ETV Bharat / bharat

TMC Lost in Goa : বিজেপি বিরোধী লড়াইয়ে গোয়ায় শূন্য পেল তৃণমূল - Maharastrawadi Gomantak Party

গোয়ায় এবার প্রথমবার তৃণমূল কংগ্রেস ভোটে লড়ল (TMC First Time Contested in Goa Assembly Polls) ৷ তারা প্রায় 5 শতাংশ ভোট পেয়েছে ৷ কিন্তু একটিও আসনে জিততে পারেনি ৷

tmc fails to secure a single seat in goa
TMCTMC Lost in Goa : বিজেপি বিরোধী লড়াইয়ে গোয়ায় শূন্য পেল তৃণমূল
author img

By

Published : Mar 10, 2022, 7:32 PM IST

Updated : Mar 10, 2022, 7:52 PM IST

নয়াদিল্লি, 10 মার্চ : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর হুঙ্কার দিয়েছিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ বাংলার বাইরে অন্য রাজ্যে গিয়েও বিজেপিকে হারানোর অঙ্গীকার করেছিল ঘাসফুল শিবির ৷ যদিও তাদের সেই চেষ্টা তো সফল হলই না ৷ বরং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তারা নিজেদের ‘নাক কেটে’ কংগ্রেসের ‘যাত্রা ভঙ্গ করল’ ৷

সাম্প্রতিক পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chairperson Mamata Banerjee) দল লড়াই করেছে শুধু গোয়ায়৷ গত বছরের মাঝামাঝি সময় থেকেই গোয়ায় সংগঠন শক্তিশালী করার কাজ করছিল তৃণমূল ৷ কংগ্রেস থেকে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা তৃণমূলে যোগদান করেন ৷ লিয়েন্ডার পেজ, নাফিসা আলির মতো সেলিব্রিটিরাও যোগদেন তৃণমূলে ৷

তৃণমূলও প্রচারে খামতি রাখেনি ৷ মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (Maharastrawadi Gomantak Party) সঙ্গে জোট করে লড়াই করে ৷ প্রতিশ্রুতিও দিয়েছিল অনেক ৷ কিন্তু ভোটের ময়দানে তা কাজে আসেনি ৷ একটি আসনও জিততে পারেনি তারা (TMC fails to secure a single seat in Goa) ৷ তাদের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি জিতেছে দু’টি আসনে ৷ কিন্তু তারাও সম্ভবত বিজেপির শরিক হয়ে গোয়ার পরবর্তী সরকারে সামিল হতে চলেছে ৷

কোনও আসনে জিততে না পারলেও তৃণমূল প্রায় 5 শতাংশ ভোট পেয়েছে ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূল আসলে কংগ্রেসের ভোট কাটল ৷ ফলে কংগ্রেসের আসন কমল ৷ আর সেই সুযোগে বিজেপির জয়ের রাস্তা মসৃণ হল ৷

আরও পড়ুন : Yogi's Record in UP Poll : উত্তরপ্রদেশে দ্বিতীয়বার জিতে যে সাতটি রেকর্ড করলেন যোগী আদিত্যনাথ

নয়াদিল্লি, 10 মার্চ : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর হুঙ্কার দিয়েছিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ বাংলার বাইরে অন্য রাজ্যে গিয়েও বিজেপিকে হারানোর অঙ্গীকার করেছিল ঘাসফুল শিবির ৷ যদিও তাদের সেই চেষ্টা তো সফল হলই না ৷ বরং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তারা নিজেদের ‘নাক কেটে’ কংগ্রেসের ‘যাত্রা ভঙ্গ করল’ ৷

সাম্প্রতিক পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chairperson Mamata Banerjee) দল লড়াই করেছে শুধু গোয়ায়৷ গত বছরের মাঝামাঝি সময় থেকেই গোয়ায় সংগঠন শক্তিশালী করার কাজ করছিল তৃণমূল ৷ কংগ্রেস থেকে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা তৃণমূলে যোগদান করেন ৷ লিয়েন্ডার পেজ, নাফিসা আলির মতো সেলিব্রিটিরাও যোগদেন তৃণমূলে ৷

তৃণমূলও প্রচারে খামতি রাখেনি ৷ মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (Maharastrawadi Gomantak Party) সঙ্গে জোট করে লড়াই করে ৷ প্রতিশ্রুতিও দিয়েছিল অনেক ৷ কিন্তু ভোটের ময়দানে তা কাজে আসেনি ৷ একটি আসনও জিততে পারেনি তারা (TMC fails to secure a single seat in Goa) ৷ তাদের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি জিতেছে দু’টি আসনে ৷ কিন্তু তারাও সম্ভবত বিজেপির শরিক হয়ে গোয়ার পরবর্তী সরকারে সামিল হতে চলেছে ৷

কোনও আসনে জিততে না পারলেও তৃণমূল প্রায় 5 শতাংশ ভোট পেয়েছে ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূল আসলে কংগ্রেসের ভোট কাটল ৷ ফলে কংগ্রেসের আসন কমল ৷ আর সেই সুযোগে বিজেপির জয়ের রাস্তা মসৃণ হল ৷

আরও পড়ুন : Yogi's Record in UP Poll : উত্তরপ্রদেশে দ্বিতীয়বার জিতে যে সাতটি রেকর্ড করলেন যোগী আদিত্যনাথ

Last Updated : Mar 10, 2022, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.