ETV Bharat / bharat

TMC skips opposition meet : শীতকালীন অধিবেশনের আগে বিরোধী ঐক্যে চিড়, কংগ্রেসের ডাকা বৈঠকে নেই তৃণমূল-পাওয়ার

author img

By

Published : Nov 29, 2021, 9:48 AM IST

Updated : Nov 29, 2021, 1:03 PM IST

সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের অনৈক্যের ছবি সামনে এল ৷ কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে নেই তৃণমূল (TMC not joining opposition meet) ৷ থাকতে পারছেন না শরদ পাওয়ারও ৷

TMC not joining opposition meet as of their own meeting, says Mallikarjun Kharge before winter session of parliament
শীতকালীন অধিবেশনের আগে বিরোধী ঐক্যে চিড়? কংগ্রেসের ডাকা বৈঠকে নেই তৃণমূল-পাওয়ার

নয়াদিল্লি, 29 নভেম্বর: সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই বিরোধী ঐক্যে ফাটলের ছবি দেখা গেল ৷ অধিবেশন শুরুর আগে কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে থাকছে না তৃণমূল কংগ্রেস (TMC not joining opposition meet) ৷ সম্প্রতি বেশ কয়েকজন কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেওয়ার পর দুই দলের সম্পর্ক ধাক্কা খায় ৷ এরপরই তৃণমূলের গরহাজিরা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তবে বিষয়টিকে হালকা করে কংগ্রেস দাবি করেছে, নিজেদের বৈঠক থাকার কারণেই বিরোধী দলগুলির বৈঠকে যোগ দিতে পারছে না তৃণমূল কংগ্রেস ৷ এ দিকে, কংগ্রেসের ডাকা বৈঠকে থাকছেন না এনসিপি প্রধান শরদ পাওয়ারও ৷

দিল্লি সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কারণ জানতে হলে তিনি বলেন, দিল্লি এলেই দেখা করতে হবে তার কোনও বাধ্যবাধকতা রয়েছে ? কংগ্রেসের সঙ্গে ফাটলটা স্পষ্ট হয়েছিল তখনই ৷ এবার শীতকালীন অধিবেশনের (winter session) আগে কংগ্রেসের ডাকা বৈঠক থেকে সরে দাঁড়াল তৃণমূল কংগ্রেস ৷

এ বারের অধিবেশনে কোন বিষয়গুলি তুলে ধরে সরকারকে কোণঠাসা করা হবে, তার একটা রূপরেখা তৈরি করে নিতে এবং বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করতে অধিবেশন শুরুর দিন সকালে একটি বৈঠক ডেকেছেন রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে Mallikarjun Kharge ৷ তবে সেই বৈঠকে যোগ দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল ৷ তবে এ ব্যাপারে খাড়গের দাবি, "জনস্বার্থে যে সাধারণ সমস্যাগুলি রয়েছে, সে ব্যাপারে আমাদের সঙ্গে তারা সহমত ৷ তবে তাদের নিজেদের একটি বৈঠক থাকায়, তারা এই বৈঠকে যোগ দিতে পারবে না ৷"

তৃণমূলের এক নেতাও এই খবর নিশ্চিত করে বলেছেন, "বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে তৃণমূল যোগ দেবে না ৷ তবে দল অবশ্যই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ও রাজ্যসভার চেয়ারম্যানের নেতৃত্বাধীন বৈঠক দু‘টিতে যোগ দেবে ৷"

আরও পড়ুন: PM skips All-Party Meet : শীতকালীন অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে নেই মোদি, তৃণমূলের নজর 10 বিষয়ে

সাম্প্রতিক কালে কংগ্রেস ও তৃণমূলের সম্পর্ক মোটেই ভাল নয় ৷ লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজ্যে একক ভাবেই বিজেপির বিরোধী শক্তি হিসেবে নিজেদের তুলে ধরার টার্গেট নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ গোয়াতে সংগঠনকে মজবুত করার কাজ শুরু হয়েছে ৷ অপরদিকে, মেঘালয়ে আচমকাই ছবিটা বদলে গিয়েছে ৷ 12 জন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় অভূতপূর্ব ভাবে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে তৃণমূলই এখন প্রধান বিরোধী দল ৷

এ দিকে, বিরোধী বৈঠকে তৃণমূলের পাশাপাশি আজ যোগ দিচ্ছেন না এনসিপি প্রধান Sharad Pawar-ও ৷ তিনি খাড়গেকে ফোন করে জানিয়েছেন, শিবসেনা নেতা সঞ্জয় রাউতের পরিবারে একজনের বিয়ে থাকায় বৈঠকে যেতে পারবেন না ৷

আরও পড়ুন: Tripura Municipal Election Result 2021 : 2023 আমাদের, ত্রিপুরায় ভোটের ফল বেরোতেই টুইট কুণালের

