ETV Bharat / bharat

Abhishek Banerjee in Tripura : সোমবার সকালেই ত্রিপুরায় অভিষেক, অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লিতে সাংসদরা

রবিবার ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল (Trinamool Congress) ৷ গ্রেফতার দলের নেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) ৷ সোমবার সেখানে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ দিল্লিতে ধরনা দেবেন তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল ৷

tmc leader abhishek banerjee will reach agartala on monday morning
TMC in Tripura : সোমবার সকালেই ত্রিপুরায় অভিষেক, অমিত শাহের দেখা করতে দিল্লিতে সাংসদরা
author img

By

Published : Nov 21, 2021, 8:15 PM IST

কলকাতা, 21 নভেম্বর : পৌর-নির্বাচন ঘিরে উত্তপ্ত ত্রিপুরা (Tripura) ৷ খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন পশ্চিমবঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Trinamool Youth Congress President Saayoni Ghosh) ৷ এই নিয়ে ফের ত্রিপুরার বিপ্লব দেবের (Biplab Deb) সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ৷

আগামিকাল সকালেই আগরতলায় পৌঁছবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ আর রবিবার ত্রিপুরার ঘটনার প্রতিবাদে রাতেই দিল্লিতে যাচ্ছেন তৃণমূলের 15 জন সাংসদ ৷ তাঁরা আগামিকাল, সোমবার নয়াদিল্লিতে এই ইস্যুতে ধরনা দেবেন ৷ পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister) সঙ্গে দেখা করার জন্য সময়ও চাইবেন ৷

আরও পড়ুন : Saayoni Ghosh Arrested at Agartala : আগরতলায় গ্রেফতার সায়নী ঘোষ

  • A delegation of more than 15 TMC MPs will reach Delhi tonight. They have sought an appointment with the Union Home Minister Amit Shah over the alleged police brutality in Tripura. The MPs will sit on a dharna from tomorrow morning in the national capital: TMC sources

    — ANI (@ANI) November 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

আগামী 29 নভেম্বর ত্রিপুরায় পৌর-ভোট (Tripura Civic Body Election) ৷ এবার সেখানে বিজেপির অন্যতম প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ৷ তাই বাংলা থেকে সায়নী ঘোষ-সহ একাধিক নেতা-নেত্রী সেখানে প্রচারে গিয়েছেন ৷ সোমবার ত্রিপুরায় প্রচার কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ৷ কিন্তু তার আগেরদিনই সায়নী ঘোষের গ্রেফতারি ও পূর্ব আগরতলা মহিলা থানার সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনায় পুরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে টুইট করে জানানো হয় যে এই ঘটনায় উদ্বিগ্ন অভিষেক আজ রাতেই আগরতলায় পৌঁছবেন ৷ কিন্তু পরে তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে জানানো হয়, আজ নয় আগামিকাল সকালে অভিষেক আগরতলা যাচ্ছেন ৷ কারণ, হিসেবে উল্লেখ করা হয়েছে যে রবিবার রাতে অভিষেকের বিমান অবতরণের অনুমতি দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : Abhishek Banerjee on Biplab Deb: বিপ্লব দেব এতই নির্লজ্জ যে সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেন না: অভিষেক

  • Our National Gen Secy Shri @abhishekaitc will reach Tripura tomorrow morning to stand beside our workers who were BRUTALLY ATTACKED by BJP goons. Permission to land today was denied.

