ETV Bharat / bharat

Municipal Elections : পুরভোটের দিন ঘোষণার আগেই মাঠে নামল তৃণমূল

প্রার্থী বাছাই নিয়ে যে সমস্যা তৈরি হতে পারে তা আগাম আঁচ করে নিয়েছে জেলার শীর্ষ নেতৃত্ব । সেক্ষেত্রে অনেকেই দলবদল বা দলবিরোধী কাজ করতে পারে বলেও আশঙ্কা করছে ঘাসফুল শিবির ।

Municipal Elections
দিন ঘোষণার আগেই মাঠে নামল পুরভোট জিততে মরিয়া তৃণমূল
author img

By

Published : Oct 31, 2021, 7:58 PM IST

বহরমপুর, 31 অক্টোবর : রাজ্যে পৌরসভা নির্বাচনের দিনক্ষণ এখনও নির্দিষ্ট হয়নি । তার আগেই আজ বহরমপুরে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে পুর এলাকার বুথস্তরের কর্মী ও নেতাদের নিয়ে কর্মশালার আয়োজন করে কার্যত পৌরসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিল রাজ্যের শাসকদল । কর্মীদের মনোবল বাড়িয়ে তাঁদের চাঙ্গা করতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । বিরোধীদের মেরুদণ্ড ভেঙে দিতে এখন থেকেই পুর এলাকার নেতা ও বুথস্তরের কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়ে গেলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী । পাশাপাশি এদিনের কর্মশালা থেকে একাধিক বক্তার মাধ্যমে একটাই বার্তা দেওয়া হয়েছে, পুরভোটে সব প্রার্থী সবার পছন্দের নাও হতে পারে। তাই বলে নির্বাচনে দলবিরোধী কার্যকলাপ কোনভাবেই বরদাস্ত করবে না দল । প্রয়োজনে দল থেকে বহিষ্কার করা হতে পারে ।

আরও পড়ুন : Rajib Banerjee : আগরতলায় অভিষেকের সভায় তৃণমূলে প্রত্যাবর্তন রাজীবের

মুর্শিদাবাদে মোট আটটি পৌরসভা । এর মধ্যে দুটি পৌরসভা পড়ে জঙ্গিপুর সাংগঠনিক জেলার মধ্যে । বাকি ছ'টি বহরমপুর সাংগঠনিক জেলার অর্ন্তভুক্ত । আজ বহরমপুর সাংগঠনিক জেলার ছটি পৌরসভার নেতা ও কর্মীদের ডাকা হয়েছিল কর্মশালায় । ডোমকল বাদে কান্দি, বহরমপুর, মুর্শিদাবাদ, জিতাগঞ্জ-আজিমগঞ্জ ও বেলডাঙার ভোট হবে একসঙ্গে । এরমধ্যে বেলডাঙা বাদে বাকি চারটি পৌরসভায় বিধানসভা নির্বাচনের ফলাফলে পিছিয়ে রয়েছে তৃণমূল । ফলে এই পাঁচটি পৌরসভা দখলে মরিয়া ঘাসফুল শিবির। সেই কারণেই নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল । চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, বিধানসভা নির্বাচনে কি ফল হয়েছে সেটা কোনও ফ্যাক্টর নয় ।

দিন ঘোষণার আগেই মাঠে নামল পুরভোট জিততে মরিয়া তৃণমূল

তবে প্রার্থী বাছাই নিয়ে যে সমস্যা তৈরি হতে পারে তা আগাম আঁচ করে নিয়েছে জেলার শীর্ষ নেতৃত্ব । সেক্ষেত্রে অনেকেই দলবদল বা দলবিরোধী কাজ করতে পারে বলেও আশঙ্কা করছে ঘাসফুল শিবির । বৈঠকে তাই বারবার একাধিক বক্তার মুখ দিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে । যদিও প্রত্যেকেরই বক্তব্য, এমন প্রার্থী নির্বাচন করতে হবে যে জিতে আসতে পারবেন । একইসঙ্গে নির্বাচনে বেশি করে ছাত্র-যুবদের মাঠে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে । একইসঙ্গে অধীর চৌধুরীর নাম করে তাঁকে বিজেপির সহযোগী বলেও আক্রমণ করেন চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি বলেন, "বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা বিজেপিকে উপহার দিয়েছিল কংগ্রেস । পুরভোটে কংগ্রেস তার বিনিময় চাইবে ।" এদিনের সভায় জেলার হাজির ছিলেন সেচ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বোলপুরের সাংসদ অসিত মাল ।

