ETV Bharat / bharat

Saket Gokhale: ফের গুজরাত পুলিশের হাতে গ্রেফতার সাকেত - Saket Gokhale

আবারও গ্রেফতার করা হল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলেকে (Saket Gokhale arrested again) ৷ ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করা অর্থের অপব্যবহারের অভিযোগেই গ্রেফতার সাকেত । এই মাসে তৃতীয়বার গুজরাট পুলিশ তাকে গ্রেফতার করল ।

Saket Gokhale
সাকেত গোখলে
author img

By

Published : Dec 30, 2022, 8:57 AM IST

আমেদাবাদ, 30 ডিসেম্বর: গুজরাট পুলিশের হাতে ফের গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখালে (Saket Gokhale arrested again) ৷ ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করা অর্থের অপব্যবহারের অভিযোগেই গ্রেফতার হলেন তিনি। এই মাসে তৃতীয়বার গুজরাট পুলিশ তাকে গ্রেফতার করল । জানা গিয়েছে, সাকেতকে আমেদাবাদ সাইবার ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শহরে আনা হচ্ছে ৷ শুক্রবার বিকেলের মধ্যেই তাঁদের এখানে চলে আসার কথা।

আরও জানা যায়, এদিন গুজরাত পুলিশ একটি মামলার বিষয়ে নয়াদিল্লি আসে এবং অভিযান চালায় । পরে তারা গোখলেকে গ্রেফতার করে । এই মাসে এই নিয়ে তৃতীয়বার গোখলেকে গ্রেফতার করল গুজরাট পুলিশ । মোরবি সেতু ধসের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোরবি বিপর্যয়স্থলে যাওয়ার খরচ সম্পর্কে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে 6 ডিসেম্বর তাকে প্রথম গ্রেফতার করেছিল গুজরাত পুলিশ । প্রতিবাদে সরব হয়েছিল তৃণমূল । ক্ষোভ উগড়ে দিয়েছিলেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর জামিন পান সাকেত । পরে আবার গ্রেফতার হতে হয় তাঁকে । আবারও মেলে জামিন। এবার আবারও গ্রেফতার হলেন বাংলার শালকদলের এই নেতা ।

আমেদাবাদ, 30 ডিসেম্বর: গুজরাট পুলিশের হাতে ফের গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখালে (Saket Gokhale arrested again) ৷ ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করা অর্থের অপব্যবহারের অভিযোগেই গ্রেফতার হলেন তিনি। এই মাসে তৃতীয়বার গুজরাট পুলিশ তাকে গ্রেফতার করল । জানা গিয়েছে, সাকেতকে আমেদাবাদ সাইবার ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শহরে আনা হচ্ছে ৷ শুক্রবার বিকেলের মধ্যেই তাঁদের এখানে চলে আসার কথা।

আরও জানা যায়, এদিন গুজরাত পুলিশ একটি মামলার বিষয়ে নয়াদিল্লি আসে এবং অভিযান চালায় । পরে তারা গোখলেকে গ্রেফতার করে । এই মাসে এই নিয়ে তৃতীয়বার গোখলেকে গ্রেফতার করল গুজরাট পুলিশ । মোরবি সেতু ধসের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোরবি বিপর্যয়স্থলে যাওয়ার খরচ সম্পর্কে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে 6 ডিসেম্বর তাকে প্রথম গ্রেফতার করেছিল গুজরাত পুলিশ । প্রতিবাদে সরব হয়েছিল তৃণমূল । ক্ষোভ উগড়ে দিয়েছিলেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর জামিন পান সাকেত । পরে আবার গ্রেফতার হতে হয় তাঁকে । আবারও মেলে জামিন। এবার আবারও গ্রেফতার হলেন বাংলার শালকদলের এই নেতা ।

আরও পড়ুন: প্রতিহিংসামূলক আচরণ, সাকেত গোখলের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.