কলকাতা, 24 ফেব্রুয়ারি: আদানি ইস্যুতে ফের সরব হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra) ৷ শুক্রবার এই নিয়ে তিনি টুইট করেছেন ৷ সেখানে একটি সংবাদপত্রের প্রতিবেদন শেয়ার করেছেন ৷ আর সেই প্রতিবেদন উদ্ধৃত করে লিখেছেন যে আদানি গোষ্ঠীতে বিনিয়োগের জন্য জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের 3200 কোটি টাকা ক্ষতি হয়েছে (LIC lost 3200 crore rupees) ৷ এই নিয়ে তিনি প্রশ্নে বিদ্ধ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে (FM Nirmala Sitharaman) ৷ জানতে চেয়েছেন যে ভারতের মানুষের সঞ্চয়ের বিনিময়ে আদানিকে সাহায্য করার জন্য কিসের বাধ্যবাধকতা ছিল ? টুইটের শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, ‘‘আমাদের উত্তর চাই ৷’’
-
₹3200 cr loss in Adani shares for @LICIndiaForever so far.@nsitharaman #IRDAI what pressure is there to support Adani at cost of Indian public?
— Mahua Moitra (@MahuaMoitra) February 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
We need answers. pic.twitter.com/wU3Ge9XC9s
">₹3200 cr loss in Adani shares for @LICIndiaForever so far.@nsitharaman #IRDAI what pressure is there to support Adani at cost of Indian public?
— Mahua Moitra (@MahuaMoitra) February 24, 2023
We need answers. pic.twitter.com/wU3Ge9XC9s₹3200 cr loss in Adani shares for @LICIndiaForever so far.@nsitharaman #IRDAI what pressure is there to support Adani at cost of Indian public?
— Mahua Moitra (@MahuaMoitra) February 24, 2023
We need answers. pic.twitter.com/wU3Ge9XC9s
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির শেষের দিকে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) তরফে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় ৷ সেই প্রতিবেদনে দাবি করা হয়, শেয়ারের দরে জালিয়াতি করেছে আদানি গোষ্ঠী ৷ এই প্রতিবেদনে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় শিল্পপতি গৌতম আদানির সংস্থাকে ৷ তাদের শেয়ারের দর হু হু করে নামতে থাকে ৷ পরে অবশ্য পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় ৷
কিন্তু এই ইস্যুতে সরব হয় বিরোধীরা ৷ তাদের অভিযোগ, আদানি গোষ্ঠীতে এলআইসি ও বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিনিয়োগ করেছে ৷ সাধারণ ভারতীয় নাগরিকের সঞ্চিত অর্থেই ওই বিনিয়োগ ৷ তাই কেন্দ্রের সরকারের জন্য মানুষের ক্ষতি হয়েছে ৷ বিরোধীরা এই ইস্যুতে সংসদ অচল করে দেয় ৷ লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) নিশানা করেন কংগ্রেসের রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷
কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রও সংসদের নিম্নকক্ষেও এই নিয়ে সরব হয়েছেন ৷ তাছাড়া তিনি একাধিক টুইটও করেছেন এই নিয়ে৷ এই নিয়ে বিরোধীদের তরফে সংসদের বাইরে বিক্ষোভ দেখানো হয় ৷ সেই বিক্ষোভ মূলত কংগ্রেসের তরফে দেখানো হলেও সেখানে হাজির ছিলেন একাধিক বিজেপি বিরোধী দলের সাংসদরা ৷ সেখানে হাজির ছিলেন মহুয়াও ৷ শুক্রবার আবার তিনি এই নিয়ে সরব হলেন ৷
আরও পড়ুন: বিরোধীদের বোকা বানানো হয়েছে, আদানি ইস্যুতে কেন্দ্রকে নিশানা মহুয়ার