    An autocrat is running the show in Tripura and we will fight tooth & nail to end this torture! https://t.co/UQQXUHMZcM

    — All India Trinamool Congress (@AITCofficial) November 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গ্রেফতার সায়নী ঘোষ

রবিবার সায়নী ঘোষকে পূর্ব আগরতলা মহিলা থানায় ডেকে পাঠায় ত্রিপুরা পুলিশ ৷ তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয় ৷ তার পর তাঁকে গ্রেফতার করা হয় ৷ আগামিকাল তাঁকে আদালতে পেশ করবে পুলিশ ৷ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) জানান, সায়নীর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন ৷ আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচিকে বানচাল করতেই সায়নীকে গ্রেফতার করেছে পুলিশ ৷

আরও পড়ুন : Tripura TMC: পৌরনির্বাচনের আগে তপ্ত ত্রিপুরা, থানায় আক্রান্ত তৃণমূল

আগরতলায় থানায় তৃণমূলের উপর হামলার অভিযোগ

সায়নীর সঙ্গে তৃণমূলের বেশ কয়েকজন নেতা-নেত্রীও থানায় গিয়েছিলেন ৷ সেই সময় বাইরে থেকে দুষ্কৃতীরা এসে থানার সামনে থাকা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ এই ঘটনায় দুই তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ ৷ সুবল ভৌমিক নামে এক তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷

এই নিয়ে প্রতিবাদে সরব হন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক টুইট করে আক্রমণ করেন বিপ্লব দেবের সরকারকে ৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মানছে না বলেও অভিযোগ করেন অভিষেক ৷

আরও পড়ুন : Supreme Court : অবাধ-শান্তিপূর্ণ ভাবে পৌরভোট করতে ত্রিপুরা সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের

  • Gujarat model in Tripura. @AITCofficial will never accept such fascist brutality.

    Trinamool MPs headed to Delhi. Now.

    Eyeball to eyeball.

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) November 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ত্রিপুরায় গুজরাত মডেল !

ত্রিপুরায় তৃণমূলের উপর হামলা নিয়ে সরব হয়েছেন রাজ্যসভায় দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien) ৷ তিনি এই নিয়ে টুইট করেন ৷ লেখেন, ‘‘ত্রিপুরায় গুজরাত মডেল ৷ তৃণমূল কংগ্রেস এই ধরনের নৃশংসতাকে মেনে নেবে না ৷ এখনই তৃণমূল সাংসদরা দিল্লি যাচ্ছেন ৷ চোখে চোখ রেখে লড়াই হবে ৷’’

তার পরই জানা যায় যে 15 জন তৃণমূল সাংসদ দিল্লি যাচ্ছেন ৷ আগামিকাল তাঁরা অমিত শাহের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন ৷ দিল্লিতে ধরনাও দেবেন তাঁরা ৷

কলকাতা, 21 নভেম্বর : পৌর-নির্বাচন ঘিরে উত্তপ্ত ত্রিপুরা (Tripura) ৷ খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন পশ্চিমবঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Trinamool Youth Congress President Saayoni Ghosh) ৷ এই নিয়ে ফের ত্রিপুরার বিপ্লব দেবের (Biplab Deb) সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ৷

আগামিকাল সকালেই আগরতলায় পৌঁছবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ আর রবিবার ত্রিপুরার ঘটনার প্রতিবাদে রাতেই দিল্লিতে যাচ্ছেন তৃণমূলের 15 জন সাংসদ ৷ তাঁরা আগামিকাল, সোমবার নয়াদিল্লিতে এই ইস্যুতে ধরনা দেবেন ৷ পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister) সঙ্গে দেখা করার জন্য সময়ও চাইবেন ৷

আরও পড়ুন : Saayoni Ghosh Arrested at Agartala : আগরতলায় গ্রেফতার সায়নী ঘোষ

  • A delegation of more than 15 TMC MPs will reach Delhi tonight. They have sought an appointment with the Union Home Minister Amit Shah over the alleged police brutality in Tripura. The MPs will sit on a dharna from tomorrow morning in the national capital: TMC sources