26 নভেম্বর সংবিধান দিবসে সংসদের সেন্ট্রাল হলের সেলিব্রেশনে যোগ না-দেওয়ার ব্যাপারে 15টি বিরোধী দলকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছিল কংগ্রেস ৷ নরেন্দ্র মোদির সরকারের আমলে সংবিধানকে এড়িয়ে চলার প্রবণতার অভিযোগে প্রতিবাদ জানাতেই সেলিব্রেশন থেকে সরে দাঁড়িয়েছিল বিরোধীরা ৷ সেই ঐক্য সংসদের শীতকালীন অধিবেশনেও বজায় থাকবে কি না, সে দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের ৷ আজ থেকে শুরু হয়ে শীতকালীন অধিবেশন চলবে 23 ডিসেম্বর পর্যন্ত ৷

নয়াদিল্লি, 29 নভেম্বর: সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই বিরোধী ঐক্যে ফাটলের ছবি দেখা গেল ৷ অধিবেশন শুরুর আগে কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে থাকছে না তৃণমূল কংগ্রেস (TMC not joining opposition meet) ৷ সম্প্রতি বেশ কয়েকজন কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেওয়ার পর দুই দলের সম্পর্ক ধাক্কা খায় ৷ এরপরই তৃণমূলের গরহাজিরা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তবে বিষয়টিকে হালকা করে কংগ্রেস দাবি করেছে, নিজেদের বৈঠক থাকার কারণেই বিরোধী দলগুলির বৈঠকে যোগ দিতে পারছে না তৃণমূল কংগ্রেস ৷ এ দিকে, কংগ্রেসের ডাকা বৈঠকে থাকছেন না এনসিপি প্রধান শরদ পাওয়ারও ৷

দিল্লি সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কারণ জানতে হলে তিনি বলেন, দিল্লি এলেই দেখা করতে হবে তার কোনও বাধ্যবাধকতা রয়েছে ? কংগ্রেসের সঙ্গে ফাটলটা স্পষ্ট হয়েছিল তখনই ৷ এবার শীতকালীন অধিবেশনের (winter session) আগে কংগ্রেসের ডাকা বৈঠক থেকে সরে দাঁড়াল তৃণমূল কংগ্রেস ৷

এ বারের অধিবেশনে কোন বিষয়গুলি তুলে ধরে সরকারকে কোণঠাসা করা হবে, তার একটা রূপরেখা তৈরি করে নিতে এবং বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করতে অধিবেশন শুরুর দিন সকালে একটি বৈঠক ডেকেছেন রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে Mallikarjun Kharge ৷ তবে সেই বৈঠকে যোগ দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল ৷ তবে এ ব্যাপারে খাড়গের দাবি, "জনস্বার্থে যে সাধারণ সমস্যাগুলি রয়েছে, সে ব্যাপারে আমাদের সঙ্গে তারা সহমত ৷ তবে তাদের নিজেদের একটি বৈঠক থাকায়, তারা এই বৈঠকে যোগ দিতে পারবে না ৷"

তৃণমূলের এক নেতাও এই খবর নিশ্চিত করে বলেছেন, "বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে তৃণমূল যোগ দেবে না ৷ তবে দল অবশ্যই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ও রাজ্যসভার চেয়ারম্যানের নেতৃত্বাধীন বৈঠক দু‘টিতে যোগ দেবে ৷"

আরও পড়ুন: PM skips All-Party Meet : শীতকালীন অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে নেই মোদি, তৃণমূলের নজর 10 বিষয়ে

সাম্প্রতিক কালে কংগ্রেস ও তৃণমূলের সম্পর্ক মোটেই ভাল নয় ৷ লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজ্যে একক ভাবেই বিজেপির বিরোধী শক্তি হিসেবে নিজেদের তুলে ধরার টার্গেট নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ গোয়াতে সংগঠনকে মজবুত করার কাজ শুরু হয়েছে ৷ অপরদিকে, মেঘালয়ে আচমকাই ছবিটা বদলে গিয়েছে ৷ 12 জন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় অভূতপূর্ব ভাবে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে তৃণমূলই এখন প্রধান বিরোধী দল ৷

এ দিকে, বিরোধী বৈঠকে তৃণমূলের পাশাপাশি আজ যোগ দিচ্ছেন না এনসিপি প্রধান Sharad Pawar-ও ৷ তিনি খাড়গেকে ফোন করে জানিয়েছেন, শিবসেনা নেতা সঞ্জয় রাউতের পরিবারে একজনের বিয়ে থাকায় বৈঠকে যেতে পারবেন না ৷

আরও পড়ুন: Tripura Municipal Election Result 2021 : 2023 আমাদের, ত্রিপুরায় ভোটের ফল বেরোতেই টুইট কুণালের

26 নভেম্বর সংবিধান দিবসে সংসদের সেন্ট্রাল হলের সেলিব্রেশনে যোগ না-দেওয়ার ব্যাপারে 15টি বিরোধী দলকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছিল কংগ্রেস ৷ নরেন্দ্র মোদির সরকারের আমলে সংবিধানকে এড়িয়ে চলার প্রবণতার অভিযোগে প্রতিবাদ জানাতেই সেলিব্রেশন থেকে সরে দাঁড়িয়েছিল বিরোধীরা ৷ সেই ঐক্য সংসদের শীতকালীন অধিবেশনেও বজায় থাকবে কি না, সে দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের ৷ আজ থেকে শুরু হয়ে শীতকালীন অধিবেশন চলবে 23 ডিসেম্বর পর্যন্ত ৷

Last Updated : Nov 29, 2021, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.