বহরমপুর, 31 অক্টোবর : রাজ্যে পৌরসভা নির্বাচনের দিনক্ষণ এখনও নির্দিষ্ট হয়নি । তার আগেই আজ বহরমপুরে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে পুর এলাকার বুথস্তরের কর্মী ও নেতাদের নিয়ে কর্মশালার আয়োজন করে কার্যত পৌরসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিল রাজ্যের শাসকদল । কর্মীদের মনোবল বাড়িয়ে তাঁদের চাঙ্গা করতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । বিরোধীদের মেরুদণ্ড ভেঙে দিতে এখন থেকেই পুর এলাকার নেতা ও বুথস্তরের কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়ে গেলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী । পাশাপাশি এদিনের কর্মশালা থেকে একাধিক বক্তার মাধ্যমে একটাই বার্তা দেওয়া হয়েছে, পুরভোটে সব প্রার্থী সবার পছন্দের নাও হতে পারে। তাই বলে নির্বাচনে দলবিরোধী কার্যকলাপ কোনভাবেই বরদাস্ত করবে না দল । প্রয়োজনে দল থেকে বহিষ্কার করা হতে পারে ।

আরও পড়ুন : Rajib Banerjee : আগরতলায় অভিষেকের সভায় তৃণমূলে প্রত্যাবর্তন রাজীবের

মুর্শিদাবাদে মোট আটটি পৌরসভা । এর মধ্যে দুটি পৌরসভা পড়ে জঙ্গিপুর সাংগঠনিক জেলার মধ্যে । বাকি ছ'টি বহরমপুর সাংগঠনিক জেলার অর্ন্তভুক্ত । আজ বহরমপুর সাংগঠনিক জেলার ছটি পৌরসভার নেতা ও কর্মীদের ডাকা হয়েছিল কর্মশালায় । ডোমকল বাদে কান্দি, বহরমপুর, মুর্শিদাবাদ, জিতাগঞ্জ-আজিমগঞ্জ ও বেলডাঙার ভোট হবে একসঙ্গে । এরমধ্যে বেলডাঙা বাদে বাকি চারটি পৌরসভায় বিধানসভা নির্বাচনের ফলাফলে পিছিয়ে রয়েছে তৃণমূল । ফলে এই পাঁচটি পৌরসভা দখলে মরিয়া ঘাসফুল শিবির। সেই কারণেই নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল । চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, বিধানসভা নির্বাচনে কি ফল হয়েছে সেটা কোনও ফ্যাক্টর নয় ।

দিন ঘোষণার আগেই মাঠে নামল পুরভোট জিততে মরিয়া তৃণমূল

তবে প্রার্থী বাছাই নিয়ে যে সমস্যা তৈরি হতে পারে তা আগাম আঁচ করে নিয়েছে জেলার শীর্ষ নেতৃত্ব । সেক্ষেত্রে অনেকেই দলবদল বা দলবিরোধী কাজ করতে পারে বলেও আশঙ্কা করছে ঘাসফুল শিবির । বৈঠকে তাই বারবার একাধিক বক্তার মুখ দিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে । যদিও প্রত্যেকেরই বক্তব্য, এমন প্রার্থী নির্বাচন করতে হবে যে জিতে আসতে পারবেন । একইসঙ্গে নির্বাচনে বেশি করে ছাত্র-যুবদের মাঠে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে । একইসঙ্গে অধীর চৌধুরীর নাম করে তাঁকে বিজেপির সহযোগী বলেও আক্রমণ করেন চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি বলেন, "বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা বিজেপিকে উপহার দিয়েছিল কংগ্রেস । পুরভোটে কংগ্রেস তার বিনিময় চাইবে ।" এদিনের সভায় জেলার হাজির ছিলেন সেচ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বোলপুরের সাংসদ অসিত মাল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.