    — ANI (@ANI) November 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

আগামী 29 নভেম্বর ত্রিপুরায় পৌর-ভোট (Tripura Civic Body Election) ৷ এবার সেখানে বিজেপির অন্যতম প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ৷ তাই বাংলা থেকে সায়নী ঘোষ-সহ একাধিক নেতা-নেত্রী সেখানে প্রচারে গিয়েছেন ৷ সোমবার ত্রিপুরায় প্রচার কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ৷ কিন্তু তার আগেরদিনই সায়নী ঘোষের গ্রেফতারি ও পূর্ব আগরতলা মহিলা থানার সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনায় পুরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে টুইট করে জানানো হয় যে এই ঘটনায় উদ্বিগ্ন অভিষেক আজ রাতেই আগরতলায় পৌঁছবেন ৷ কিন্তু পরে তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে জানানো হয়, আজ নয় আগামিকাল সকালে অভিষেক আগরতলা যাচ্ছেন ৷ কারণ, হিসেবে উল্লেখ করা হয়েছে যে রবিবার রাতে অভিষেকের বিমান অবতরণের অনুমতি দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : Abhishek Banerjee on Biplab Deb: বিপ্লব দেব এতই নির্লজ্জ যে সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেন না: অভিষেক

  • Our National Gen Secy Shri @abhishekaitc will reach Tripura tomorrow morning to stand beside our workers who were BRUTALLY ATTACKED by BJP goons. Permission to land today was denied.

    An autocrat is running the show in Tripura and we will fight tooth & nail to end this torture! https://t.co/UQQXUHMZcM

    — All India Trinamool Congress (@AITCofficial) November 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গ্রেফতার সায়নী ঘোষ

রবিবার সায়নী ঘোষকে পূর্ব আগরতলা মহিলা থানায় ডেকে পাঠায় ত্রিপুরা পুলিশ ৷ তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয় ৷ তার পর তাঁকে গ্রেফতার করা হয় ৷ আগামিকাল তাঁকে আদালতে পেশ করবে পুলিশ ৷ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) জানান, সায়নীর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন ৷ আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচিকে বানচাল করতেই সায়নীকে গ্রেফতার করেছে পুলিশ ৷

আরও পড়ুন : Tripura TMC: পৌরনির্বাচনের আগে তপ্ত ত্রিপুরা, থানায় আক্রান্ত তৃণমূল

আগরতলায় থানায় তৃণমূলের উপর হামলার অভিযোগ

সায়নীর সঙ্গে তৃণমূলের বেশ কয়েকজন নেতা-নেত্রীও থানায় গিয়েছিলেন ৷ সেই সময় বাইরে থেকে দুষ্কৃতীরা এসে থানার সামনে থাকা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ এই ঘটনায় দুই তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ ৷ সুবল ভৌমিক নামে এক তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷

এই নিয়ে প্রতিবাদে সরব হন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক টুইট করে আক্রমণ করেন বিপ্লব দেবের সরকারকে ৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মানছে না বলেও অভিযোগ করেন অভিষেক ৷

আরও পড়ুন : Supreme Court : অবাধ-শান্তিপূর্ণ ভাবে পৌরভোট করতে ত্রিপুরা সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের

  • Gujarat model in Tripura. @AITCofficial will never accept such fascist brutality.

    Trinamool MPs headed to Delhi. Now.

    Eyeball to eyeball.

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) November 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ত্রিপুরায় গুজরাত মডেল !

ত্রিপুরায় তৃণমূলের উপর হামলা নিয়ে সরব হয়েছেন রাজ্যসভায় দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien) ৷ তিনি এই নিয়ে টুইট করেন ৷ লেখেন, ‘‘ত্রিপুরায় গুজরাত মডেল ৷ তৃণমূল কংগ্রেস এই ধরনের নৃশংসতাকে মেনে নেবে না ৷ এখনই তৃণমূল সাংসদরা দিল্লি যাচ্ছেন ৷ চোখে চোখ রেখে লড়াই হবে ৷’’

তার পরই জানা যায় যে 15 জন তৃণমূল সাংসদ দিল্লি যাচ্ছেন ৷ আগামিকাল তাঁরা অমিত শাহের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন ৷ দিল্লিতে ধরনাও দেবেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.