নয়াদিল্লি, 1 অগস্ট: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কাঁচা বেগুনেই কামড় দিয়ে বসলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dostidar bites into a raw brinjal in Lok Sabha) ৷
সোমবার সংসদের নিম্নকক্ষে এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বক্তব্য রাখছিলেন কাকলি ৷ এই ইস্যুতে নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করতে গিয়ে এদিন তৃণমূলের এই সাংসদ বলেন, "উজ্জ্বলা যোজনায় গ্রামের যেসব গরিব মহিলা গ্যাস সিলিন্ডার পেয়েছিলেন, এখন তাঁরা মূল্যবৃদ্ধির কারণে এলপিজি কিনতে পারছেন না ৷ ফলে আগের মতোই উনুনে কাঠ, কয়লার ধোঁয়ায় রান্না করতে হচ্ছে ৷ এই মূল্যবৃদ্ধির কারণে গৃহস্থের হেঁশেলেই লাখ লাখ সিলিন্ডার খালি অবস্থায় পড়ে রয়েছে ৷ মাঝে মাঝে আমি ভাবি এই সরকার কি আমাদের কাঁচা খাবার খেতে বলছে ৷"
আরও পড়ুন: গোয়ায় বার-রেস্তরাঁর মালিক নন স্মৃতি-জয়ীশ, আদালতের নির্দেশে অস্বস্তিতে কংগ্রেস
এর পরেই সকলকে অবাক করে সঙ্গে করে অধিবেশন কক্ষে নিয়ে আসা একটি কাঁচা বেগুনে কামড় দিয়ে বসেন কাকলি ঘোষ দস্তিদার ৷ গত কয়েক মাসে এলপিজি'র দাম চারবার বেড়েছে বলেও এদিন মনে করিয়ে দিয়েছেন এই তৃণমূল সাংসদ ৷ বলেছেন, "তিন-চার বছর আগে এলপিজি সিলিন্ডারের দাম ছিল 600 টাকা ৷ বাড়তে বাড়তে এখন তা 1 হাজার 100 টাকা ৷ গরিব মানুষ কোথা থেকে এই টাকা পাবেন ? দাম কমানোর বিষয়ে সরকারের ভেবে দেখা উচিত ৷"