ETV Bharat / bharat

TMC Star Campaigners for Goa : গোয়া বিধানসভা ভোটের জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল - গোয়া বিধানসভা ভোটের জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল

আগামী 14 ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) ৷ ওই ভোটে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস ৷ শনিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে এই তালিকা চূড়ান্ত হয় বলে খবর ৷

tmc announces star campaigner list for goa assembly polls
TMC Star Campaigners for Goa : গোয়া বিধানসভা ভোটের জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল
author img

By

Published : Jan 22, 2022, 9:09 PM IST

কলকাতা, 22 জানুয়ারি : গোয়ায় বিধানসভা ভোটের জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (tmc announces star campaigner list for goa assembly polls) । শনিবার দলের তরফে এই তালিকা প্রকাশ করা হয় । 30 জনের এই প্রচার তালিকায় স্বাভাবিকভাবেই জায়গা পেয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ।

গোয়ার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো এবং চার্চিল আলেমাও-এর নামও রয়েছে ওই তালিকায় । এছাড়া রয়েছেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহা, জাতীয় মুখপাত্র পবন বর্মা, ডেরেক ও'ব্রায়েন, জহর সরকার, বাবুল সুপ্রিয়, অশোক তানওয়ার, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, সুস্মিতা দেব প্রমুখ ।

সম্প্রতি গোয়া সফর সেরে কলকাতায় ফিরলেও আগামিকাল ফের গোয়ায় যাচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তার আগে আজ তারকা প্রচারকদের তালিকা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানেই এই 30 জনের তালিকা ঠিক করা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর । ওই সূত্রের দাবি, প্রবীণ, নবীন এবং অভিজ্ঞের মেলবন্ধনে এই তালিকা নিয়ে গোয়ার বিধানসভা ভোটে ঝড় তুলতে চাই তৃণমূল ।

tmc announces star campaigner list for goa assembly polls
গোয়া বিধানসভা ভোটের জন্য তারকা প্রচারকের তালিকা

এদিকে তৃণমূলের এই রাজনৈতিক কর্মসূচির মধ্যেই এ দিন গোয়ার পানাজিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে গায়ে লাগানো দলীয় ব্যানার ও ফ্লেক্স ছিঁড়ে দেয় বিজেপি সমর্থকরা । তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছে ।

অন্যদিকে এদিন তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে যতই দলের ওপর হামলা হোক কোনোভাবেই সৈকত রাজ্যে তৃণমূলের বিস্তার আটকানো যাবে না । এই বিষয়ে তৃণমূলের গোয়ার দায়িত্বপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্র জানিয়েছেন, গোয়ায় তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে বিজেপি আর তাই বারবার তৃণমূলের উপর আক্রমণ হচ্ছে । তিনি বলেন, ‘‘এভাবে আর যাই হোক তৃণমূলকে আটকানো যাবে না ।’’

আরও পড়ুন : Abhishek Attacks Chidambaram : মিথ্যে বলছেন চিদম্বরম, গোয়ায় বসে তোপ অভিষেকের

কলকাতা, 22 জানুয়ারি : গোয়ায় বিধানসভা ভোটের জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (tmc announces star campaigner list for goa assembly polls) । শনিবার দলের তরফে এই তালিকা প্রকাশ করা হয় । 30 জনের এই প্রচার তালিকায় স্বাভাবিকভাবেই জায়গা পেয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ।

গোয়ার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো এবং চার্চিল আলেমাও-এর নামও রয়েছে ওই তালিকায় । এছাড়া রয়েছেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহা, জাতীয় মুখপাত্র পবন বর্মা, ডেরেক ও'ব্রায়েন, জহর সরকার, বাবুল সুপ্রিয়, অশোক তানওয়ার, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, সুস্মিতা দেব প্রমুখ ।

সম্প্রতি গোয়া সফর সেরে কলকাতায় ফিরলেও আগামিকাল ফের গোয়ায় যাচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তার আগে আজ তারকা প্রচারকদের তালিকা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানেই এই 30 জনের তালিকা ঠিক করা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর । ওই সূত্রের দাবি, প্রবীণ, নবীন এবং অভিজ্ঞের মেলবন্ধনে এই তালিকা নিয়ে গোয়ার বিধানসভা ভোটে ঝড় তুলতে চাই তৃণমূল ।

tmc announces star campaigner list for goa assembly polls
গোয়া বিধানসভা ভোটের জন্য তারকা প্রচারকের তালিকা

এদিকে তৃণমূলের এই রাজনৈতিক কর্মসূচির মধ্যেই এ দিন গোয়ার পানাজিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে গায়ে লাগানো দলীয় ব্যানার ও ফ্লেক্স ছিঁড়ে দেয় বিজেপি সমর্থকরা । তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছে ।

অন্যদিকে এদিন তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে যতই দলের ওপর হামলা হোক কোনোভাবেই সৈকত রাজ্যে তৃণমূলের বিস্তার আটকানো যাবে না । এই বিষয়ে তৃণমূলের গোয়ার দায়িত্বপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্র জানিয়েছেন, গোয়ায় তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে বিজেপি আর তাই বারবার তৃণমূলের উপর আক্রমণ হচ্ছে । তিনি বলেন, ‘‘এভাবে আর যাই হোক তৃণমূলকে আটকানো যাবে না ।’’

আরও পড়ুন : Abhishek Attacks Chidambaram : মিথ্যে বলছেন চিদম্বরম, গোয়ায় বসে তোপ অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.