কলকাতা, 19 জুন: আগামী 23 জুন বিহারের পটনায় বসতে চলেছে বিরোধীদের বৈঠক ৷ সেই বৈঠক নিয়ে রবিবার কটাক্ষ করেন বিজেপির রবিশঙ্কর প্রসাদ ৷ তা নিয়ে গেরুয়া শিবিরের এই সাংসদকে পালটা নিশানা করেছেন তৃণমূলের সৌগত রায় ও কংগ্রেসের গৌরব বল্লভ ৷ তাঁরা দু’জনেই রবিশঙ্করের মন্ত্রিত্ব চলে যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন ৷
আর বছরখানেক পরই লোকসভার নির্বাচন ৷ সেই ভোটে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে তৎপর বিজেপি বিরোধী দলগুলি ৷ সেই কারণে বিরোধীদের মধ্যে ঐক্য তৈরি করতে আগামী 23 জুন পটনায় বৈঠক বসছে ৷ সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নীতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়ালের মতো আঞ্চলিক হেভিওয়েট রাজনৈতিক নেতারা যেমন উপস্থিত থাকবেন, তেমনই থাকার কথা কংগ্রেসের রাহুল গান্ধিরও ৷
সেই বৈঠক নিয়ে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ প্রশ্ন তুলেছেন যে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ কে হবেন ? তাঁর কটাক্ষ, এই বিরোধীদের মধ্যে সবসময় ঝগড়া হয় । এটা ক্ষমতার জন্য স্বার্থপরদের জোট । যেহেতু তারা একা প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে লড়াই করতে পারে না, তাই তারা একসঙ্গে হওয়ার চেষ্টা করছে ৷ তাঁর আরও দাবি, ভারতীয়রা এখন স্থায়ী সরকার চান ৷ এমন সরকার চান না যেখানে একগুচ্ছ নেতা একে অপরের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন ৷
এই নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলেন, ‘‘রবিশঙ্কর প্রসাদ যা বলেছেন তার কোনও গুরুত্ব নেই । তাঁর নিজের দল তাঁকে মন্ত্রিত্ব থেকে বাদ দিয়েছে । 23 তারিখ পাটনায় বিরোধীদের বৈঠক হচ্ছে মোদির বিকল্প পথ খুঁজে বের করতে । মোদির সরকার স্বার্থপর, সাম্প্রদায়িক, সংকীর্ণমনা এবং আদানির উপর নির্ভরশীল ।’’
-
#WATCH | "What Ravi Shankar Prasad says has no importance. His own party had dropped him from the ministry. The Opposition meet in Patna on the 23rd is to find out a way to provide an alternative to Modi. Modi's govt has been selfish, communal, narrow-minded and dependent on… https://t.co/kS8Dk6qltk pic.twitter.com/anfnjqwaqZ
— ANI (@ANI) June 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | "What Ravi Shankar Prasad says has no importance. His own party had dropped him from the ministry. The Opposition meet in Patna on the 23rd is to find out a way to provide an alternative to Modi. Modi's govt has been selfish, communal, narrow-minded and dependent on… https://t.co/kS8Dk6qltk pic.twitter.com/anfnjqwaqZ
— ANI (@ANI) June 19, 2023#WATCH | "What Ravi Shankar Prasad says has no importance. His own party had dropped him from the ministry. The Opposition meet in Patna on the 23rd is to find out a way to provide an alternative to Modi. Modi's govt has been selfish, communal, narrow-minded and dependent on… https://t.co/kS8Dk6qltk pic.twitter.com/anfnjqwaqZ
— ANI (@ANI) June 19, 2023
অন্যদিকে কংগ্রেসের গৌরব বল্লভ বলেন, ‘‘রবিশঙ্কর প্রসাদ, আপনি যত খুশি চেষ্টা করুন, কিন্তু আপনি আর ক্যাবিনেটের অংশ হতে পারবেন না ।’’ তাঁর দাবি, বিরোধীরা প্রধানমন্ত্রী পদপ্রার্থী খোঁজার চেয়েও জনগণের সমস্যা ও একটি অভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করতে চায় ৷ সেই কারণে ওই বৈঠক ডাকা হয়েছে ৷ পাশাপাশি বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে রবিশঙ্কর যাতে এখনই উতলা না হন, সেই কটাক্ষও করেছেন গৌরব ৷
-
#WATCH | Congress' Gourav Vallabh says, "Ravi Shankar Prasad, you may try as much as you want but you won't become a part of the cabinet again. As far as our (PM) face is concerned, our meeting would focus on discussion on people's issues, common issues and common agenda. We will… https://t.co/kS8Dk6qltk pic.twitter.com/ynsMRFUVgo
— ANI (@ANI) June 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Congress' Gourav Vallabh says, "Ravi Shankar Prasad, you may try as much as you want but you won't become a part of the cabinet again. As far as our (PM) face is concerned, our meeting would focus on discussion on people's issues, common issues and common agenda. We will… https://t.co/kS8Dk6qltk pic.twitter.com/ynsMRFUVgo
— ANI (@ANI) June 19, 2023#WATCH | Congress' Gourav Vallabh says, "Ravi Shankar Prasad, you may try as much as you want but you won't become a part of the cabinet again. As far as our (PM) face is concerned, our meeting would focus on discussion on people's issues, common issues and common agenda. We will… https://t.co/kS8Dk6qltk pic.twitter.com/ynsMRFUVgo
— ANI (@ANI) June 19, 2023
আরও পড়ুন: দেশ ভাঙার কারিগর ! রাহুলের জন্মদিনে বিশেষ 'উপহার' বিজেপির