ETV Bharat / bharat

Abhishek Attacks Chidambaram : মিথ্যে বলছেন চিদম্বরম, গোয়ায় বসে তোপ অভিষেকের - Latest News on Abhishek Banerjee

আগামী 14 ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) ৷ তাই এখন গোয়ায় রয়েছেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ বৃহস্পতিবার সেখানে এক সাংবাদিক বৈঠক করে তোপ দাগেন কংগ্রেসের বিরুদ্ধে ৷

tmc-leader-abhishek-banerjee-hits-out-at-chidambaram
Abhishek Attacks Chidambaram : মিথ্যে বলছেন চিদম্বরম, গোয়ায় বসে তোপ অভিষেকের
author img

By

Published : Jan 20, 2022, 8:04 PM IST

পানাজি (গোয়া), 20 জানুয়ারি : গোয়ার মানুষকে তৃণমূল কংগ্রেস সম্পর্কে ভুল বোঝাচ্ছে কংগ্রেস ৷ বৃহস্পতিবার এই অভিযোগ করেছেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ এদিন গোয়ায় সাংবাদিক বৈঠক করে এই দাবি করেছেন তিনি ৷

তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে ৷ তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’বার গোয়ায় এসেছেন ৷ দু’বারই গোয়ার মানুষ তাঁকে আশীর্বাদ করেছেন ৷ বিজেপিকে হারানোর কথা বলা আর বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্পূর্ণ অন্য ব্যাপার ৷

তাঁর অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে ৷ সেই তালিকায় কংগ্রেসের পি চিদম্বরমও যে আছেন, সেটাও মনে করিয়ে দিয়েছেন অভিষেক (tmc leader abhishek banerjee hits out at chidambaram) ৷ তাঁর দাবি, কংগ্রেসের চিদম্বরম (P Chidambaram) মানুষকে বিভ্রান্ত করছেন ৷ তিনি (চিদম্বরম) নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে বের হতে পারছেন না ৷

এই পর্যন্ত বলেই থেমে যাননি অভিষেক৷ বরং চ্যালেঞ্জ ছুঁড়েছেন ৷ বলেছেন, তাঁরা মিথ্যা বলছেন না ৷ পারলে কংগ্রেস আইনি নোটিস পাঠাক তাঁদের ৷ বিজেপির কাছে হেরে গেলে চিদম্বরমের পদত্যাগ করা উচিত বলেও তিনি মন্তব্য করেছেন ৷ পাশাপাশি অভিষেক স্পষ্ট করেছেন যে বিজেপিকে হারানোর জন্য জোটবদ্ধ হতে তৃণমূল যতদূর সম্ভব চেষ্টা করবে ৷

প্রসঙ্গত, আগামী 14 ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) ৷ গোয়ার ভোটে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করে লড়ছে তৃণমূল ৷ প্রার্থী বাছাই-সহ ভোট প্রস্তুতিতেই সেখানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : Mahua Moitra attacks P Chidambaram: গোয়া কংগ্রেস সময় চেয়েছিল, চিদম্বরম জানেন না; আক্রমণ মহুয়ার

পানাজি (গোয়া), 20 জানুয়ারি : গোয়ার মানুষকে তৃণমূল কংগ্রেস সম্পর্কে ভুল বোঝাচ্ছে কংগ্রেস ৷ বৃহস্পতিবার এই অভিযোগ করেছেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ এদিন গোয়ায় সাংবাদিক বৈঠক করে এই দাবি করেছেন তিনি ৷

তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে ৷ তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’বার গোয়ায় এসেছেন ৷ দু’বারই গোয়ার মানুষ তাঁকে আশীর্বাদ করেছেন ৷ বিজেপিকে হারানোর কথা বলা আর বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্পূর্ণ অন্য ব্যাপার ৷

তাঁর অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে ৷ সেই তালিকায় কংগ্রেসের পি চিদম্বরমও যে আছেন, সেটাও মনে করিয়ে দিয়েছেন অভিষেক (tmc leader abhishek banerjee hits out at chidambaram) ৷ তাঁর দাবি, কংগ্রেসের চিদম্বরম (P Chidambaram) মানুষকে বিভ্রান্ত করছেন ৷ তিনি (চিদম্বরম) নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে বের হতে পারছেন না ৷

এই পর্যন্ত বলেই থেমে যাননি অভিষেক৷ বরং চ্যালেঞ্জ ছুঁড়েছেন ৷ বলেছেন, তাঁরা মিথ্যা বলছেন না ৷ পারলে কংগ্রেস আইনি নোটিস পাঠাক তাঁদের ৷ বিজেপির কাছে হেরে গেলে চিদম্বরমের পদত্যাগ করা উচিত বলেও তিনি মন্তব্য করেছেন ৷ পাশাপাশি অভিষেক স্পষ্ট করেছেন যে বিজেপিকে হারানোর জন্য জোটবদ্ধ হতে তৃণমূল যতদূর সম্ভব চেষ্টা করবে ৷

প্রসঙ্গত, আগামী 14 ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) ৷ গোয়ার ভোটে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করে লড়ছে তৃণমূল ৷ প্রার্থী বাছাই-সহ ভোট প্রস্তুতিতেই সেখানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : Mahua Moitra attacks P Chidambaram: গোয়া কংগ্রেস সময় চেয়েছিল, চিদম্বরম জানেন না; আক্রমণ মহুয়ার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.