রসঙ্গ টেনে মমতার তোপ, ‘‘এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ তা নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী - কেউ কোনও বিবৃতি দেননি ।’’ এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি ৷ প্রধানমন্ত্রীকেও একহাত নেন ৷

গোয়ায় একদা বিজেপির সহযোগী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি)-র সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূল । এমজিপির এনডিএ ছাড়ার প্রসঙ্গ তুলে মমতা বলেন, ‘‘একদিন যাঁরা বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন, তাঁরা বুঝেছেন ওই দল কী ভয়ঙ্কর !’’ তাঁর দাবি, তৃণমূল-এমজিপি জোটই গোয়ায় বিজেপির আসল বিকল্প । গোয়ার মানুষই গোয়া শাসন করবেন বলে আশ্বাস দেন তিনি ।

তবে শুধু বিজেপি নয়, পানাজির মঞ্চ থেকে কংগ্রেসকেও আক্রমণ করেন মমতা । কোনওভাবেই সোনিয়া গান্ধি-রাহুল গান্ধির ছায়ায় লড়বে না জোড়াফুল, তা আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো । কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘কংগ্রেস বলছে একা লড়বে । গোটা দেশে তো একাই লড়লে বাবা, কী হল ! দুঃখের সময় সঙ্গে থাকবে না, শুধু ভোট এলে তখন পাশে থাকার কথা ! আমিও তো কংগ্রেসে ছিলাম । কেন বেরিয়ে এলাম । তোমাদের সিপিআইএমের সঙ্গে দোস্তি এসে বেরিয়ে এসেছিলাম ।’’

তৃণমূল নেত্রীর অভিযোগ, ‘‘দেখেছি কংগ্রেস বরাবর গোপন সমঝোতা করে। পশ্চিমবঙ্গে সিপিএম আমাদের মারত । আর কংগ্রেস নেতৃত্ব সিপিএমের সঙ্গে গোপন সহযোগিতা করত । আমার শরীরের এমন অংশ নেই যেখানে আঘাত লাগেনি । অপারেশন হয়নি । হাত, পা, মাথা সব । সিপিএমকে কংগ্রেসের গোপন মদত দেওয়া দেখে ওই দল ছেড়েছিলাম ।’’

আরও পড়ুন : Abhishek Banerjee Criticises Congress: গোয়ায় কংগ্রেসের মতো ভুল করবে না তৃণমূল : অভিষেক

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, ‘‘তৃণমূল, এমজিপি এবং অন্যদের নিয়ে জোট তৈরি হয়ে গিয়েছে । এই জোটই এখন গোয়ায় বিজেপির মূল প্রতিপক্ষ ।’’

Last Updated : Dec 14, 2021, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.